করতোয়ার ব্লকঘেঁষে বালু উত্তোলন : হুমকির মুখে নদীর পাড় মসজিদ ও ঘরবাড়ি
১৮ মে ২০২৫, ১২:২৭ এএম | আপডেট: ১৮ মে ২০২৫, ১২:২৭ এএম

পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নদী শাসন ব্যবস্থায় করতোয়া পাড়ে ব্লক স্থাপন ঘেঁষে দেদারসে বালু উত্তোলন করছেন কতিপয় বালু ব্যবসায়ী। ব্লক বসানো পাড় সংলগ্ন স্থান থেকে প্রকাশ্যে বালু উত্তেলন ও বিক্রি করছেন স্থানীয় অর্ধ শতাধিক ব্যক্তি। প্রশাসনের নাকের ডগায় দিবারাত্র বালু উত্তোলন ও বিক্রি হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজের চাপের অযুহাতে হাত পা গুটিয়ে বসে আছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার চতরা ইউনিয়নের কুমারপুর গ্রামের করতোয়া নদীতে স্যালো মেশিন বসিয়ে দিবালোক বালুর ব্যাবসা করেছেন চতরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। অই গ্রামের রাস্তা নির্মাণ কাজের বালু সরবরাহের দায়িত্ব নিয়ে বালু উত্তোলন করে সরবরাহ করছেন তিনি। এছাড়াও চুক্তিভিত্তিক এলাকার লোকজনের বাড়িঘরেও বালু ভরাট করে আসছেন দীর্ঘদিন ধরে। করতোয়া নদী ঘেঁষে বালু উত্তোলনের ফলে ওই স্থানে নদীর গভীরতা বাড়ছে এবং পাশের বাড়িঘর এবং ব্লক ধ্বসে যাওয়ার আশংকা করা হচ্ছে। এদিকে প্রতিবছর বালু বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন সিরাজুল ইসলাম।
নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয়রা জানান, কুমারপুর গ্রামের করতোয়া নদীর ধারেই বাড়ি সিরাজুল ইসলামের। বিগত শেখ হাসিনা সরকারের সময় থেকে এখন পর্যন্ত বালু বিক্রি করে লাখ লাখ টাকা কামিয়েছেন তিনি এবং এখনও তার বালু উত্তোলন-বিক্রি চলমান। কযেক বছর ধরে নদী থেকে বালু উত্তোলন ও বিক্রি করায় ওই স্থানে নদীর গভীরতা বেড়েছে। সেখানে গত বছর এক যুবক রাতের বেলায় নদী পারাপারের সময় ডুবে মারা যায়। এছাড়াও একই স্থানে এক শিশুও গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে। কুমারপুর গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া করতোয়া নদী দুই পাড়ের লোকজন স্কুল কলেজ এবং কৃষি কাজের জন্য সবসময়ই ইক্ত স্থান দিয়ে পারাপার হয়। জনমনে ভয়ভীতি নিয়েই গভীর নদী পারাপার হতে হয় তাদের। এলাকায় প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী অভিযুক্তের বিরুদ্ধে কথা বলতে সাহস করছে না। যে কারনে সুযোগ বুঝে নির্বিবাদে বালুর রমরমা ব্যাবসা করছেন তিনি। নিজস্ব ড্রেজিং মেশিন দিয়ে প্রায়ই বালু উত্তোলন করে সরকারি এবং বেসরকারি কাজেও বালু বিক্রি করে থাকেন তিনি। কুমারপুর গ্রামের মসজিদ এর পশ্চিম পাশে নদীর পাড়ে সরকার কোটি টাকা ব্যায়ে নদীর পাড়ে ব্লক স্থাপন করেছে। সেই স্থানে ব্লক ঘেঁষেই বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনের ফলে কৃষি আবাদি জমি, বাড়িঘর, রাস্তাঘাট, মসজিদ এবং নদীর পাড় এখন হুমকির মুখে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন। বালু উত্তোলনের বিষয় নিয়ে কথা হয় সিরাজুল ইসলাম এর সাথে। তিনি বলেন আমি নদীর পাড় থেকে বালু উত্তোলন করছি, নদী থেকে নয়। শুধু সিরাজুল ইসলাম নয়, তার মতো অর্ধ শতাধিক ব্যক্তি একই কৌশলে করতোয়া থেকে অভিন্ন কৌশলে বালু উত্তোলন ও বিক্রি করছেন দেদারসে। অবশ্য যারাই করতোয়া নদী থেকে বালু উত্তোলন করছেন, তাদের বিরুদ্ধেই ব্যাবস্থা নেয়ার কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। কিন্তু কবে নাগাদ তা করা হবে ? তা তিনি স্পষ্ট করে বলতে পারছেন না এই মুহুর্তে !
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

ছুটি শেষে গ্রাম থেকে ফিরতে শুরু করেছে সাভার ও আশুলিয়ার পোশাক শ্রমিকরা
‘ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে’

মুক্তির অপেক্ষায় অপূর্ব-তটিনীর 'ফিরে আসা'

নিজ ঘরে ঝুলন্ত মা-মেয়ের লাশ উদ্ধার, স্বামী আটক

ইরানজুড়ে পাঁচ ধাপে ইসরায়েলের শতাধিক বিমান হামলা

অধ্যাপক ইউনূস ‘কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন

নিজেদের আকাশসীমা বন্ধ করলো ইরান

আহমেদাবাদে দুর্ঘটনার পর বোয়িংয়ের শেয়ারে বড় ধস

ইসরাইলকে কঠিন শাস্তি ভোগ করতে হবে : আলী খামেনি

যুক্তরাজ্য সফরে পাচারের অর্থ পুনরুদ্ধার বেশি গুরুত্ব পাচ্ছে : প্রেস সচিব শফিকুল আলম

ইরানের পাল্টা হামলা হতে পারে ভয়াবহ-ব্যাপক

প্রধান উপদেষ্টার সাথে হাউস অব কমন্সের স্পিকারের বৈঠক

ইরানে ইসরাইলি হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই : দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

চকরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে মাদরাসা শিক্ষকের মৃত্যু

এবার ইরানের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা ইসরাইলের

মাগুরার গ্রামে সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ বোমাবাজসহ তিনজন গ্রেফতার, আহত ১০ জন

সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুরের ঘটনায় মোদিকে মমতার চিঠি

পারমাণবিক ও সামরিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা

মারা গেছেন শিল্পপতি সঞ্জয় কাপুর

ভারতের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন ট্রাম্প