ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা
১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। নোবেল কমিটি জানিয়েছে, ভেনিজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার প্রচার এবং স্বৈরশাসন থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য তার অবিরাম সংগ্রামের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পেয়েছেন তিনি।
গতকাল (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টা ও বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নোবেল কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইউটিউব লাইভে এই ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয়। তবে এবারের পুরস্কারকে ঘিরে আলোচনার কেন্দ্রে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে আসছেন যে তিনি একাই বিশ্বের আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। তিনি বারবার বলেছেন যে এ বছরের নোবেল পুরস্কারটি তারই প্রাপ্য এবং তিনি এ পুরস্কার না পেলে তা আমেরিকার জন্য ‹বড় অপমান› হবে।
নরওয়ের নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, ভেনিজুয়েলা একসময় অপেক্ষাকৃত গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ ছিল, কিন্তু বর্তমানে এটি এক নিষ্ঠুর, কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে, যা ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটে রয়েছে। সাধারণ মানুষ যখন চরম দারিদ্র্েযর মধ্যে দিন কাটাচ্ছে, তখন মুষ্টিমেয় শাসক নিজেদের সম্পদ বাড়াচ্ছে। রাষ্ট্রের সহিংস দমনযন্ত্র দেশের নাগরিকদের ওপর প্রয়োগ করা হচ্ছে। প্রায় ৮০ লাখ মানুষ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে বিরোধী দলকে পরিকল্পিতভাবে দমন করা হয়েছে: নির্বাচনী কারচুপি, আইনি হয়রানি এবং কারাবরণের মাধ্যমে।
গণতান্ত্রিক উন্নয়নের জন্য নিবেদিত সংগঠন সুমাতে-এর অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে মারিয়া করিনা মাচাদো ২০ বছরেরও বেশি সময় ধরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে কাজ করেছেন। তিনি একবার বলেছিলেন, ‘এটা ছিল বুলেটের বদলে ব্যালটের লড়াই।’ এরপর থেকে বিভিন্ন রাজনৈতিক পদ এবং সাংগঠনিক দায়িত্বে থাকাকালীন তিনি বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও জনগণের প্রতিনিধিত্বের পক্ষে সর্বদা সোচ্চার থেকেছেন। ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল জাপানি সংগঠন নিহন হিদানকিয়ো। পরমাণু অস্ত্র হামলায় বেঁচে যাওয়া মানুষদের নিয়ে গঠিত এই সংগঠন বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছে, তার স্বীকৃতি হিসেবে তাদের নোবেল দেওয়া হয়।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
৫ দফা দাবিতে ঘোড়াশাল-পলাশ সার কারখানায় মানববন্ধন
সূর্য নয়, সৌরজগতের কেন্দ্রে রয়েছে অন্য এক শক্তি!
গণহত্যাকারী হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন হয়েছে: ছাত্রশিবির
আলোচনার দায়িত্বে বিএনপি’র ২ নেতা
ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায়ে সন্তুষ্ট আবু সাঈদের পরিবার
অর্কেস্ট্রা পরিচালনায় ইতিহাস গড়লেন ইরানের প্রথম নারী ফারিউসেফি
বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবির আইন অনুষদের শিক্ষার্থীদের বিক্ষোভ
পতিত স্বৈরাচার হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে টিএসসিতে উল্লাস, মিষ্টি বিতরণ
ধামরাইয়ে বাসে আগুন
আদালত ও জাতির কাছে ক্ষমা চেয়েছেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন
হাসিনার ফাঁসির রায়, ট্রাইব্যুনালের সামনে জনতার উল্লাস
সুদানের গৃহযুদ্ধে আরএসএফের বিরুদ্ধে নারীদের ওপর ধর্ষণের অভিযোগ
শিল্পীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধের আহ্বান ডিপজলের
জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড ঘটেছে: হান্নান মাসউদ
উইগ্রো’র নারিশ ৫৫: মাঠে নেমেই কৃষকের আশাবাদের গল্পে শামিল হচ্ছে যেই ভুট্টা বীজ
ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ভূমিধসে নিহত ১৮, নিখোঁজের সংখ্যা বাড়ছে
ভাঙ্গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম
জুলাই গণহত্যার দায়ে রাজসাক্ষী মামুনের ৫ বছরের কারাদণ্ড
জুলাই গণহত্যার দায়ে ফ্যাসিস্ট কামালের ফাঁসির রায়
মামলার রায়ে দেশবাসীর ইচ্ছার প্রতিফলন ঘটবে : শামসুজ্জামান দুদু