৭ ছক্কায় তানজিদের ৫৯ বলে সেঞ্চুরি
০৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৪ পিএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৪ পিএম

আসরের শুরু থেকেই উত্তাল তানজিদ হাসানের ব্যাট। তবে মিলছিল না তিন অঙ্কের দেখা। অবশেষে সেই জাদুকরী সংখ্যার দেখা পেলেন লেজেন্ডস অব রূপগঞ্জের এই ওপেনার। বিধ্বংসী সেঞ্চুরিতে দলকে উপহার দিলেন দারুণ এক জয়।
ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১০ চার ও ৭ ছক্কায় মাত্র ৫৯ বলে সেঞ্চুরি করেন তানজিদ।
বিকেএসপিতে স্রেফ ১৩০ রানের লক্ষ্যে ১৮.৩ ওভারেই ১০ উইকেটের জয় নিশ্চিত করে রূপগঞ্জ। সেখানে তানজিদ একাই খেলেন ১০৩ রানের অপরাজিত ইনিংস।
লিস্ট 'এ' ক্রিকেটে এটি তার চতুর্থ সেঞ্চুরি। প্রায় দুই বছর ও ৪৬ ইনিংস পর তিন অঙ্কের দেখা পেলেন ২৪ বছর বয়সী ব্যাটসম্যান। ২০২৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের হয়ে ১০৬ রান করেছিলেন তিনি।
চলতি লিগে আগের সাত ইনিংসের প্রতিটিতেই সম্ভাবনাময় শুরু করেছেন তানজিদ। তবে ফিফটি করতে পেরেছেন তিনটিতে। আসরে ৮ ইনিংসে ৭৬.৮০ গড়ে তার সংগ্রহ ৩৮৪ রান, স্ট্রাইক রেট ১৪৩.২৮। লিগে অন্তত আড়াইশ রান করা ব্যাটসম্যানদের মধ্যে তার স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি।
এদিন ২৬ বলে পঞ্চাশ পূর্ণ করেন বাঁহাতি ওপেনার। পরের পঞ্চাশ করেন ৩৩ বলে। বাউন্ডারি মেরে নিজের সেঞ্চুরি ও দলের জয় নিশ্চিত করেন তিনি। ৫৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন আরেক ওপেনার সাইফ হাসান।
ম্যাচের প্রথমভাগে রূপগঞ্জ ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় শেখ মেহেদি হাসানের দুর্দান্ত বোলিংয়ে। ১০ ওভারে এক মেডেনসহ ৩৪ রানে ৪ উইকেট নেন অভিজ্ঞ অফ স্পিনার। দুই পেসার শরিফুল ইসলাম ও রেজাউর রহমান রাজার শিকার ২টি করে উইকেট।
পারটেক্সের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন তিন নম্বরে নামা রুবেল মিয়া। আর কেউ ২৫ রানও করতে পারেননি।
৯ ম্যাচে রূপগঞ্জের এটি পঞ্চম জয়। এর মধ্যে তিনটিই তারা জিতেছে ১০ উইকেটে।
১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় রূপগঞ্জের অবস্থান চতুর্থ। সমান ম্যাচে দুই জয়ে দশ নম্বরে পারটেক্স।
সংক্ষিপ্ত স্কোর:
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ৩৪.৪ ওভারে ১২৯ (জয়রাজ ১৬, জসিম ৬, রুবেল ৪১, রাকিব ০, আহরার ২৪, সালেহিন ৩, আলাউদ্দিন ১৪, শহিদুল ১৯, তানভির ০, তৌফিক ০, আশরাফুল ২*; শরিফুল ৬-০-২০-২, তানভির ৮-০-৩০-০, রাতুল ৪-০-১৪-১, রাজা ৬-০-২৭-২, মেহেদি ১০-১-৩৪-৪, সাইফ ০.৪-০-৩-১)
লেজেন্ডস অব রূপগঞ্জ: ১৮.৩ ওভারে ১৩২/০ (সাইফ ২৬*, তানজিদ ১০৩*; আশরাফুল ৩-০-১৯-০, তৌফিক ২-০-২৭-০, আলাউদ্দিন ২-০-১৩-০, তানভির ৩-০-১০-০, শহিদুল ১-০-১২-০, জয়রাজ ৩-০-১৮-০, আহরার ৩-০-১৮-০, রাকিব ১.৩-০-১৫-০)
ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ১০ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: তানজিদ হাসান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

‘গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কাল

পোল্যান্ডে বাংলাদেশের দূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

‘এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়’

সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের প্রস্তাব- বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র