আরও সাত মামলায় জামিন পেলেন ইমরান খান
২৭ মার্চ ২০২৩, ০৭:০৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:১৮ পিএম
ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) সোমবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে সাতটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে এবং কর্তৃপক্ষকে তাকে গ্রেপ্তার করা থেকে বিরত থাকতে বলেছে।
সাবেক প্রধানমন্ত্রী তার আগের ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সে উপস্থিতির সময় পিটিআই কর্মীদের এবং পুলিশ কর্মীদের মধ্যে সংঘর্ষের মামলায় সুরক্ষামূলক জামিন চেয়ে উচ্চ আদালতের কাছে গিয়েছিলেন। পিটিআই সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী, শাহ মেহমুদ কুরেশি, আসাদ উমর, সাবতাইন খানসহ এবং দলের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।
নিরাপত্তাজনিত কারণে সাতটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী। ইমরানের সঙ্গে ছিলেন তার দুই সিনিয়র আইনজীবী নাঈম পাঞ্জোথা ও সালমান সফদার। শুনানির সময়, আইএইচসি প্রধান বিচারপতি আমের ফারুক প্রশ্ন করেছিলেন, কেন আবেদনকারী ট্রায়াল কোর্টগুলোকে বাইপাস করার চেষ্টা করছেন, যেখানে তার আইনজীবী অ্যাডভোকেট সফদার বলেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়েছেন।
বিচারপতি ফারুক বলেছেন যে, আদালতের বাইরে হাজার হাজার লোক জড়ো হলে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি হতে পারে, তবে ইমরানের আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে, সবাই স্বেচ্ছায় আদালতে এসেছিল এবং পিটিআই দ্বারা তাদের তলব করা হয়নি। আইনজীবী যোগ করেন যে, ১৮ মার্চ তারা জুডিশিয়াল কমপ্লেক্সে ছিলেন কিন্তু প্রবেশ করতে দেয়া হয়নি। তিনি যোগ করেছেন যে, ইমরানের আইনজীবী ট্রায়াল কোর্টের বাইরের ঘটনা নিয়ে আদালতকে সহায়তা করবেন।
অ্যাডভোকেট জেনারেল (এজি) ইসলামাবাদ জাহাঙ্গীর জাদুন বলেছেন যে, পিটিআইকে অবশ্যই নিরাপত্তা কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, গত ১৮ মার্চ সাবেক ক্ষমতাসীন দল চার থেকে পাঁচ হাজার মানুষকে নিয়ে এসে বিচারিক কমপ্লেক্সের দরজা ভেঙে দেয়। এজি জাদুন আরও বলেন যে, তাদের অনুগামীদের নিয়ন্ত্রণ করা পিটিআই-এর দায়িত্ব ছিল, যেখানে আইএইচসি প্রধান বিচারপতি প্রশ্ন করেছিলেন যে, কর্তৃপক্ষ যখন তাদের নিরাপত্তা প্রদান করছে না তখন দলটি কী করবে।
‘ইমরান খানের প্রকৃত নিরাপত্তা উদ্বেগ রয়েছে,’ প্রধান বিচারপতি বলেন, সাবেক প্রধানমন্ত্রী অতীতে হামলার শিকার হয়েছেন। ইমরানের আইনজীবী জানান, তার বিরুদ্ধে সব মামলায় পুলিশ বাদী। তিনি অব্যাহত রেখেছিলেন যে, যথাযথ নিরাপত্তা প্রদান করা হলে বিচারিক কমপ্লেক্সে যেতে তার ‘কোন আপত্তি’ নেই। আইনজীবী আরও বলেন, ইমরানের চারপাশ থেকে নিরাপত্তা কর্মীদের সরিয়ে দেয়া হয়েছে।
বিচারপতি ফারুক এজিকে বলেছিলেন যে, তিনি ‘প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা সরিয়ে দিয়ে ভুল করেছেন’। প্রধান বিচারপতি বলেছেন যে, তিনি এ বিষয়ে একটি আদেশ দেবেন এবং সাতটি মামলায় ইমরানকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। কেন একজন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রত্যাহার করা হলো, তারও জবাব চেয়েছেন তিনি। আদালত বর্তমান সরকারকে নোটিশও দিয়েছে। সূত্র: ট্রিবিউন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ঈশ্বরদীতে সাপের কামড়ে ১ ব্যাক্তির মৃত্যু
৭ দিনের রিমান্ডে মশিউর রহমান
সিলেট মহানগর শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়নের দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
দক্ষিণাঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রী বেশী মধ্য শরতের দুঃসহ গরমে জনজীবন বিপর্যস্ত
নামাজের আগে বায়তুল মোকাররমে নাটকীয়তা
জয়সয়ালকে ফেরালেন নাহিদ
সরকারের শিক্ষা-গণমাধ্যমসহ আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা আছে : নাহিদ
তাসকিনের শিকার রোহিত
কারাগার থেকে পালিয়ে যাওয়া ফাঁসির আসামি গ্রেপ্তার হলো ধামরাইয়ে
দুই বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে চাটমোহরে ছাত্র-জনতার মানববন্ধন
বায়তুল মোকাররমের অপ্রীতিকর ঘটনা নিয়ে যা বললেন খতিব রুহুল আমীন
গোদাগাড়ী সরকারি ডিগ্রী কলেজের শিক্ষক, সাবেক এমপি লুৎফুন নেসা হোসেন মারা গেছেন।
দেড়শর আগেই শেষ বাংলাদেশের ইনিংস
ঝিনাইদহে ৮ মামলায় পুলিশের ৪৩ কর্মকর্তা আসামী
পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ
গণপিটুনিকে নরমালাইজ করা নিয়ে অভিনেত্রী মেহজাবীনের পোস্ট
গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা
হবিগঞ্জে ৫ সাংবাদিক নাশকতার মামলায় আসামি
ঢাবিতে বর্বরোচিত গণপিটুনিতে নিহত তোফাজ্জলের জানাজা শেষে পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন
তারাকান্দায় প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে নিহত-২