ইরাকে মার্কিন আগ্রাসনের ২০ বছর আজ
২০ মার্চ ২০২৩, ১২:৫০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৩ পিএম

সময়টা ছিল ২০ মার্চ, ২০০৩। ইরাকে স্থল হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র। তারপর টানা ৮ বছর ধরে চললো সেই যুদ্ধ। নিহত হয়েছিলেন ২ লাখের বেশি বেসামরিক ইরাকি নাগরিক। সেই যুদ্ধ শুরুর ২০ বছর পর এসে অধিকাংশ মার্কিনি মনে করছেন ইরাক যুদ্ধ ভুল ছিল। অনলাইন সংবাদমাধ্যম এক্সিওস ও জরিপ সংস্থা ইপসসের জরিপে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
তবে এখনো ইরাক যুদ্ধের বিষয়ে ইতিবাচক ধারণা পোষণ করেন। এক্সিওস ও ইপসসের জরিপ থেকে দেখা গেছে, ২৬ শতাংশ ডেমোক্র্যাট ও ৫৮ শতাংশ রিপাবলিকান এখনো ইরাক আগ্রাসনের সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন।
রুশ সংবাদমাধ্যম আরটির খবর, ২০০৩ সালের মার্চে যখন যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালায় তখন তার পক্ষে মত দিয়েছিল দুই-তৃতীয়াংশ মার্কিনি। কিন্তু যুদ্ধের ২০ বছর পর এসে এখন ৬১ শতাংশ আমেরিকানই মনে করেন ইরাকে আগ্রাসন চালানো যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত ছিল।
গত সপ্তাহে আঠারো বছরের বেশি বয়সী ১ হাজার ১৮ জন আমেরিকানের ওপর এ জরিপ চালায় এক্সিওস ও ইপসস। এতে আরও দেখা যায়, জরিপে অংশগ্রহণকারীদের ৬৭ শতাংশই মনে করেন, এ যুদ্ধ যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই নিরাপদ করেনি।
জরিপে উঠে আসা তথ্যানুসারে, যুক্তরাষ্ট্র বৈশ্বিক নেতৃত্বে থাকুক এমনটা চান প্রায় তিন-চতুর্থাংশ আমেরিকান। ৭৯ শতাংশ রিপাবলিকান এবং ৭৫ শতাংশ ডেমোক্র্যাটের চাওয়া এটি। গত দুই দশকে জাতীয় প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তার ওপর ওয়াশিংটনের সার্বিক মনযোগ যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করেছে বলে মনে করছেন ৫৪ শতাংশ আমেরিকান।
ইরাকের তৎকালীণ প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে ‘গণবিধ্বংসী অস্ত্র (উইপনস অব মাস ডেস্ট্রাকশন)’ রয়েছে এমন অভিযোগ তুলে দেশটিতে আগ্রাসন চালিয়েছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো।
ইরাক বডি কাউন্ট প্রজেক্ট নামের একটি সংস্থার হিসাব মতে, ওই আগ্রাসন ও তার পরবর্তী মার্কিন দখলদারত্বে ইরাকে ২ লাখ ১০ হাজার বেসামরিক নাগরিক নিহত হন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

ক্রিস্তেফ গালতিয়েরকে বরখাস্ত করল পিএসজি

স্বাস্থ্যসেবায় ওয়ান হেলথকে এগিয়ে নেয়ার আহবান

ঈদের ছুটির আগে শ্রমিকদের বোনাস এবং জুন মাসের ১৫ দিনের বেতন দিতে হবে : শ্রম প্রতিমন্ত্রী

ভাড়া নিয়ে দ্বন্দ্বে ঢাকা কলেজ শিক্ষার্থী লাঞ্চিত

বিএনপির সঙ্গে আলোচনায় রাজি

মূল্যস্ফীতির লাগাম টানার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘অখ- ভারত মানচিত্র’ আমরা অন্ধকারে?

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

বিএনপির ভাবনায় শুধুই সরকারের বিদায়

কলকারখানা-এনবিআর-দুদক টার্গেট ড.মুহাম্মদ ইউনূস

৮ জুন দেশব্যাপী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেবে বিএনপি

ফের তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে চোখ

বিদ্যুৎ-জ¦ালানি অব্যবস্থাপনা নিয়ে সংসদে ক্ষোভ

দাউদকান্দিতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু

চিকিৎসকরাও বলছেন দাঁড়িয়ে প্রস্রাব করা উচিত নয়

বাঁধ ধসে তলিয়ে গেল ইউক্রেনের শহর

কাপাসিয়ায় বিএনপির স্মরণ সভা শেষে ফেরার পথে যুবলীগের হামলায় ৪ বিএনপি নেতা আহত

যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে ভেনিজুয়েলাকে কাছে টানছে সউদী

বিপদ-আপদ-মুসিবতে অনুযোগ নয় প্রত্যাবর্তন ও অনুতাপই শেষ কথা-২