খেলায় ফিরছে বঙ্গবন্ধু স্টেডিয়াম
২৪ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী জানিয়েছেন, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজনের লক্ষ্য মন্ত্রণালয়ের। লক্ষ্যপূরণে এই স্টেডিয়ামের চলমান সংস্কার কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন তিনি।
দেড়শ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ দীর্ঘ দিন ধরেই চলছে। সেই কাজ বর্তমানে শেষের দিকে। যা তদারকি করতে গতকাল সরকারী ছুটির দিনেও বঙ্গবন্ধুতে ছুটে আসেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এখানকার গ্যালারি, মাঠ ও অন্যান্য সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন,‘পোলের পাশাপাশি কেনোপি (গ্যালারি শেডে) পদ্ধতিতেও লাইট স্থাপনের প্রস্তাবনা আছে। আমরা বুয়েটের কাছ থেকে এ বিষয়ে পরামর্শ নেব।’ বুয়েটের সংশ্লিষ্ট বিভাগ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠক করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবেন।
আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনের জন্য মাঠে দুই হাজার লাক্সের বেশি আলো প্রয়োজন। বাফুফে সেই চাহিদা আরো বাড়িয়ে উন্নত মানের টিভি প্রোডাকশনের জন্য তিন হাজার লাক্সের চাহিদা দিয়েছে। এনএসসি তা পূরণের চেষ্টা করছে। যে পদ্ধতিতেই লাইট স্থাপন হোক না কেন তা দ্রুত এবং নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়নের অঙ্গীকার যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিবের,‘ঠিকাদার প্রতিষ্ঠান ইতোমধ্যে লাইট চূড়ান্ত করেছে। ডিসেম্বরের মাঝামাঝিতে লাইট স্থাপনের কাজ শুরু হবে। এর মধ্যেই আমরা বুয়েটের কাছ থেকে সিদ্ধান্ত বা পরামর্শ পেয়ে যাব। আমাদের লক্ষ্য থাকবে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের খেলা এই স্টেডিয়ামে আয়োজনের।’ এই টুর্নামেন্টের স্বাগতিক বাংলাদেশ। তাই বাফুফের পরিকল্পনা রয়েছে সাফ অনূর্ধ্ব-২০ নারীদের টুর্নামেন্টটি বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠেই আয়োজনের। এনএসসি এবংং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও এতে একমত। এখানকার সংস্কার কাজ দ্রুত শেষ করা প্রসঙ্গে রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘যুব ও ক্রীড়া উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় আমরা দ্রুত কাজ শেষের তাগিদ দিয়েছি সংশ্লিষ্ট পক্ষসমূহকে। ফ্লাডলাইট ছাড়া বাকি কাজগুলো ডিসেম্বরের মধ্যেই শেষ হবে আশা করছি। আমরাও চাই নারীদের বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টের আগে সকল কাজ শেষ করতে।’
কয়েক বছর ধরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চললেও এখানকার বাইরের পরিবেশ একেবারে ক্রীড়াবান্ধব নয়। নোংরা ও কোলাহলযুক্ত পরিবেশ বঙ্গবন্ধু স্টেডিয়াম এলকার। এই বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বলেন,‘স্টেডিয়ামের ভিতর ও বাইরের সৌন্দর্য্যের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও নির্দেশনা গ্রহণ করবে এনএসসি।’ সংস্কার কাজ পরিদর্শনে মন্ত্রণালয়ের সচিব ছাড়াও এনএসসি সচিব আমিনুল ইসলাম, বাফুফের নির্বাহী সদস্য ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, এনএসসির প্রকল্প পরিচালক ও ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
সিলেটে মাজিদের ফিফটি
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
ধর্মদ্রোহী সরকারের সময় কোনো ধর্মই নিরাপদ ছিল না
দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
বৈষম্যের শিকার কুমিল্লার ১৫ হাজার এতিম শিশু
দালালচক্রে জিম্মি রোগীরা
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই সাটুরিয়ার শিশু শিক্ষার্থীদের ভরসা
পঞ্চগড়ে চিকিৎসক পদায়নের দাবিতে সড়ক অবরোধ