ডি ভিলিয়ার্সের পাশে ডি কক
এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচের আগে কুইন্টন ডি ককের সবশেষ ওয়ানডে সেঞ্চুরি ছিল ২০ মাস ও ১৮ ইনিংস আগে। বিশ্ব মঞ্চে দুই আসর মিলে ১৭ ইনিংসে তার ছিল না কোনো শতক। সেই তিনিই এবার তিন অঙ্কের দেখা পেলেন টানা দুই ম্যাচে! দক্ষিণ আফ্রিকার হয়ে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে এই কীর্তি এতদিন ছিল কেবল এবি ডি ভিলিয়ার্সের। ২০১১ আসরে ওয়েস্ট ইন্ডিজের...