এবার বিশ্বকাপের ফাইনালে চোখ সুমাইয়াদের
২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১১ এএম
খুব কাছে গিয়েও অল্পের জন্য মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে ফাইনাল হেরে হয় স্বপ্নভঙ্গ। তবে সেই টুর্নামেন্টে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখে সামনের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো কিছুর আশা যুবা টাইগ্রেসদের। নির্বাচক সজল আহমেদ চৌধুরি জানালেন দলের মিডল-অর্ডার ছন্দে ফিরলে এবার বিশ্ব আসরেও ফাইনাল খেলার লক্ষ্য তার।
এই মাসেই যে মালয়েশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত উইমেন’স অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের স্বপ্নের মঞ্চে উঠেও ছোঁয়া হয়নি শিরোপা, সেই মালয়েশিয়াতেই আগামী ১৮ জানুয়ারি শুরু হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফর ও বিশ্বকাপের জন্য গতপরশু ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ভিডিওবার্তায় দলের ভারসাম্যে সন্তুষ্টির কথা বলেছেন নির্বাচক সজল, ‘আমাদের দলে সবগুলো দিকই বিবেচনা করেছি। ব্যাটিং, বোলিংয়ে বৈচিত্র আছে। বাঁহাতি স্পিনার, ফাস্ট বোলার, লেগ স্পিনার আছে। ভালো অলরাউন্ডার আছে। সব কিছু বিবেচনা করেই দলটা গঠন করা হয়েছে।’
সবশেষ এশিয়া কাপের দল থেকে পরিবর্তন আনা হয়েছে দুইটি। অরভিন তানি ও মেহেরুন নেসার জায়গায় এসেছে লাকি খাতুন ও সাদিয়া ইসলাম। আট দলের ওই আসরে ভারতের সঙ্গে শুধু পারেনি বাংলাদেশ। সুপার সিক্সের পর ফাইনালেও তারা হেরেছে একই প্রতিপক্ষের কাছে। তবে সব মিলিয়ে এশিয়া কাপে ভালো পারফরম্যান্সে আত্মবিশ্বাস পেয়েছেন ক্রিকেটাররা, ‘মেয়েরা আত্মবিশ্বাসী। বিশ্বকাপের আগে আমরা শ্রীলঙ্কা যাচ্ছি। ওখানে চারটা প্রস্তুতিমূলক ম্যাচ আছে। আশা রাখি এই ম্যাচগুলো বিশ্বকাপের আগে মেয়েদের অনেক আত্মবিশ্বাস জোগাবে। একই কন্ডিশনে যেহেতু খেলা, ওরা সেখানে ভালো করবে বলে বিশ্বাস করি।’
এশিয়া কাপে দলের হয়ে সিংহভাগ রান করেন টপ-অর্ডারের ফাহমিদা ছোঁয়া, মোসাম্মৎ ঈভা। এছাড়া নিচের দিকে সাদিয়া আক্তারের ব্যাট থেকেও আসে গুরুত্বপূর্ণ ইনিংস। কিন্তু মিডল-অর্ডার থেকে বেশি রান পায়নি বাংলাদেশ। সামনের বিশ্ব আসরে এই একটি জায়গা নিয়েই শুধু চিন্তা নির্বাচকের। মিডল-অর্ডার ব্যাটাররা ছন্দে ফিরলে বিশ্বকাপেও ফাইনাল খেলার আশা সজলের, ‘আমাদের দলের সবাই এক্স ফ্যাক্টর। পেস বোলিং ইউনিটটা খুব ভালো করছে। আমাদের বৈচিত্র আছে। লেগ স্পিনার আছে। খুব ভালো পারফর্ম করছে। টপ-অর্ডার ব্যাটাররা রান করছে। মিডল অর্ডার যদি আরেকটু ছন্দে আসে, তাহলে সব দিক বিবেচনা করলে অবশ্যই আমরা ফাইনাল খেলার প্রত্যাশা করি।’
১৬ দলের বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। আগামী ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। এর আগে ১৩ জানুয়ারি শ্রীলঙ্কা ও ১৫ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন দল। বিশ্বকাপের আগে আগামী ৩ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এজন্য গতপরশু রাতেই কলম্বোয় পৌঁছেছে সুমাইয়ার দল।
বাংলাদেশ দল
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মৎ ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকি খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।
অপেক্ষমান : আশরাফি ইয়াসমিন অর্থি, লেকি চাকমা, অরভিন তানি, মেহেরুন নেসা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর
যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
আখাউড়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত
২০২৬ সালের এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস ও মানবণ্টন প্রকাশ
ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার ১৩ দফা দাবিতে মানববন্ধন
বিপিএলে অনিশ্চিত মাশরাফি
বাংলাদেশের ক্রিকেটাররাই বিপিএল তারকা: আফ্রিদি
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
হেলিকপ্টার বিলাস নিয়ে ব্যাপক সমালোচনা ও উপদেষ্টা আসিফের কৈফিয়ত
উত্তরার তুরাগে নোহা গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু