সেতু নির্মাণের ১৮ বছরেও হয়নি সংযোগ সড়ক
১৬ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীর ঝলম ও হাওরা এলাকার মধ্যবর্তী স্থানে নির্মিত ‘হাওরা সেতু’ নির্মাণের প্রায় ১৮ বছরেও হয়নি সংযোগ সড়ক। এতে চরম ভোগান্তিতে রয়েছেন নদীর দু’পাড়ের লোকজন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহ আলম জানান, ২০০৫-২০০৬ অর্থবছরে এলজিইডির তত্ত্বাবধানে ও ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অর্থায়নে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে ওই সেতু নির্মাণ করা হয়।
২০০৫ সালের ৫ জানুয়ারি তৎকালীন বিএনপি দলীয় স্থানীয় এমপি আনোয়ারুল আজিম ওই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০৬ সালের ২৭ অক্টোবর সেতুর নির্মাণকাজ শেষ হয়। ওই দিন সেতুর উদ্বোধন করেন এমপি আনোয়ারুল আজিম। সেতুটি উদ্বোধন করা হলেও সংযোগ সড়ক না থাকায় তা তখন থেকেই অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এটি জনগণের কোনো কাজেই লাগছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, সংযোগ সড়ক নির্মাণ না করে সেতুটি নির্মাণ করায় স্থানীয় লোকজনের ভোগান্তি বেড়েছে। ওই সেতুর স্থানে আগে বাঁশের সাঁকো ছিল। হেঁটে ওই সাঁকো দ্রুত পার হওয়া যেত। কিন্তু এখন উঁচু সেতু হওয়ায় এবং এর দুই পাশে মাটি না থাকায় উঠতে বেশ কষ্ট হয়। পাশাপাশি বেশি সময় লাগে।
সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই পাশেই কোনো মাটি নেই। সেতুর প্রায় ২৫০ গজের মধ্যে রয়েছে মনোহরগঞ্জ থানা, পশ্চিম পাড়ে হাওরা মাদরাসা ও এতিমখানা। পূর্ব-দক্ষিণ পারে মনোহরগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবন, মনোহরগঞ্জ বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যাংক-বিমাসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুর দুই পাশের মাটি ভরাটের জন্য প্রায় প্রতি বছরই একটি প্রকল্প দেওয়া হয়। কিন্তু কোনো কাজ না করেই ঠিকাদাররা বিল তুলে নেন। মনোহরগঞ্জ বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, মালামাল নিয়ে সেতুর ওপর দিয়ে যেতে কষ্ট হয়। সংযোগ সড়ক হলে নদীর দুই পারের কমপক্ষে ৫০ হাজার মানুষ উপকৃত হতো। তারা অবিলম্বে সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান।
প্রকৌশলী শাহ আলম জানান, সংযোগ সড়কটিসহ মনোহরগঞ্জ উপজেলার ৪টি গুরুত্বপূর্ণ সড়ক ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সকে ২০২২-২০২৩অর্থ বছরে প্রদান করা হয়েছিলো। তারা কাজটি শুরু করেও না করে চলে যাওয়াতে সমস্যাটা রয়েই গেলো। বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে নতুন কোন সিদ্ধান্ত এলেই তা বাস্তবায়ন করা হবে।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম জানান, আমি বিষয়টি সম্পর্কে বিস্তারিত অবগত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
শিবালয়ে পরকিয়া প্রেমের বলি নুরজাহান ৪দিন পর পাষ-প্রেমিক আলিফ গ্রেফতার
ভূঞাপুর শহরের প্রাণকেন্দ্রে ময়লা-আবর্জনার ভাগার
শাহজাহান ওমরের বিরুদ্ধে আরও এক মামলা
ধর্মগ্রন্থের পরে সত্য হিসেবে মানুষ সংবাদপত্রকে মনে করতো - বিটিভি মহা পরিচালক
নেতানিয়াহুকে গ্রেপ্তারে ‘প্রস্তুত’ ইউরোপের যে ৭টি দেশ
প্রথম বার চার দরজার বিলাসবহুল গাড়ি আনছে জাগুয়ার
৪ মাস যেতে না যেতেই ভেস্তে গেছে কোটি টাকার সোলার ফেনসিং প্রকল্প!
২৯ বছর পর অবশেষে আলোর মুখ দেখলো শেরপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল
মোটরসাইকেলের ভয়ংকর নেশা, বাড়ছে মৃত্যুর মিছিল, ৫ মাসে নিহত হয়েছে ১৪ জন
বড় দরপতনের পর সোনার দামে আবার বড় লাফ
রাজবাড়ীতে ছাত্রদল নেতা অপহরণ, সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
ফার্মগেট মানসী প্লাজায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করে থানায় ছেলের আত্মসমর্পণ
তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুমকি হিন্দু সম্প্রদায়ের
সুরমা-কুশিয়ারার জন্য ১৭৮৫ কোটি টাকার প্রকল্প
নকলায় নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কালীগঞ্জে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুলকে ফুলের শুভেচ্ছা জানালেন হামিদ
পর্ন তারকা স্টর্মিকে ডোনাল্ড ট্রাম্পের ঘুষ প্রদান মামলার রায় স্থগিত করলো আদালত
দৌলতপুরে মাদকাসক্ত যুবকের হাতে মাছ ব্যবসায়ী খুন : যুবক আটক
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের সামনে বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা