অস্ট্রেলিয়াকে উড়িয়ে এগিয়ে গেল ভারত
২৫ নভেম্বর ২০২৪, ০২:১৯ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম
জয় হাতছানি দিচ্ছিল আগের দিন বিকেল থেকেই। চতুর্থ দিনের শেষ সেশনে ধরা দিল কাঙ্খিত সেই ক্ষণ। অস্ট্রেলিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এগিয়ে গেল ভারত।
পার্থে সিরিজের প্রথম টেস্টে সোমবার স্বাগতিকদের ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারী দলটি। সেই সঙ্গে পাঁচ টেস্টের বোর্ডার–গাভাস্কার ট্রফিতে ভারত এগিয়ে গেল ১–০ ব্যবধানে।
নিজেদের প্রথম ইনিংসে ১৫০ রান করা ভারত দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সোয়াল ও বিরাট কোহলির শতকে ৬ উইকেটে ৪৮৭ রানে ইনিংস ঘোষণা করে। তাতে প্রথম ইনিংসে ১০৪ রানে গুটিয়ে যাওয়া অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় রেকর্ড ৫৩৪ রান। হাতে সময় ছিল দুই দিনেরও বেশি। কিন্তু ৫৮.৪ ওভারে ২৩৮ রানে শেষ হয় স্বাগতিকদের ইনিংস।
পরাজয়ের শঙ্কা তৃতীয় দিনের শেষ বিকেলেই পেয়ে বসেছিল অস্ট্রেলিয়াকে। ১২ রান তুলতেই শীর্ষ তিন ব্যাটারকে হারায় তারা। চতুর্থ দিন কিছুটা লড়াই করেন ট্রাভিস হেড। এসময় তিনি পাশে পান মিচেল মার্শ ও অ্যালেক্স কেরিকে। তবে তাদের ইনিংস পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাত্র।
দিনের সপ্তম বলে উসমান খাজাকে কট বিহাইন্ড করেন মোহাম্মদ সিরাজ। এরপর স্টিভেন স্মিথের সঙ্গে ১১৭ বলে ৬২ রানের জুটিতে নেতৃত্ব দেন হেড। স্মিথও (৬০ বলে ১৭) ফেরেন সিরাজের বলে কট বিহাইন্ড হয়ে।
এরপর ম্যাচের সবচেয়ে বড় জুটির দেখা পায় অস্ট্রেলিয়া। লাঞ্চের পর ওয়ানডে মেজাজে রান তোলেন হেড ও মার্শ। অল্প সময়ের ব্যবধানে ফেরেন দুজনই।
১০১ বলে ৮৯ রান করা হেডকে পান্তের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন বুমরাহ। আর ৬৭ বলে ৪৭ রান করা মিচেল মার্শকে বোল্ড করেছেন নীতিশ রেড্ডি।
এরপর কেরি ও মিচেল স্টার্কের ৬২ বলে ৪৫ রানের জুটি ভারতের অপেক্ষা বাড়ায়। জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। শর্ট লেগে স্টার্কের (৩৫ বলে ১২) দারুণ ক্যাচ নেন ধ্রুব জুরেল। একই ওভারে নাথান লায়নকে বোল্ড করে দেন সুন্দর।
শেষ বাধা কেরিকে বোল্ড করে দলকে জয়ের আনন্দে ভাসান হার্ষিত।
প্রথম ইনিংসে ৩০ রানে ৫ উইকেট নেওয়া বুমরাহ এবার ৪২ রানে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচের নায়কও রোহিত শর্মার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া এই পেসার।
৫১ রানে ৩ শিকার ধরেছেন সিরাজও। ৪৮ রানে দুটি নেন সুন্দর। একটি করে শিকার ধরেন হার্ষিত ও রেড্ডি।
সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেইডে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ১৫০ ও ৪৮৭/৬ (জয়সোয়াল ১৬১, কোহলি ১০০*, রাহুল ৭৭, নীতিশ ৩৮*; লায়ন ২/৯৬, হ্যাজলউড ১/২৮)।
অস্ট্রেলিয়া: ১০৪ ও ২২২ (হেড ৮৯, মার্শ ৪৭, ক্যারি ৩৬, স্মিথ ১৭; বুমরা ৩/৪২, সিরাজ ৩/৫১, সুন্দর ২/৪৮)।
ফল: ভারত ২৯৫ রানে জয়ী।
ম্যাচসেরা: জাসপ্রিত বুমরাহ।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ভারত ১-০তে এগিয়ে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে কেউ মারা যায়নি : ডিএমপি
সিনিয়রদের কর্মে জুনিয়ারের শাস্তি!
গুচ্ছ থেকে বের হতে শাবিকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
ইমরান খানের মুক্তি না হওয়া পর্যন্ত পদযাত্রায় থাকুন : পিটিআই কর্মীদের উদ্দেশে বুশরা বিবি
তালায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু, আহত মা
লিভারপুলের বিপক্ষে ভিনিসিউসকে পাচ্ছে না রিয়াল
ফ্যাসিস্ট হাসিনার দোসরদের নানামুখী ষড়যন্ত্র প্রতিহত করা হবে বাংলাদেশ খেলাফত আন্দোলন
সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে গণঅধিকার পরিষদের ৭ দফা প্রস্তাবনা
নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ৩৪জন ডেঙ্গু আক্রান্ত
বগুড়ায় ঢাকা চট্টগ্রাম কোচ টার্মিনালে শান্ত পরিবহনের কাউন্টার বন্ধের জেরে আতংক উদ্বেগ ও অস্থিরতা !
নির্বাচন কমিশন সংস্কারে ১৭ দফা প্রস্তাব বাংলাদেশ লেবার পার্টির
আন্দোলনে যোগ দিতে রোমানিয়া থেকে দেশে আসেন
মমতাকে নিয়ে সিনেমা বানালেন সৃজিত মুখার্জি, রুদ্রনীল বললেন প্রোপাগান্ডা নয়, এগুলো তো ঠাকুমার ঝুলি…’!
আইপিএলে দল পেলেন না রাহানে-উইলিয়ামসন-আগারওয়ালরা
স্ত্রীকে গলাকেটে হত্যা, ৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
একুশে টেলিভিশন দখল ছিলো গণমাধ্যমের কন্ঠ রোধের বড় উদাহরণ
এবার নেতানিয়াহুর নাগালে পেলে গ্রেফতারের কথা জানাল ব্রিটিশ সরকার
‘ইমরান খানকে নিয়েই ফিরব’ সরকারকে হুঁশিয়ারি দিলেন বুশরা
মহেশখালীতে সাংবাদিক মাহবু্বের উপর সন্ত্রাসী হামলা -অভিযুক্তরা বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী
সাতক্ষীরার আশাশুনিতে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু