বাফুফে কর্তাদের মাঠ পরিদর্শন

হামজার জন্য প্রস্তুত হচ্ছে ঢাকা স্টেডিয়াম

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১০ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১০ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রæপের অ্যাওয়ে ম্যাচে ভারতের মাঠে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। গত ২৫ মার্চ শিলংয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলে দেশবাসীর মন জয় করে নেন তিনি। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষার প্রহর গুণছেন দেশে হামজার অভিষেক ম্যাচ দেখার। ইংলিশ লিগের এই ফুটবলার নিজেও হোম অভিষেকের ক্ষণ গুনছেন। এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই ম্যাচ দিয়ে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরবে বলে ইতোমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আশ্বস্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়া। গত রোববার তিনি গণমাধ্যমকে বলেন,‘জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ প্রায় শেষ। বাফুফের সভাপতি তাবিথ ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আরও একটু কাজ করবে। আমাদের লাইটিং ও অন্যান্য কাজও শেষের দিকে। আমাকে জানানো হয়েছে এক মাসের মধ্যে মাঠ প্রস্তুত হয়ে যাবে। তাই বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আয়োজনে সমস্যা দেখছি না।’
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে ১৯ মার্চ ঢাকায় আসার পর হামজা চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছিলেন আসিফ মাহমুদের সঙ্গে। তখন তার সঙ্গে ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। ক্রীড়া উপদেষ্টা ওই দিনই বাফুফে সভাপতিকে আশ্বাস দিয়েছিলেন, সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুনের ম্যাচ ঢাকা স্টেডিয়ামে আয়োজনের। এরপর গত রোববার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসেও একই আশ্বাস দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সরকারের উপর মহল থেকে আশ্বাসতো পাওয়া যাচ্ছে, কিন্তু বাস্তবে জাতীয় স্টেডিয়াম সংস্কার কাজের অগ্রগতি কতটুকু? সত্যিই কি হামজার জন্য প্রস্তুত হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম। মূলত যুব ও ক্রীড়া উপদেষ্টার আশ্বাসের প্রেক্ষিতে শেষ মুহূর্তের সংস্কার কাজ দেখতে গতকাল জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে আসেন বাফুফের কর্তারা। সহ-সভাপতি ফাহাদ করিমের নেতৃত্বে পরিদর্শনে আসা বাফুফের এই প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন নির্বাহী সদস্য ইকবাল হোসেন, গোলাম গাউস, কামরুল হাসান হিলটন ও জাকির হোসেন চৌধুরী।
বাফুফে কর্মকর্তা ও স্টাফদের সঙ্গে ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রকৌশল বিভাগের কর্মকর্তারাও। দুই পক্ষ মাঠ ও স্টেডিয়ামের বিভিন্ন দিক ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় জাতীয় স্টেডিয়ামের মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও অন্যান্য দিক প্রদক্ষিণ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফাহাদ করিম। তিনি বলেন,‘আমি তো টেকনিক্যাল তেমন কিছু বুঝি না। আমাদের এখনো গ্রাউন্ডস কমিটি গঠন হয়নি। খুব দ্রæতই তা গঠন হয়ে যাবে। যারা মাঠ সম্পর্কে ভালো জানেন, তারাই থাকছেন এই কমিটিতে। এছাড়া এই স্টেডিয়ামের তদারকির জন্য তিন সদস্যের আলাদা একটা কমিটি গঠন করা হচ্ছে।’ স্টেডিয়ামের মাঠের কাজ প্রায় শেষ দিকেই বলে জানান বাফুফের এই সহ-সভাপতি, ‘আমাদের ক্রীড়া উপদেষ্টা আশ্বাস দিয়েছেন দেশে হামজার হোম অভিষেক ম্যাচ এই জাতীয় স্টেডিয়ামেই হবে। প্রথম থেকেই উনি এ বিষয়ে বেশ আন্তরিক। এ ব্যাপারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সহ সংশ্লিষ্ট সবাই দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ক্রীড়া উপদেষ্টার ঘোষণার পর আমরা আরও আস্থা পেয়েছি। সে কারণেই আমরা মাঠ দেখতে এসেছি। প্রাথমিক যেটা মনে হয়েছে মাঠ বেশ ভালো অবস্থায় আছে। ড্রেসিংরুম যথেষ্ট ভালো লেগেছে। এটা আন্তর্জাতিক মানেরই হয়েছে, যদিও আমার চেয়ে টেকনিক্যাল ব্যক্তি সাবেক ফুটবলাররা এখানে আছেন, তারা ভালো বলতে পারবেন। তবে পরিদর্শনে এসে যা দেখলাম তাতে বোঝা গেছে সামান্য কিছু কাজ বাকি আছে। আশা করছি তা সহসাই শেষ করবে এনএসসি।’
তবে সরেজমিনে দেখা গেছে জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। এনএসসি চলতি মাসের মধ্যে এটি শেষ করার আশাবাদ ব্যক্ত করেছে। আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনে ম্যাচ কমিশনার ও রেফারিজ রুম আলাদা থাকা প্রয়োজন। যা এখনও হয়নি। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নিরাপত্তা ও রেগুলেশন্সের নির্দেশনাও রয়েছে। এগুলো বাফুফে নিজ উদ্যোগেই করবে বলে জানান ফাহাদ করিম। তার কথায়,‘ম্যাচ কমিশনারের রুমের জায়গাটি এনএসসি আমাদের দেখিয়েছে। আমরা এটি নিজ উদ্যোগে করবো এনএসসির সঙ্গে সমন্বয় রেখেই। এছাড়া আরও কিছু কাজ আছে যা বাফুফের বিশেষজ্ঞরা করবে।’
জাতীয় স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ অংশ প্রেসবক্স। সেই প্রেসবক্সে আসন সংখ্যা বৃদ্ধি হলেও চেয়ার-টেবিল স্থাপন নিয়ে সাংবাদিকদের ভিন্নমত রয়েছে। বাফুফে এবং এনএসসির কর্মকর্তারা সাংবাদিকদের পর্যবেক্ষণ আমলে নিয়েছেন।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি
এপ্রিল মাসের সেরার লড়াইয়ে মিরাজ
ক্রিকেট থেকে পাকিস্তানকে মাইনাসের চক্রান্ত!
টিভিতে দেখুন
কেইনের আক্ষেপ মিটিয়ে বায়ার্নের ফেরা
আরও
X
  

