১০টি মসজিদ ঢেকে দেয়া হচ্ছে হোলির আগে
১৪ মার্চ ২০২৫, ১২:৩০ এএম | আপডেট: ১৪ মার্চ ২০২৫, ১২:৩০ এএম

ভারতে হোলি উৎসবে অশান্তি এড়াতে ১০টি মসজিদ ঢেকে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। শুক্রবার হোলি উদযাপনের সময় সম্ভলের দশটি মসজিদকে ঢেকে ফেলার সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশ প্রশাসন। গত ৬০ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো হোলি উৎসব এবং রমজানের শুক্রবার তথা “জুমার নামাজের দিন” একইদিনে পড়েছে। এ বিষয়ে উত্তর প্রদেশ প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফিংয়ে সম্ভলের এসপি শ্রীশ চন্দ্র বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দুই সম্প্রদায়ের উৎসব পূর্ণ আনন্দ ও উল্লাসের সাথে উদযাপন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “‘চৌপাই’ শোভাযাত্রার প্রস্তাবিত রুটে মোট দশটি মসজিদ চিহ্নিত করা হয়েছে। দুই সম্প্রদায়ের মধ্যে কোনও ধরনের ঝামেলা বা উত্তেজনা রোধ করার জন্য সেগুলোর সবকটিই ঢেকে দেওয়া হবে।” তিনি বলেন, ‘চৌপাই’ শোভাযাত্রা (হোলির সময় একটি প্রথাগত অনুশীলন) যে মসজিদগুলোর সামনে দিয়ে অতিক্রম করবে, সেগুলো ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বছরের পর বছর ধরে চলে আসছে বলেও জানান তিনি। খবরে বলা হয়, আগামীকাল শুক্রবার ভারতে হোলি উৎসব। আর এই উৎসবের কারণে দেশটির উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যাসহ বিভিন্ন স্থানে পিছিয়ে দেওয়া হয়েছে জুমার নামাজ। সেখানকার মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেই এই ঘোষণা দেওয়া হয়েছে। বলা হয়েছে, হোলি উৎসবের কারণে অযোধ্যার মসজিদগুলোতে জুমার নামাজ অনুষ্ঠিত হবে দুপুর ২টার পর। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, এই সপ্তাহে হোলি উদযাপনের কথা মাথায় রেখে অযোধ্যার সমস্ত মসজিদে জুমার নামাজ দুপুর ২টার পরে পড়া হবে বলে উত্তর প্রদেশের এই শহরের একজন বিশিষ্ট ধর্মীয় নেতা জানিয়েছেন। মূলত অযোধ্যার মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় নেতা মোহাম্মদ হানিফ বুধবার এই সপ্তাহের জুমার নামাজের জন্য এই নির্দেশনা জারি করেছেন। হোলি উৎসব হতে যাওয়া এই দিনটি পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবারও। ১৪ মার্চ শুক্রবারের জুমার নামাজের সাথে হোলি উদযাপনের সময়ের মিল থাকায় কর্তৃপক্ষ অনেক জায়গায় নামাজের সময় নিয়ে আলোচনা করছে। অযোধ্যা জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) চন্দ্র বিজয় সিং বলেছেন, হোলির জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কোনও ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে শান্তি কমিটির সভাও অনুষ্ঠিত হচ্ছে। পিটিআই-এর সাথে কথা বলতে গিয়ে অযোধ্যার কেন্দ্রীয় মসজিদ সরাইয়ের সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, হোলি উদযাপনের জন্য জুমার নামাজের সময় সমন্বয় করা হবে। তিনি বলেন, “হোলি উৎসবের সময় বিবেচনা করে, আমরা সমস্ত মসজিদকে জুমার নামাজ দুপুর ২টার পরে পড়ার নির্দেশ দিয়েছি, কারণ বিকেল ৪.৩০ টা পর্যন্ত জুমার নামাজ পড়ার সুযোগ থাকে।” মোহাম্মদ হানিফ আরও বলেন, “আমি মুসলিম সম্প্রদায়ের সকল সদস্যকে হোলির সময় ধৈর্যশীল এবং উদার থাকার আহ্বান জানিয়েছি। যদি কেউ তাদের গায়ে রঙ লাগায়, তাহলে তাদের হাসিমুখে সাড়া দেওয়া উচিত এবং ভালোবাসা ও শ্রদ্ধার চেতনায় ‘হোলি মোবারক’ বলা উচিত। একইদিনে হোলি এবং জুমার নামাজ এবারই প্রথম নয়। এটি প্রায়শই হয় এবং এটি আমাদের ঐক্য গড়ে তোলার একটি সুযোগ।” অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) চন্দ্র বিজয় সিং বলেছেন, শৃংখলা বজায় রাখার জন্য সমস্ত হোলিকা দহন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনও অপ্রীতিকর ঘটনা রোধ করতে” হোলিকা দহন কেবল প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী স্থানেই করতে দেওয়া হবে, নতুন স্থানে নয়।” জেলা প্রশাসক বলেন, “যেকোনও জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। শৃংখলা বজায় রাখার জন্য আমরা সমস্ত হোলিকা দহন স্থানে পুলিশ সদস্য মোতায়েন করছি। প্রশাসন সতর্ক রয়েছে, বিশেষ করে পবিত্র রমজান মাস চলমান থাকায়। শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করার জন্য শহর ও গ্রামের ধর্মীয় নেতা এবং সম্প্রদায়ের বিশিষ্ট সদস্যদের সাথে শান্তি কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে।” এদিকে অযোধ্যার মতো উত্তরপ্রদেশের কনৌজ জেলার মুসলিম ধর্মীয় নেতারও ঘোষণা করেছেন, শুক্রবার মসজিদে দুপুর ২টার পরে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। এর আগে উত্তরপ্রদেশের সম্ভলের একজন সার্কেল অফিসার জুমার নামাজ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, যারা হোলির রঙে অস্বস্তি বোধ করেন তাদের ঘরের ভেতরেই থাকা উচিত, কারণ এই উৎসব বছরে মাত্র একবার আসে যেখানে জুমার নামাজ বছরে ৫২বার হয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্ভল পুলিশ অফিসারের বিতর্কিত ওই মন্তব্যকে সমর্থনও করেন। তিনি বলেন, ওই কর্মকর্তা হয়তো “পালোয়ানের” মতো কথা বলেছেন, কিন্তু তিনি যা বলেছেন তা সঠিক। এনডিটিভি বলছে, হোলি উৎসবের আগে রাজ্যের অনেক মসজিদ শুক্রবারের জুমার নামাজের সময় পরিবর্তন করেছে। উত্তর প্রদেশের রাজধানী লখনৌ ঈদগাহের ইমাম সেখানকার মসজিদগুলোকে শুক্রবার দুপুর ২টায় জুমার নামাজ পড়তে বলেছেন। তিনি মুসলমানদের দূরবর্তী মসজিদে না গিয়ে নিকটবর্তী মসজিদে নামাজ পড়ার পরামর্শও দিয়েছেন। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মতে, হিন্দুরা ১৪ মার্চ দুপুর ২.৩০ টা পর্যন্ত হোলি উদযাপন করবে এবং মুসলমানরা দুপুর ২.৩০টার পরে জুমার নামাজ পড়বে বলে সম্ভলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আলিগড়ের প্রধান মুফতি খালিদ হামিদ হোলি উৎসব যাতে শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় তা নিশ্চিত করার জন্য মুসলিমদের সকল সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। এনডিটিভি, পিটিআই।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

