রায়গঞ্জে নেটে ছবি ছড়িয়ে দেয়ার ভয় পুলিশ পরিচয়ে নারীর সাথে প্রতারণা
১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইন্টারনেটে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী এক নারী থেকে পুলিশ পরিচয়ে প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। আরও ৫ লক্ষাধিক টাকা না দেয়ায় নেটে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়ায় প্রতারক চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। থানায় অভিযোগ দেয়ায় প্রতারক চক্র বাদী তার পরিবারের বিভিন্ন সদস্যকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। মামলার বাদী ভুক্তভোগী শিউলি বেওয়া উপজেলার শৌলী শাবলা গ্রামের মৃত বদিউজ্জামানের স্ত্রী।
ভুক্তভোগীর অভিযোগে জানা যায়, জরুরি প্রয়োজনে তার একটি গরু বিক্রির টাকা দিচ্ছিলনা শৈলী শাবলা গ্রামের জনৈক শফিকুল ইসলাম নামের এক ব্যাপারী। এ সংক্রান্ত বিষয়ে সে গত ২০/০৭/২০২৩ইং তারিখে রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপরে শিউলি টাকা উত্তোলনের জন্য পাশের কয়রা গ্রামের মৃত ইঞ্জিল শেখের ছেলে মো. চান মিয়া (৫১)এর সহযোগীতা কামনা করেন। চান মিয়া একসময় শিউলির সাথে লেখাপড়া করত। এই বিশ্বাসে শিউলি চান মিয়ার শরনাপন্ন হন। শিউলি জানতো না চান মিয়া একটি প্রতারক চক্রের সদস্য। তখন চান মিয়া একটি মোবাইল নম্বর দিয়ে বলেন, এর সাথে যোগাযোগ করেন। এর নাম রায়হান। তিনি একজন পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই)। তার সাথে কথা বললে টাকা তুলে দিতে পারবেন। তখন ভিকটিম সরল বিশ্বাসে সেই এসআই এর সাথে মোবাইলে কথা বলেন। তখন রায়হান পুলিশের এসআই পরিচয় দিয়ে প্রথম দিনে ০১৮১৪৯১৮২৮৭ নম্বরে বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা নেন। এরপরে ওসির কথা বলে বিকাশের মাধ্যমে একই নম্বরে ১৮ হাজার টাকা নেন কথিত এসআই রায়হান। ভিকটিম টাকা দেয়ার পরে একদিন এসআই রায়হানের সাথে দেখা করতে চান। দেখা করতে গিয়ে দেখেন রায়হান আসলে পুলিশের কেউ না। সে তার পূর্ব পরিচিত পাশের কয়রা গ্রামের মো. হবিবর রহমানের ছেলে মোঃ শহীদ শেখ (৩৮)। ভুয়া এসআই সেজে শিউলির সাথে প্রতারনা করেছে। পরে শহীদ কৌশলে ভিকটিমের সাথে রিকশায় ওঠে কিছু ছবি তোলে এবং ছবিগুলো পরবর্তিতে নেটে অথবা সামাজিক যোগাযোগ মাধ্য ছড়িয়ে দেওয়ার হুমকী দেয় এবং ভয় দেখিয়ে গত ২৩/০৮/২০২৩ দুই লাখ বিশ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তিতে আবারও ৫ লাখ টাকা দাবি করে প্রতারক শহীদ। টাকা দিতে রাজি না হওয়ায় ভিকটিমকে হত্যার হুমকী দেয়। পরে শিউলি বেওয়া উপায়ান্তর না দেখে রায়গঞ্জ থানায় তিনজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ দেওয়ায় বাদীক বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকী দিয়ে আসছে উক্ত প্রতারক চক্র। তবে শহীদের উল্লিখিত মোবাইল নম্বরে যোগযোগ করে বন্ধ পাওয়া যায়। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় এরা এই চক্রটি দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়ে প্রতরণা করে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানায় এলাকাবাসী।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর খোরশেদ আলী জানান, ভিকটিম শিউলি বেওয়ার অভিযোগ প্রাথমিকভাবে সঠিক মনে হয়েছে। তার সাথে চরমভাবে প্রতারনা করা হয়েছে। খুব দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি তদন্তের জন্য এসআই খোরশেদকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি তদন্ত করছেন। ঘটনার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

এভারটনের বিপক্ষে শেষ ৮ মিনিটের ঝড়ে জিতল সিটি

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জিতল বার্সা

প্রশাসনের কঠোরতায় গুলশানে বন্ধ হলো ব্যাটারিচালিত রিকশা

হাসান সারওয়ার্দীর এলডিপিতে যোগদান

ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের বলয় গড়ে তুলতে হবে

নিউইয়র্কের জ্যাকসন হাইটস হয়ে উঠলো এক খন্ড বাংলাদেশ

ছাত্রলীগ ও আ.লীগের ৬ কর্মী গ্রেফতার

বিচার কার্যক্রম চলবে ৪৮ বেঞ্চে আজ খুলছে উচ্চ আদালত

পুলিশ কর্মকর্তাদের ছবি ব্যবহার করে জালিয়াতি

গত ১৬ বছরে উন্নয়নের নামে চট্টগ্রামকে পানিবদ্ধতার নগরীতে পরিণত করা হয়েছে -মেয়র ডা. শাহাদাত

পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কয়রায় গণশুনানী

কিশোরগঞ্জে ৪ খাবারের দোকানে জরিমানা

আশুলিয়ায় শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার

পরিকল্পনা উপদেষ্টার সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ

ভুয়া তথ্য ছড়িয়ে আমেরিকায় বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি বাতিল

আদমদীঘিতে কার্ডধারীদের চালের পরিবর্তে টাকা দেয়ার অভিযোগ

চাঁদপুর জেলা আ.লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ৩

রাউজানে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত মাহফিল অনুষ্ঠিত

ভোলায় গ্যাস সংযোগ দাবি, ইন্ট্রাকোর কাভার্ডভ্যান আটকে দিলো ছাত্র-জনতা

এনএমআই চট্টগ্রামের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও দন্ত সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত