বোল্টর ২০০তম শিকার হৃদয়
দারুণ স্লোয়ারে হৃদয়কে বোকা বানালেন বোল্ট। বোল্টের নাকল বল, হৃদয় শট খেলে ফেলেছেন আগেভাগেই। এক্সট্রা কাভারে ক্যাচ।
১২.১ ওভার বাকি, উইকেট হাতে ৩টি। রান ১৮০/৭
শেষ হলো মুশফিকের লড়াই
লড়াই যা একটু করার করছিলেন মুশফিকুর রহিম। দলকে ভালো একটা অবস্থানে নেওয়ার পথে ভুল সময়ে আউট হয়ে গেলেন তিনি।
ম্যাট হেনরির স্লোয়ারে বোল্ড হয়ে গেলেন মুশফিক। এর আগে ৭৫ বলে ৬ চার ও ২ ছক্কায়...