ঐতিহ্য সঙ্গী করে বিশ-কুড়ির লড়াইয়ে বাংলাদেশ
০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম
পরনে স্থানীয় পোষাক, মাথায় প্যাঁচানো কাপড়, পিঠে বেতের ঝুড়ি নিয়ে পুরোদস্তুর চা শ্রমিক হয়ে গেলেন নিগার সুলতানা জ্যোতি। ব্যতিক্রম নন গ্যাবি লুইসও। প্রায় ১৭৫ বছরের পুরোনো চা বাগানের নবীন দুই কর্মী হিসেবেই যেন আবির্ভূত হলেন দুই দেশের অধিনায়ক। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মাঠের অনুশীলন শুরুর আগে গতকাল মাঠসংলগ্ন লাক্কাতুরার মালনিছড়া চা বাগানে ভিন্ন রূপে হাজির হন তারা। উপলক্ষ্য, বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দলের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন।
দুটি পাতার একটি কুঁড়ির দেশ সিলেট। পাহাড়, নদী, হাওরে সমৃদ্ধ শহর চা উৎপাদনে সারা বিশ্বে বিশেষ পরিচিত। সিলেটের চা শিল্পের দীর্ঘ ঐতিহ্য তুলে ধরতেই বিসিবির এই বিশেষ উদ্যোগ। এর আগে ২০২২ সালে মেয়েদের এশিয়া কাপের ট্রফি উন্মোচন হয়েছিল চা বাগানে। ছেলেদের সিরিজেও এর আগে চা বাগানে ট্রফি উন্মোচনের আয়োজন দেখা গেছে। তবে প্রতিবারই নিজ নিজ দলের জার্সি গায়ে ছিলেন ক্রিকেটাররা। পুরোদস্তুর চা শ্রমিক সেজে সবুজ বাগানের মাঝে দাঁড়িয়ে ট্রফি উঁচিয়ে ধরার ঘটনা এবারই প্রথম।
এমন আয়োজন হৃদয় ছুঁয়ে গেছে নিগারের। ট্রফি উন্মোচনের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বললেন, মেয়েদের ক্রিকেটের অগ্রযাত্রায় সহায়ক হবে এসব উদ্যোগ, ‘অবশ্যই এটা (চা বাগানে ট্রফি উন্মোচন) বিশেষ। এর আগে ছেলেদের ক্রিকেটে চা-বাগানের ভেতর করা হয়েছে ফটোসেশন। তবে বিশেষ পোশাক পরে ঐতিহ্যগতভাবে এমন... কল্পনার বাইরে আমার কাছে। খুব ভালো উদ্যোগ। এটা হয়তো ভিন্নভাবে মেয়েদের ক্রিকেটকে আরও বেশি তুলে ধরবে।’
অভিনব উপায়ে উন্মোচিত ট্রফিটিও নিজেদের করে রাখতে চান নিগার। আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০তে জেতার ধারাবাহিকতা ধরে রেখে এবার বিশ ওভারের ক্রিকেটেও ভালো করার আশা বাংলাদেশ অধিনায়কের, ‘অবশ্যই সিরিজ জেতার তো চিন্তা থাকবেই। এখন আমরা অন্যরকম এক ছন্দে আছি। এই মোমেন্টাম ধরে রাখতে পারলে দলের জন্য ভালো হবে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানে পরিষ্কারভাবে এগিয়ে বাংলাদেশ। দুই দলের ১১ সাক্ষাতে বাংলাদেশের জয় ৮টি, বাকি ৩টি আয়ারল্যান্ডের। সবশেষ সাত ম্যাচের ছয়টিতেই জয়ী দলের নাম বাংলাদেশ। তবে ঘরের মাঠে সবশেষ দুই সিরিজে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে একটি করে ম্যাচ জিতেছে আইরিশরা। এছাড়া ২০২২ সালে উপমহাদেশে খেলা সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। তাই ছন্দে থাকলেও নির্ভার হতে চান না বাংলাদেশ অধিনায়ক। আয়ারল্যান্ডের সাম্প্রতিক ছন্দের পাশাপাশি ওয়ানডে সিরিজের ধারাবাহিক উন্নতি মাথায় রেখে নিজেদের সেরাটাই খেলতে চান নিগার, ‘আমি অনেক বেশি ইতিবাচক। আত্মবিশ্বাসী আছি, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। কারণ আমাদের এমন একটা দল যে, যারা সম্মিলিত পারফর্ম করলে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায়। নেমেই জিতে যাব, তা কিন্তু নয়। ভালো ক্রিকেট খেলতে হবে। প্রথমত ওয়ানডে তারা ভিন্নভাবে খেলেছে, হয়তো কন্ডিশন তাদের কাছে ভিন্ন ছিল। দ্বিতীয় ওয়ানডেতে তারা ভালো ব্যাট করেছে, শেষ ম্যাচেও ভালো ব্যাট করেছে। তাই হালকাভাবে নেওয়ার কোন চিন্তাভাবনা নেই।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সউদী আরবকে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান উপদেষ্টা নাহিদের
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৬
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ রফতানিতে চীনের নিষেধাজ্ঞা
বিক্ষোভের মুখে প্রত্যাহার দক্ষিণ কোরিয়ার সামরিক আইন
সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান
নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ
সৈয়দপুরে পিকআপের ধাক্কায় এক শ্রমিক নিহত
শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শ্রমিকদের সঙ্গে খুবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : বিক্ষোভ মিছিলে খেলাফত আন্দোলন
আগরতলায় সহকারি হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিস বিক্ষোভ
বগুড়ায় ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার
পিলখানা হত্যা, শাপলা চত্বরে গণহত্যা ও ২৪'র গণহত্যার বিচারের জন্য ছাত্র ঐক্যের প্রয়োজন: শিবির সভাপতি
‘কুটনীতিকদের উপর আক্রমণ করে ভারত নিজেদের অসভ্য জাতি হিসেবে পরিচয় দিয়েছে’
ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকবে বিএনপি
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক মিথ্যা ও অপতথ্য ছড়ানোয় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য
ইনকিলাব সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি
পঞ্চগড়ে বিএনপির আনন্দ মিছিল
অব্যবহৃত মসজিদ বা তার জায়গা সংরক্ষণ করা প্রসঙ্গে?
চা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করুন