ইউনাইটেড অধ্যায় শেষে নতুন চ্যালেঞ্জে নিস্টলরয়
৩০ নভেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম
প্রবল ইচ্ছার পরও ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে পারেননি রুড ফন নিস্টলরয়। তবে নিজের সাবেক ক্লাবের অধ্যায় শেষে নতুন চ্যালেঞ্জ নিতে দেরি করেননি নেদারল্যান্ডসের সাবেক এই তারকা ফরোয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগেরই আরেক দল লেস্টার সিটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
লেস্টার সিটিতে স্টিভ কুপারের স্থলাভিষিক্ত হলেন নিস্টলরয়। দলের বাজে পারফরম্যান্সের কারণে গত রোববার তাকে ছাঁটাই করে লেস্টার। তার জায়গায় আসা নিস্টলরয়ের সঙ্গে লেস্টারের চুক্তি ২০২৭ মৌসুমের শেষ পর্যন্ত। বিষয়টি শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করে লেস্টার।
গত জুলাইয়ে ইউনাইটেডে এরিক টেন হাগের কোচিং স্টাফে যোগ দেন। টানা বাজে পারফরম্যান্সে টেন হাগ বরখাস্ত হওয়ার পর ভারপ্রান্ত নিজের স্মৃতিময় ক্লাবে কোচের দায়িত্ব পান নিস্টলরয়। তার কোচিংয়ে চার ম্যাচের তিনটিতে জেতে দল, অন্যটিতে করে ড্র।
পরে ইউনাইটেড প্রধান কোচ হিসেবে আনে পর্তুগিজ কোচ হুবেন আমুরিকে। নিস্টলরয় এরপর বেশ কবারই প্রকাশ্যে বলেন, যে কোনো ভূমিকায় ইউনাইটেডে থেকে যেতে চান তিনি। তবে স্পোর্তিং লিসনবন থেকে আমুরি তার সাপোর্ট স্টাফের সবাইকে নিয়ে আসায় সপ্তাহ দুয়েক আগে ইউনাইটেড ছাড়তে হয় ফন নিস্টলরয়কে।
নিস্টলরয় ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে থাকার সময় ইউনাইটেড দুই ম্যাচে বিধ্বস্ত করে লেস্টার সিটিকে। এই ক্লাবেরই দায়িত্ব নিয়ে এখন উচ্ছ্বসিত ৪৮ বছর বয়সী ডাচ গ্রেট।
“আমি গর্বিত ও রোমাঞ্চিত। লেস্টার সিটি ফুটবল ক্লাব নিয়ে যাদের সঙ্গেই কথা বলেছি, সবাই খুব উৎসাহ দিয়েছে। এই ক্লাবে কাজ করা মানুষগুলোর মান ও ক্লাবের সমর্থকদের নিয়ে দারুণ সব গল্প আছে এবং অবশ্যই ক্লাবের সাম্প্রতিক অতীতও দারুণ।”
২০১৫-১৬ মৌসুমে রূপকথার জন্ম দিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জেতে লেস্টার। তবে সেই সাফল্যের ধারা ধরে রাখতে পারেনি তারা। ২০২৩ সালে তো লিগ থেকে অবনমনও হয়ে যায় তাদের। এই মৌসুমে আবার তারা ফেরে শীর্ষ লিগে।
তবে সময়টা ভালো কাটছে না লেস্টারের। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট তালিকায় ১৬ নম্বরে। অবনমন অঞ্চল থেকে মাত্র ১ পয়েন্ট এগিয়ে। সবশেষ চেলসির কাছে ২-১ গোলের হারের পর কুপারকে বিদায় করে দেয় ক্লাবটি। গত জুনে দায়িত্ব পেয়েছিলেন কুপার।
প্রধান কোচ হিসেবে এর আগে নিস্টলরয় ছিলেন পিএসভি আইন্দহোভেনে। তার কোচিংয়ে ২০২২-২৩ মৌসুমে ডাচ কাপ জিতেছিল তার ক্লাব।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাজারে প্রত্যেকটার দাম কমানো সম্ভব না, একটার কমবে, একটার বাড়বে : অর্থ উপদেষ্টা
হাসিনাকে এনে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের বিচার করতে হবে
ইসলামী আন্দোলনের ৫১ সদস্যের মজলিসে আমেলা ঘোষণা
বাংলাদেশ ও ভারতের মতবিরোধের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র
নতুন মামলায় গ্রেফতার আনিস-ফারুক খান-শমসের মবিনসহ ৯ জন
বাদ যাচ্ছে সাড়ে ১২ বছরের কম বয়সী ২১১১ মুক্তিযোদ্ধার নাম
একমাত্র ইসলাম ধর্মই সারা পৃথিবী শাসন করার যোগ্যতা রাখে
অবৈধ ভারতীয়দের স্বদেশে ফেরত পাঠাতে হবে : গয়েশ্বর রায়
রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহযোগিতা চাইলেন হাই রিপ্রেজেন্টেটিভ
অভিযোগের এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে যেতে হবে : ডিএমপি কমিশনার
আশুলিয়ায় বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি, ৩৫ কারখানা ছুটি
হাসিনার ন্যায় দেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না
ভারতের দরদ হিন্দুদের জন্য নয়, শেখ হাসিনার জন্য : প্রিন্স
বার্মিংহামের দি ব্রিটিশ মুসলিম স্কুলের ৩য় হিফজ গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত
দেশ, জনগণ ও রোগীর কল্যাণে কাজে লাগে এমন গবেষণায় মনোনিবেশ করুন: ভিসি ডা. শাহিনুল আলম
আরডিএল ‘সাগিরকা’র সঙ্গে যুক্ত হলেন দেশবরেণ্য স্থপতি রফিক আজম
শুধু স্লোগান নয়, অপতথ্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান মির্জা ফখরুলের
দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান
মোরেলগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ আইন ও বিধিমালা বিষয়ে অবহিতকরন কর্মশালার উদ্বোধন
ইসলামী আন্দোলনের ৫১ সদস্যের মজলিসে আমেলা ঘোষণা আমীর মুফতি রেজাউল করীম মহাসচিব ইউনুছ নির্বাচিত