দাউদকান্দিতে প্রবাসীকে ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ
০৭ জুলাই ২০২৩, ০৯:০৯ পিএম | আপডেট: ০৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম
কুমিল্লার দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফারুক মোল্লা ও আবু আহম্মেদ মোল্লা নামের প্রবাসী দুই ভাইকে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার মোহাম্মদপুর ইউপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
জানা যায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের মনু মিয়ার ছেলে ফারুক মোল্লা ও আবু আহম্মেদ মোল্লা জীবিকার তাগিদে প্রায় ২০ বছর ধরে প্রবাসে থাকেন। ১৫ বছর আগে একই গ্রামের শরীফ ভূঁইয়া ও তার স্ত্রীর কাছ থেকে ৬৫ শতক জায়গা সাব-কবলা দলিল মূলে ক্রয় করেন। প্রবাসে থাকার সুযোগে ক্রয়কৃত জায়গার আংশিক দখল করে রেখেছেন শরীফ ভূঁইয়া এমন অভিযোগে একাধিকবার গ্রাম্য সালিশ দরবার হয়েছে বলে স্থানীয়রা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারুক মোল্লা বলেন, আমার কষ্টের টাকায় ক্রয়কৃত জায়গাটি বুঝাইয়া দেয়ার জন্য শরীফকে বলি। সে বলে ১০ লাখ টাকা দিলে জায়গা বুঝাইয়া দিব। পরে বিষয়টি নিয়ে চেয়ারম্যানের নিকট লিখিত আবেদন করি। চেয়ারম্যানের নির্দেশে গত মাসের ২৫ তারিখে এলাকার মেম্বার ও গণ্যমান্য ব্যাক্তিরা উভয় পক্ষের তিনজন সার্ভেয়ার (আমিন) দিয়ে সীমানা নির্ধারণ করে দেন। এ সিদ্ধান্ত না মেনে শরীফ তার মেয়েকে দিয়ে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন আদালতে আমাদের দুই ভাইয়ের নামে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করেন। শায়েস্তানগর গ্রামের ওয়ার্ড সদস্য টিপু মেম্বার ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিজ ভূঁইয়া বলেন, ফারুক মোল্লা ও আবু আহম্মেদ দীর্ঘদিন বিদেশে থাকেন মাঝে মাঝে দেশে আসেন। তারা একই গ্রামের শরীফ ও তার স্ত্রীর কাছ থেকে জায়গা ক্রয় করেন। ক্রয়কৃত জায়গার আংশিক দখল বুঝিয়া না পাওয়ায় এলাকার লোকজনকে নিয়ে সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধারণ করে দিয়েছিলাম। শরীফ না মেনে আদালতে গিয়ে মেয়েকে দিয়ে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করেছে। মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান দুলাল মিয় জানান, এলাকার গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে সরেজমিনে আমি উপস্থিত থেকে জয়াগাটি সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধারণ করে দিয়েছি। উপস্থিত সকলের সামনে শরীফ আমাদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। পরে শুনি সে তার মেয়েকে দিয়ে আদালতে ধর্ষণ চেষ্টার মামলা করিয়েছেন। বিষয়টি সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। অন্যদিকে শরীফ ভূইয়া অভিযোগ অস্বিকার করে বলেন, ১৫ বছর আগে জায়গা বিক্রি করার সাথে সাথেই তাদেরকে দখল বুঝাইয়া দিয়েছি। আর আমার মেয়ের সাথে তারা কি করেছে আমি বলতে পারব না। মামলাটি আমার মেয়ে করেছে। মামলার বিষয়ে আমি কিছু জানিনা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
থিনেস্ট স্বাস্থ্যের