অভয়নগরে সিগনাল পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চলক নিহত-১জন আহত

একটি শক্তি নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে- আমীর খসরু

নতুন সঙ্কটে রাজনীতি!

রাজনৈতিক দুর্বৃত্তদের হাত থেকে আমাদের দলকে বাঁচাতে হবে- ব্যারিস্টার নওশাদ জমির

পটুয়াখালীতে শহীদ কন্যা ধর্ষনের আসামীদের দ্রুত বিচার করার দাবিতে জেলা বিএনপির মানববন্ধন

ইবিতে প্রক্টরিয়াল বডির উদ্যোগে ইফতার আয়োজন

নীল পাখির বাসা বদল, নিলামে উঠল টুইটারের লোগো

পিজি হাসপাতালের নাম পরিবর্তন হলেও লীগের দোসররা এখনও বহাল তবিয়তে"- ডা. আউয়াল

আওয়ামী লীগকে পূর্নবাসন করার কোন সুযোগ নেই : আমিনুল হক

গফরগাঁওয়ে চৈত্র মাসে শীতের আমেজ ঃ ঈদ বাজারে স্বস্তি

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গফরগাঁওয়ে আস্কর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

আশুলিয়ায় দাওয়াত না পেয়ে যুবদলের ইফতার মাহফিলে বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

কটিয়াদীতে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত-১,আহত-১০

সাংবাদিক ও মাদরাসা শিক্ষার্থীদের সম্মানে মনোহরগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল

নাইজারে মসজিদে হামলায় নিহত অন্তত ৪৪

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে-কামরুল হুদা

ওসমানীনগরে ধানক্ষেত থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

বিকাশ পে লেটার’ এর মাধ্যমে স্মার্টফোন কেনার সুবিধা আনলো সিটি ব্যাংক ও সেলেক্সট্রা