অপেক্ষা বাড়লো ম্যানইউর, সেমির পথে চেলসি
১২ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১২ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম

এক গোল হজম করে পরে দুই গোল দিয়েও গোলরক্ষক আন্দ্রে ওনানার ভুলে জয় বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিওঁর বিপক্ষে তার জোড়া ভুলের কারণেই ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ জিততে পারেনি ইংলিশ জায়ান্টরা। বৃহস্পতিবার রাতে লিঁওর মাঠে ২-২ গোলে ড্র করে ফিরেছে রুবেন অ্যামোরিমের দল। শুধু ওনানার ভুলের কারণেই নয়, শেষ মুহূর্তের নাটকীয়তার কারণেও ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে। ড্র হতে যাওয়া ম্যাচে ৮৮ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। এরপর ওনানার দ্বিতীয় ভুলে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে জয়বঞ্চিত হয় ইউনাইটেড। লিওঁর মাঠে ওনানা প্রথম ভুলটি করেন ম্যাচের ২৫ মিনিটে। থিয়াগো আলমাদার ফ্রি কিক ঠেকাতে না পারার কোনো কারণই ছিল না। কিন্তু হাতের কাছে থাকা বলটি আশ্চর্যজনকভাবে মিস করেন ওনানা। বল জড়ায় জালে আর ইউনাইটেড পিছিয়ে পড়ে ১-০ গোলে।
গোলরক্ষকের ভুলে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে এসেছিল ইউনাইটেড। প্রথমার্ধের যোগ করা সময়ে লেনি ইউরো এবং নির্ধারিত সময়ের শেষ দিকে গোল করেন জশুয়া জিরকেজি। ২-১ গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি ম্যান ইউ। ওনানার দ্বিতীয় ভুল শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে দেয়নি ইউনাইটেডকে। বক্সের ভেতর গিওর্গে মিকাউতাদজের নেওয়া প্রথম শটটি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন ওনানা। আর ইউনাইেটড গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলটি ফিরতি শটে জালে জড়ান রায়ান চেরকি। তার গোলেই শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইউনাইটেডকে। ওনানার ভুল নিয়ে ইউনাইটেড কোচ রুবেন অ্যামোরিম ম্যাচ শেষে বলেন, ‘এ মুহূর্তে আমি এমন কিছু আন্দ্রেকে বলতে পারব না যা তার উপকার করবে। ফলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাভাবিক থাকা। আর সময় হলে আমি ম্যাচের জন্য সেরা একাদশই বাছাই করব। তবে আন্দ্রের ওপর আমার বিশ্বাস আছে।’ কোচকে পাশে পেলেও সমালোচক ও সমর্থকদের তোপের মুখে পড়েছেন ওনানা। বিবিসি রেডিও ফাইভের লাইভে সাবেক ইংলিশ মিডফিল্ডার অ্যারন লেনন বলেন, ‘এই দুটো বড় ভুল। দুটি গোলই তার বাঁচানো উচিত ছিল। আজ তার ভুলেই ইউনাইটেড হেরেছে।’ এখনও সুযোগ শেষ হয়ে যায়নি ম্যান ইউ’র। আগামী ১৭ এপ্রিল ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের।
এদিকে, উয়েফা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দারুন জয়ে সেমির পথে নিজেদের এগিয়ে রেখেছে আরেক ইংলিশ জায়ান্ট চেলসি। বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে পোলিশ ক্লাব লেজিয়া ওয়ারজাওয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে এনজো মারেসকার দল। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইংলিশ জায়ান্টরা। বিরতির পর তিন গোল আদায় করে নেয় অলব্লুজরা। তাইরিক জর্জ চেলসির হয়ে গোলের খাতা খোলার পর জোড়া গোল করেছেন ননি মাদুয়েকে। এই জয়ে সেমিফাইনালের টিকেট অনেকটা সহজ হয়ে গেলো চেলসির। আগামী ১৭ এপ্রিল ঘরের মাঠে ফিরতি লেগের ম্যাচে হার এড়াতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হবে অলব্লুজদের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

বিমানবন্দর থেকে গুলশান: স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ

ভারতে শিক্ষার্থীদের ভিসা অগ্রাধিকারে যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণা

অপেক্ষায় ফিরোজা

খালেদা জিয়াকে আনতে ফিরোজা থেকে বিমানবন্দর গেল নতুন গাড়ি ‘টয়োটা ক্রাউন’

ইসরায়েলের সহায়তায় গাজায় লুটপাট, ধরা পড়লেই মৃত্যুদণ্ড দিচ্ছে হামাস

ইয়েমেনে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

বিমানবন্দর থেকে পথে পথে জনতা

জাবিতে পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রলীগ কর্মীর খাতা বাতিল

ময়মনসিংহে দুই দিনে ৬ থানার ওসিকে একযোগে বদলির আদেশ

মস্কোতে টানা ড্রোন হামলায় আতঙ্ক, সাময়িকভাবে বন্ধ চার বিমানবন্দর

খালেদা জিয়াকে বরণ করতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

এনসিপির হাতে আটক বঙ্গবন্ধু পরিষদের নেতাকে পুলিশে সোপর্দ

একদিনেই ইয়েমেন, লেবাননসহ ৪ দেশে ইসরায়েলের মুহুর্মুহু হামলা

গাজা পুরোপুরি দখলের পরিকল্পনা অনুমোদন ইসরায়েলি মন্ত্রিসভার

খালেদা জিয়ার দেশে ফিরতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিরসনে কাজ করছে পুলিশ-সেনা

একাত্তরের পর প্রথমবারের মতো ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা মহড়ার নির্দেশ

নেত্রীর জন্য ভোর থেকে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, একদিনেই নিহত আরও ৫৪ ফিলিস্তিনি

শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার নিষেধ করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করল ছাত্র

১৭ বছর পর দেশের মাটিতে ফিরছেন ডা. জোবাইদা রহমান