চতুর্থ দিনের মতো বিক্ষোভ চলছে, ফ্রান্সে গ্রেফতার ৯১৭
০১ জুলাই ২০২৩, ০৭:৪৬ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২৩, ১২:০১ এএম

ফ্রান্সে তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে মুসলিম কিশোর নিহত হওয়ার জেরে চতুর্থ দিনের মতো বিক্ষোভ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে দাঙ্গা স্তিমিত হয়ে আসছে বলে দাবি করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। শুক্রবার রাতে প্যারিসের পশ্চিমাঞ্চলীয় এলাকা ইভেলাইনস পরিদর্শনে গিয়ে তিনি এমন দাবি করেন। ডারমানিন জানান, বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার কম সংঘাত হয়েছে। এদিন প্রায় ৪৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, সহিংসতার তীব্রতা অনেক কম ছিলো এবং কিছু কিছু এলাকায় পরিস্থিতি অনেক শান্ত ছিল। তবে বিবিসির খবরে বলা হয়েছে, প্যারিস ছাড়াও বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত ২৬ জুন প্যারিসের তল্লাশিচৌকিতে ১৭ বছর বয়সী নাহেল নামের এক কিশোর পুলিশের গুলিতে নিহত হয়। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, নির্দেশনা না মেনে পালিয়ে যাওয়ার সময় ওই কিশোরকে গুলি করা হয়। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাত থেকেই বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়। রয়টার্সের তথ্য মতে, ২০১৭ সাল থেকে ট্রাফিক স্টপে পুলিশের গুলিতে যত জন নিহত হয়েছে তার বেশিরভাগই কৃষ্ণাঙ্গ। এ বছর ফ্রান্সে ট্রাফিক স্টপে পুলিশের গুলিতে মৃত্যুর এটা দ্বিতীয় ঘটনা। গত বছর ফ্রান্সে এভাবে রেকর্ডসংখ্যক মোট ১৩ জনের মৃত্যু হয়। খবরে বলা হয়, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর অবসরের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে দেশব্যাপী বিক্ষোভের কয়েক সফতাহ পরপ্যারিসের উপকণ্ঠে পুলিশের গুলিতে আলজেরীয় এবং মরোক্কান বংশোদ্ভূত ১৭ বছর বয়সী তরুণ নাহেলের মৃত্যু দেশটিতে বর্ণবাদ এবং সংখ্যালঘু জাতি-গোষ্ঠীর মানুষদের প্রতি পুলিশের বৈষম্যমূলক আচরণের ব্যাপারে ক্ষোভ উস্কে দিয়েছে এবং নির্বাচনকে সামনে রেখে ম্যাখোঁকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। মঙ্গলবার গাড়ি চালিয়ে যাওয়ার সময় খুব কাছ থেকে পুলিশের গুলিতে নাহেল নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও দাঙ্গায় উত্তাল হয়ে ওঠে ফ্রান্স। বৃহস্পতিবার নেলসন স্কয়ারে নাহেলের মায়ের নেতৃত্বে হাজার হাজার মানুষের যে শোক মিছিল বের হয়, সেখানে মিছিলকারীদের সাথে সংঘর্ষ ঘটে পুলিশের। মার্সেই, লিওঁ, পাউ, তুলুস, লিল ও প্যারিস সহ সমগ্র ফ্রান্সের বড় ও ছোট শহরগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। অনেক দালান ও পরিবহনে অগ্নিসংযোগ ও দোকানপাটে লুটপাট চালানো হয়েছে। সবচেয়ে তীব্র ও সহিংস বিক্ষোভ চলছে নানতেরে এলাকায়। সেখানে বিক্ষোভকারীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়, রাস্তা বন্ধ করে রাখে এবং পুলিশের দিকে ইট-পাটকেল ছুঁড়ে মারে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বৃহস্পতিবার রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ হাজার পুলিশ মোতায়েন করেন। তিনি টুইটারে জানিয়েছেন যে, পুলিশ এখন পর্যন্ত ৬শ’ ৬৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ফ্রান্সের উপশহরগুলোতে যারা থাকেন, তারা নিজেদের অর্থনৈতিক বঞ্চনা এবং বৈষম্যের শিকার বলে মনে করেন। নাহেলের মৃত্যুতে ফ্রান্সে পুলিশের ক্ষমতা এবং প্যারিসের উপশহরগুলোর মানুষের সঙ্গে এই বাহিনীর সম্পর্ক নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যে পুলিশ কর্মকর্তার গুলিতে নাহেল মারা যান, তার বিরুদ্ধে ‘ইচ্ছেকৃতভাবে খুনের’ অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত নন্টার পর হতেই প্যারিস এবং বৃহত্তর অঞ্চলে সব বাস এবং ট্রাম চলাচল বন্ধ করে দেয়া হয়। প্যারিসের অনেক উপশহরে কারফিউ জারি করা হয়। এই পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করার কথা ভাবছে দেশটির নীতি নির্ধারকরা। এদিকে, ফ্রান্সের বামপন্থীরা অভিযোগ এনেছেন যে, ফরাসি পুলিশকে আমেরিকানাইজড› বা মার্কিনীকরণ করা হয়েছে। দেশটির গ্রিন পার্টির নেতা মেরিন তোঁদেলিয়ার বলেছেন যে, তিনি এই সফতাহে যা দেখেছেন, তা হল একজন পুলিশ কর্মকর্তার দ্বারা ১৭ বছর বয়সী একটি কিশোরকে উন্মুক্ত রাস্তায় হত্যা করা। তিনি বলেন, আপনাদের সত্যিই ধারণা হয়েছে যে, আমাদের পুলিশকে মার্কিনীকরণ করা হচ্ছে।’ দ্য নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স, বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া তৃণমূলের মতামতে নয়, চাপিয়ে দেওয়া কমিটির দিকে হাঁটছে বিএনপি!

সাভারে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল উপহার পেল ১২ শিশু

পুরুষদের পর্দার বিধান প্রসঙ্গে।

বাংলাদেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

সিলেটের দুই কিশোরীকে কক্সবাজারে নিয়ে বিক্রি করে দেয়ার অভিযোগ!

খুব বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এই রাষ্ট্রটি মেরামত করার : খন্দকার মুক্তাদির

ঈশ্বরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিলের দাবিতে কক্সবাজারে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

জকিগঞ্জে পতিত জমি চাষে আগ্রহী চাষীরা: এসডিএস-এর উদ্যোগে মতবিনিময় সভা

অটোরিকশাচালকের ছেলে আরাফাত, রাবির ‘বি’ ইউনিটে প্রথম হয়ে তাক লাগাল দেশকে

গফরগাঁওয়ে ৪ দফা দাবী আদায়ে হেফাজতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গফরগাঁওয়ে ৪ দফা দাবী আদায়ে হেফাজতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যে হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, সে কখনো নেতা হতে পারে না : আব্দুস সালাম

ব্রিটিশ আমল থেকে এই এলাকার মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

পহেলগামে সেনার অনুপস্থিতি নিয়ে যা বলছে ভারত সরকার

রাজনৈতিক দলের বিভেদের কারণে গণতন্ত্র বাধাগ্রস্ত : শওকত রাসেল

ঈশ্বরদীতে চর দখল নিয়ে সশস্ত্র সংঘর্ষ, ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০

নারী কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে খেলাফত মজলিস

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম সা.সম্পাদক জুয়েল