এরদোগানের সঙ্গে ফোনালাপ পুতিনের
১৩ মে ২০২৫, ১২:৪৪ এএম | আপডেট: ১৩ মে ২০২৫, ১২:৪৪ এএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ অবসানে আলোচনা করতে বৃহস্পতিবার তুরস্কের ইস্তান্বুলে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে সাক্ষাতের জন্য তিনি প্রস্তুত আছেন। সামাজিক মাধ্যম এক্স-এ তিনি এক পোস্টে একথা বলেছেন। তবে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তুরস্কে সরাসরি আলোচনায় বসতে পুতিন যে প্রস্তাব দিয়েছেন, তাতে ইউক্রেন সম্মত হয়েছে।
‘হত্যাকা-কে প্রলম্বিত করার কোন কারণ নেই। বৃহস্পতিবার আমি ব্যক্তিগতভাবে তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করবো,’ জেলেনস্কি লিখেছেন। এর আগে তিনি বলেছিলেন, তার দেশ রাশিয়ার সাথে আলোচনায় রাজি কিন্তু সেটি হবে কেবলমাত্র যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর। পশ্চিমা শক্তিগুলো কিয়েভের বৈঠকের পর সোমবার থেকেই ত্রিশ দিনের যুদ্ধবিরতির আহবান জানিয়েছে। ইউরোপীয় নেতাদের তথাকথিত ‘কোয়ালিশন অফ উইলিং’ শনিবার ওই বৈঠক করেছিলো। এরপর পুতিন সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন।
রোববার ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ইউক্রেনের অবিলম্বে এই প্রস্তাবে রাজি হওয়া উচিত এবং এটি যুদ্ধ বন্ধ করার উপায় বের করতে একটি ধারণা দিবে। ‘কমপক্ষে তারা বুঝতে পারবে যে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব কি- না, এবং তা না হলে ইউরোপীয় নেতারা এবং যুক্তরাষ্ট্র জানতে পারবে যে সংকটটা কোথায় আটকে আছে এবং সে অনুযায়ী অগ্রসর হতে পারবে,’ বলেছেন তিনি, ‘আলোচনায় বসুন, এখনি!’ এক্স এ দেয়া পোস্টে জেলেনস্কি লিখেছেন, রাশিয়া আলোচনার আগেই যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে তিনি আশা করছেন। ‘কূটনীতির জন্য দরকারি ভিত্তি তৈরি করতে আমরা একটি পূর্ণাঙ্গ ও টেকসই যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করছি, যা কাল থেকেই শুরু হবে,’ বলেছেন তিনি।
এদিকে, টেলিফোনে কথোপকথনের পর ক্রেমলিন প্রেস সার্ভিস জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তার তুর্কি সমকক্ষ রজব তাইয়্যেপ এরদোগানের সাথে মস্কো এবং কিয়েভের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে তার উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ‘১৫ মে থেকে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাওয়া সরাসরি রাশিয়া-ইউক্রেনীয় আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন’।
ক্রেমলিনের মতে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তার রাশিয়ান সমকক্ষ ভøাদিমির পুতিনের মস্কো এবং কিয়েভের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার উদ্যোগকে পূর্ণ সমর্থন করেছেন এবং ইস্তাম্বুলে একটি স্থান প্রদান এবং সম্ভাব্য সকল সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। ‘এরদোগান ইস্তাম্বুলে একটি প্ল্যাটফর্ম প্রদানের প্রস্তুতির উপর জোর দিয়ে এই রাশিয়ান প্রস্তাবকে পূর্ণ সমর্থন করেছেন। টেকসই শান্তি অর্জনের লক্ষ্যে আলোচনা আয়োজন ও পরিচালনায় তুরস্কের পক্ষ থেকে সকল সম্ভাব্য সহায়তা প্রদান করা হবে,’ বিবৃতিতে বলা হয়েছে। ১১ মে ভোরে ক্রেমলিনে সাংবাদিকদের সাথে কথা বলার সময়, রাশিয়ার রাষ্ট্রপ্রধান কিয়েভ কর্তৃপক্ষকে পূর্বশর্ত ছাড়াই সরাসরি আলোচনা পুনরায় শুরু করার প্রস্তাব দেন। ১৫ মে ইস্তাম্বুলে সংলাপ শুরু করার প্রস্তাব করা হয়েছে। সূত্র : বিবিসি, তাস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

অর্থনীতিতে কালো মেঘ

ড. দেবাশীষ পাল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর সদস্য (ভৌত বিজ্ঞান) নিযুক্ত

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান ও জরিমানা

জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কার হতে হবে : রাশেদ প্রধান

পুলিশকে ছুরিকাঘাত করা ও হত্যাসহ ১২ মামলার আসামি তানভীর আটক

ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আজহারুল ইসলামের মৃত্যুতে ভিসি’র শোক প্রকাশ

৫ আগস্টের পর ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে : এ্যানি

সোনারগাঁও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের পদত্যাগ

অধ্যাদেশ বাতিলের দাবিতে ছুটির দিনেও প্রতিবাদ সমাবেশ

আদাবর ও মোহাম্মদপুরে ডাকাতি-ছিনতাইসহ কিশোর গ্যাংয়ের ২৭ জন গ্রেফতার

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ১৫

আগামীকাল ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি

ভারতীয় নীতিনির্ধারকরা আ.লীগকে পুনর্বাসনে ষড়যন্ত্র করছে : রিজভী

এক লাখ ৮ হাজার বাংলাদেশি ২০২৪ সালেই বিদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন

অন্তর্বর্তী সরকার একটি বিভাগের প্রতি পক্ষপাতদুষ্ট : সারজিস আলম

নয় বছরেও অধরা তনু হত্যাকাণ্ডে জড়িতরা

যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের দায়ে ভারতীয় শিক্ষার্থীর ৫ বছর কারাদণ্ড

খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিরাজগঞ্জ-৩ আসন : নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা

বিএনপির কাছে নিজেদের দলের লোকই নিরাপদ নয় -রংপুরে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম