সম্ভবত নতুন পারমাণবিক পরীক্ষা চালাবেন কিম

Daily Inqilab ইনকিলাব

০৯ মার্চ ২০২৩, ০৮:১২ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ১০:৫৪ পিএম

ইনকিলাব ডেস্ক : আবারও পারমাণবিক পরীক্ষার দিকে এগোচ্ছে উত্তর কোরিয়া। কারণ পূর্ব এশিয়ার এই দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন মনে করেন, পারমাণবিক অস্ত্রাগার প্রতিষ্ঠা করা গেলে কেবল সেটিই নিজের শাসন টিকিয়ে রাখার নিশ্চয়তা দিতে পারে। যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ওই গোয়েন্দা প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ‘সম্ভবত’ আবার একটি পারমাণবিক ডিভাইস পরীক্ষা করবেন। কারণ পারমাণবিক অস্ত্রাগার প্রতিষ্ঠাই নিজের শাসনের ‘চ‚ড়ান্ত গ্যারান্টার’ বা নিশ্চয়তা প্রদান করতে পারে বলে মনে করেন কিম। ‘২০২৩ অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট’ বা ২০২৩ সালের বার্ষিক হুমকি মূল্যায়ন বিষয়ক মার্কিন ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে- ‘পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে স্বাভাবিকীকরণে কিম পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা চালিয়ে যাবেন এমন সম্ভাবনা রয়েছে।’ উত্তর কোরিয়া ২০০৬ সাল থেকে ছয়টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। এসব পরীক্ষার প্রতিটিতেই আগেরটির তুলনায় বিস্ফোরণের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। পূর্ব এশিয়ার এই দেশটির শেষ পারমাণবিক পরীক্ষা ছিল ২০১৭ সালে। জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের অফিসের ওই রিপোর্টে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়া সম্ভবত তার সামরিক আধুনিকীকরণ লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে একটি পারমাণবিক ডিভাইস পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে।’ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘কিম প্রায় নিশ্চিতভাবেই পারমাণবিক অস্ত্র ও আইসিবিএমকে তার স্বৈরাচারী শাসনের চ‚ড়ান্ত গ্যারান্টার হিসাবে দেখেন এবং এসব প্রোগ্রাম পরিত্যাগ করার কোনও ইচ্ছা তার নেই। কারণ কিম বিশ্বাস করেন যে, সময়ের সাথে সাথে পারমাণবিক শক্তি হিসাবে তিনি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করবেন।’ এএফপি।

 

 


বিভাগ : আন্তর্জাতিক


আরও পড়ুন