টেস্ট ক্যারিয়ারের রেকর্ডময় ৩৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন স্মিথ
২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ এএম | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ এএম
একটা সবাইকে সবাইকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে একাই ছড়ি ঘুরিয়েছেন স্মিথ। রান,গড়,সেঞ্চুরি-সবকিছুতেই ছুটছিলেন দ্রুত গতিতে।তবে নিষেধাজ্ঞা ও করোনার বিরতির দুই দফায় ছন্দ হারান এই অজি ব্যাটসম্যান।
গত দুই বছর কম বেশি রাগ করলেও ছিল না স্মিথের ব্যাটে ছিলনা আগের ধার।ভারতের সঙ্গে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই ম্যাচেও ছিলেন নিষ্ক্রভ।টেস্টের বহুল চর্চিত 'ফ্যাব ফোরে’র বাকিদের থেকেও পড়ছিলেন পিছিয়ে।অনেকে দেখে ফেলছিলেন এই মহাতারকার শেষও।
তবে নামটা যে স্মিথ,এত সহজে যে আর হারিয়ে যাওয়ার পাত্র নন।টানা ব্যর্থতার বৃত্ত ভেঙে তৃতীয় টেস্টে পেয়ে যান শতকের দেখা।চাপের মুখে নিখুঁত ব্যাটিংয়ে শতক পূর্ণ করার পর স্মিথের উদযাপনই বলে দিচ্ছিল কতটা সস্তিদায়ক ছিল সে ইনিংস।
সেই শতক যেন ফের এই অজি তারকার আত্মবিশ্বাস তুঙ্গে তুলেছে।মেলবোর্নে ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত শতক হাকিয়েছেন স্মিথ।আগের সেঞ্চুরির চেয়েও এই ইনিংসে স্মিথ ছিলেন আরও সাবলীল।খেলেছেন অসাধারণ সব শট।
আগের দিন ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামা এই ডান হাতি ব্যাটসম্যান খুব দ্রুতই পৌছে যান তিন অংকে।সেঞ্চুরি করতে খেলেছেন কেবল ১৬৭ বল।গত পাঁচ বছরে এবারই প্রথম টানা দুই টেস্ট সেঞ্চুরি দেখা পেলেন স্মিথ।
এ নিয়ে টেস্ট ক্রিকেটে স্মিথের সেঞ্চুরি সংখ্যা দাঁড়ালো ৩৪ এ। আর তাতে সাদা পোশাকে ইতিহাসে সব থেকে বেশি শতরানকারী ব্যাটারদের তালিকায় স্মিথ টপকে যান অ্যালেস্টার কুক (৩৩) ও কেন উইলিয়ামসনকে (৩৩)। তিনি এই নিরিখে ছুঁয়ে ফেলেন ইউনিস খান (৩৩), সুনীল গাভাসকর (৩৪), ব্রায়ান লারা (৩৪) ও মাহেলা জয়াবর্ধনেকে (৩৪) এবং সার্বিক তালিকায় যুগ্মভাবে উঠে এসছেম ১১ নম্বরে।
দারুণ এই ইনিংসে টেস্টে ভারতের বিরুদ্ধে সব থেকে বেশি শতরান করার সর্বকালীন রেকর্ড গড়েন স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে টেস্টে স্মিথের এটি ১১ নম্বর সেঞ্চুরি। তিনি টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৪৩টি ইনিংসে ব্যাট করতে নেমে ১১টি সেঞ্চুরি করেন। স্মিথ এক্ষেত্রে জো রুটের রেকর্ড ভেঙে দেন। জো রুট ভারতের বিরুদ্ধে ৫৫টি ইনিংসে ব্যাট করে ১০টি টেস্ট সেঞ্চুরি করেছেন। যুগ্মভাবে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস ও রিকি পন্টিং। তিন তারকাই ভারতের বিরুদ্ধে ৮টি করে টেস্ট সেঞ্চুরি করেছেন।
বর্ডার-গাভাষ্কার ট্রফির ইতিহাসে সব থেকে বেশি শতরান করার নিরিখেও সর্বকালীন রেকর্ড গড়েন স্টিভ স্মিথ। তিনি বর্ডার-গাভাস ট্রফিতে এখনও পর্যন্ত মোট ১০টি সেঞ্চুরি করেন। এই নিরিখে স্মিথ পিছনে ফেলে দেন বিরাট কোহলি ও সচিন তেন্ডুলকরকে। কোহলি ও সচিন বর্ডার-গাভাসকর ট্রফিতে মোট ৯টি করে শতরান করেছেন। উল্লেখ্য, স্মিথ ভারতের বিরুদ্ধে ১টি সেঞ্চুরি করেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া