আরও পড়ুন

খালেদা-তারেক হত্যাচেষ্টার ষড়যন্ত্রকারীরা দেশছাড়া: মোয়াজ্জেম হোসেন আলাল

খালেদা-তারেক হত্যাচেষ্টার ষড়যন্ত্রকারীরা দেশছাড়া: মোয়াজ্জেম হোসেন আলাল

হজযাত্রীর ভিসা প্রক্রিয়া: এখনো ৪ হাজার ৩৬৫ জনের ভিসা বাকি

হজযাত্রীর ভিসা প্রক্রিয়া: এখনো ৪ হাজার ৩৬৫ জনের ভিসা বাকি

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

জোবাইদা রহমানকে বরণে প্রস্তুত ধানমন্ডির মাহবুব ভবন

জোবাইদা রহমানকে বরণে প্রস্তুত ধানমন্ডির মাহবুব ভবন

পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছা: নিজের গাড়িকে গাজায় শিশুদের জন্য রূপান্তরিত ক্লিনিক

পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছা: নিজের গাড়িকে গাজায় শিশুদের জন্য রূপান্তরিত ক্লিনিক

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুতেরেস-শাহবাজ শরিফের দ্বিতীয়বার ফোনালাপ

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুতেরেস-শাহবাজ শরিফের দ্বিতীয়বার ফোনালাপ

দেশে ফিরলেন খালেদা জিয়া

দেশে ফিরলেন খালেদা জিয়া

ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়

ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়

গোয়ালন্দে ওভারলোড ট্রাকে ক্ষতিগ্রস্ত মহাসড়ক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

গোয়ালন্দে ওভারলোড ট্রাকে ক্ষতিগ্রস্ত মহাসড়ক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

শাহজালালের ৮ নম্বর ফটক দিয়ে বের হবেন খালেদা জিয়া

শাহজালালের ৮ নম্বর ফটক দিয়ে বের হবেন খালেদা জিয়া

অবশেষে স্বতন্ত্র ১৫১৯ ইবতেদায়ি মাদরাসার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

অবশেষে স্বতন্ত্র ১৫১৯ ইবতেদায়ি মাদরাসার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

শত্রুর যেকোনও আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত পাকিস্তানি সেনাবাহিনী : শেহবাজ

শত্রুর যেকোনও আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত পাকিস্তানি সেনাবাহিনী : শেহবাজ

বিমানবন্দর থেকে যে পথে ফিরোজায় যাবেন খালেদা জিয়া

বিমানবন্দর থেকে যে পথে ফিরোজায় যাবেন খালেদা জিয়া

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু

সাবেক এমপি মিলনসহ আওয়ামী লীগের ৯ জন গ্রেফতার

সাবেক এমপি মিলনসহ আওয়ামী লীগের ৯ জন গ্রেফতার

খালেদা জিয়াকে স্বাগত জানাতে যেভাবে অবস্থান নিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন

খালেদা জিয়াকে স্বাগত জানাতে যেভাবে অবস্থান নিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন

সেনাবাহিনীর নিরাপত্তায় ফিরোজা

সেনাবাহিনীর নিরাপত্তায় ফিরোজা

খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দরে কড়া নিরাপত্তা

খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দরে কড়া নিরাপত্তা

বেগম খালেদা জিয়ার দেশে আসা গনতন্ত্রের পথকে আরো সহজ করবেঃ মির্জা ফখরুল

বেগম খালেদা জিয়ার দেশে আসা গনতন্ত্রের পথকে আরো সহজ করবেঃ মির্জা ফখরুল