শতাধিক অভিবাসীকে ঘাড় ধাক্কা ট্রাম্পের
২৫ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম
কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয় দফায় আমেরিকার মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি ছিল তার শপথ গ্রহণ অনুষ্ঠান। সেদিনই তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। তাই ক্ষমতায় ফেরামাত্রই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করেছে ট্রাম্প প্রশাসন। নতুন প্রশাসনের শপথ নেয়ার তিনদিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০০ অবৈধ অভিবাসীকে গ্রেফতার এবং শতাধিক অভিবাসীকে নির্বাসিত করা হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পরিসংখ্যান ভাগ করে জানিয়েছেন, ইতিমধ্যেই ৫৩৮ জন অবৈধ অভিবাসী অপরাধীকে গ্রেফতার করেছে এবং সামরিক বিমান ব্যবহার করে শত শত অভিবাসীকে নির্বাসন করেছে মার্কিন কর্তৃপক্ষ। তার কথায়, ‘ট্রাম্প প্রশাসন সন্ত্রাসী, ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের চার সদস্য-সহ ৫৩৮ জন অবৈধ অভিবাসী অপরাধীকে গ্রেফতার করেছে। এছাড়াও ট্রাম্প প্রশাসনও সামরিক বিমানের মাধ্যমে শত শত অভিবাসীকে নির্বাসিত করেছে। ইতিহাসে সবচেয়ে বড় নির্বাসন অভিযান চলছে। প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তাই প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে। অবৈধ অভিবাসী অপরাধীদের মধ্যে রয়েছে ধর্ষণ, শিশুর প্রতি যৌন আচরণ এবং ১৪ বছর বা তার কম বয়সী শিশুর ক্রমাগত যৌন নির্যাতন করা অপরাধীরা।’
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল আদেশ সাময়িক স্থগিত : ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করার আদেশটি সাময়িক স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ জজ সি কফেনর। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সিয়াটলভিত্তিক ডেমোক্র্যাট শাসিত চারটি রাজ্যÑওয়াশিংটন, অ্যারিজোনা, ইলিনয়েস ও ওরেগনের অনুরোধে ফেডারেল বিচারক এই আদেশ স্থগিত করেন। বিচারক বলেছেন, মার্কিন নাগরিকত্ব নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ জারি করেছেন, তা ‘পুরোপুরি অসাংবিধানিক’।
এই নির্দেশের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়। ২২টি অঙ্গরাজ্য ও একাধিক অভিবাসী অধিকার রক্ষা গোষ্ঠীর পক্ষ থেকে মামলা করা হয়। মামলাকারীদের পক্ষ থেকে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধানের ১৪তম সংশোধনে স্পষ্টভাবে বলা হয়েছে, সেদেশে কেউ জন্মালেই সে মার্কিন নাগরিকত্ব পাবে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার নেয়ার দিনই প্রশাসনিক নির্দেশ জারি করে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রে জন্মালেই সে দেশের নাগরিকত্ব পাওয়া যাবে, এই নিয়ম আর থাকবে না। ট্রাম্পের আদেশে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে যদি কোনো শিশুর মা বা বাবা নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা না হন, তবে সেই শিশুকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়া হবে না।
প্রশাসনিক নির্দেশে বলা হয়েছিল, ১৯ ফেব্রুয়ারির পর যারা আমেরিকার নাগরিক নন, তাদের সন্তান যুক্তরাষ্ট্রে হলেও সেই সন্তান নাগরিকত্ব পাবে না। সে কোনো সামাজিক সুরক্ষা বা সরকারি সুবিধা পাবে না। বিচার বিভাগের আইনজীবীর মত ছিল, ট্রাম্প দেশের ভিতর অভিবাসী সমস্যার সমাধান করতে চাইছেন। বিশেষ করে দেশের দক্ষিণ সীমান্তে যে সমস্যা তৈরি হয়েছে, তা মেটাতে চাইছেন। এই নির্দেশ তারই অঙ্গ। ডেমোক্র্যাট শাসিত রাজ্যগুলোর দাবি, ট্রাম্পের আদেশ যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪ তম সংশোধনীর নাগরিকত্ব অনুচ্ছেদের বিরুদ্ধে যায়, যা বলে যে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা প্রত্যেক ব্যক্তিই নাগরিক।
সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের আমলে নিয়োগ পাওয়া বিচারক কফেনর ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে প্রথম আইনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এ বিষয়ে কফেনর মন্তব্য করেন, ‘আমি চতুর্থ দশক ধরে বিচারক আছি, এমন এক মামলার উদাহরণ মনে পড়ছে না, যেখানে বিষয়টি এত স্পষ্ট ছিল। এটা একটি স্পষ্টভাবে অগণতান্ত্রিক আদেশ।’ কফেনরের আদেশের ফলে ট্রাম্পের এই নীতি ১৪ দিনের জন্য কার্যকর হবে না। তিনি ৬ ফেব্রুয়ারি শুনানি গ্রহণ করবেন, যেখানে আদেশটির স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা তা নিয়ে আলোচনা হবে।
এদিকে, ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন যে, তারা এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন এবং যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় কফেনরের সিদ্ধান্ত বাতিল করার জন্য দ্রুত পদক্ষেপ নেবে। ওয়াশিংটন রাজ্যের অ্যাটর্নি জেনারেল নিক ব্রাউন বলেছেন, ‘আপনি যদি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন, তবে আপনি নাগরিকÑএটাই সত্য। প্রেসিডেন্টের কোনো আদেশ এটি পরিবর্তন করতে পারে না।’ প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশের ফলে প্রতি বছর ১ লাখ ৫০ হাজারেরও বেশি নবজাতক নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : নিউইয়র্ক টাইমস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
২০২৮ ইউরো পর্যন্ত জার্মানির কোচ নাগালসম্যান
পাকিস্তানে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা স্থগিত
সাবেক ২৪ এমপি’র গাড়ি নিলামে উঠছে রোববার
মিরপুরের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া
অ্যালাউন্স ছাড়া কোনো ভাতা পাবেন না রেলকর্মীরা
ড. ইউনূসের পরিবার সম্পর্কে ইন্ডিয়া ডটকম-এর প্রতিবেদন মিথ্যা : প্রধান উপদেষ্টার প্রেস উইং
ছাত্রদল নেতা মিথুন রিমান্ডে, ছয় সমর্থক কারাগারে
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিংয়ে ই-পাসপোর্ট সেবা চালু
বিএনপির ‘কথার টোন আ.লীগের সাথে মিলে যাচ্ছে’
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন আহত
বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সমর্থন আল গোরের
২০২৪ সালে জলবায়ু সঙ্কটে দেশের সোয়া ৩ কোটি শিশুর শিক্ষা ব্যাহত
মাদারীপুরে মানবপাচারকারীকে গণপিটুনির ভিডিও ভাইরাল
জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা : কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
মোরেলগঞ্জে পল্লী বিদ্যুৎতের মিটার সংকট মিলছে না সংযোগ : গ্রাহকদের ভোগান্তি
রাউজানে জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বাজারে পলিথিন কেন সেটা না ভেবে ভাবুন কেন ব্যবহার করছেন : পরিবেশ উপদেষ্টা
আড়াইহাজারে পুলিশ কনস্টেবলকে আটক করলো জনতা
টিকটকারদের যন্ত্রণায় বিব্রত মেট্রোরেল যাত্রীরা
কুষ্টিয়ার মিরপুরে হত্যা চেষ্টা মামলায় আটক ২