ঢাকা   মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে নাশকতার চেষ্টা

Daily Inqilab অনলাইন ডেস্ক

৩০ মার্চ ২০২৩, ০৯:২০ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২৮ পিএম

ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নাশকতার চেষ্টা চালিয়েছে এক বাংলাদেশি পাসপোর্ট প্রত্যাশি। স্থানীয় পুলিশের সহায়তায় তাকে আটক করা হলেও পরবর্তীতে শর্ত সাপেক্ষে তাকে ছেড়ে দেয়া হয়। হামলাকারী ব্যক্তির নাম প্রকাশ করেনি রোম দূতাবাস কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার (২৮ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। রোম দূতাবাস কর্তৃপক্ষ সেই হামলার কিছু ভিডিও নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছে।
প্রকাশিত ফুটেজে দেখা যায় একজন ব্যক্তি দূতাবাসের নিরাপত্তায় ব্যবহৃত মেটাল পোল দিয়ে দূতাবাসের মেইন গেটের সুইচবোর্ডে বারবার আঘাত করছেন। পরবর্তীতে ওই ব্যক্তি দূতাবাসের মেইন গেইট সংলগ্ন নির্দেশিকা বোর্ড এবং দূতাবাসের ৫নং গেট সংলগ্ন নোটিশ বোর্ডটিও ভেঙ্গে ফেলেন। এসময় দূতাবাসের দুইজন কর্মককর্তা ৫নং গেটের সামনে গেলে ওই ব্যক্তি মেটাল পোল দিয়ে তাদের আঘাতের চেষ্টা করে।
পরবর্তীতে দূতাবাসে সংলগ্ন এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টির জন্য উক্ত ব্যক্তি দূতাবাসের মেইন গেইটের পাশে থাকা বর্জ্য ফেলার তিনটি প্লাস্টিক কন্টেইনারে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই কন্টেইনারগুলো দাউ দাউ করে জ্বলে উঠে।
ঘটনার আকস্মিকতায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানায় এবং দূতাবাসের বাইরে গিয়ে তাকে থামানোর চেষ্টা করে। এসময় ওই ব্যক্তি মেটাল পোল দিয়ে তাদেরকে আঘাতের জন্য এগিয়ে আসেন। এরমধ্যে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায় তাকে নিরস্ত্র করা সম্ভব হয়।
এরমধ্যে স্থানীয় পুলিশও ঘটনাস্থলে এসে হাজির হয়ে ঐ ব্যক্তিকে আটক করে। পরে দূতাবাসের পক্ষ থেকে তার বিরুদ্ধে স্থানীয় পুলিশ স্টেশনে নাশকতার অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দূতাবাসের অভিযোগের যথাযথ তদন্ত নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে ইতালিয় আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক তাকে পুলিশি তদন্তে সহায়তা এবং পুলিশ স্টেশন বা আদালতে ডাকা মাত্র উপস্থিত হওয়ার শর্তে পুলিশ স্টেশন হতে ছেড়ে দেয়া হয়।
এর আগে উক্ত ব্যক্তি একই দিন সকালে তার পাসপোর্টের আবেদনের বিষয়ে দূতাবাসের কাউন্টারে আসলে সংশ্লিষ্ট স্টাফ তার কাগজপত্রাদি পরীক্ষা-নিরীক্ষান্তে নিশ্চিত হন যে, বিদ্যমান বিধি মোতাবেক পুরনো পাসপোর্টের কপি ব্যতিরেকে তার পাসপোর্টের আবেদন বিবেচনার সুযোগ নেই। বিষয়টি তাকে একাধিকবার বুঝিয়ে বলার পরেও তিনি তর্ক করতে থাকেন এবং গালিগালাজ শুরু করেন।
কাউন্টারের সামনে উপস্থিত কয়েকজন সেবাগ্রহীতা তাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করলেও তিনি কর্ণপাত করেননি। প্রবাসি ভাইবোনদের স্বাভাবিক সেবা প্রদান কার্যক্রম নির্বিঘ্ন রাখার জন্য দূতাবাসের নিরাপত্তাকর্মীরা ঐ ব্যক্তিকে দূতাবাসের গেইটের বাইরে নিয়ে যায়। এতে আরো উত্তেজিত হয়ে পরবর্তী সময়ে প্রবল আক্রোশে তিনি দূতাবাসের তথা সরকারি সম্পদের ক্ষতিসাধন ও নাশকতায় ঝাঁপিয়ে পড়েন।
এ ঘটনার পর দূতাবাস এ বিষয়ে একটি বিবৃতিতে জানিয়েছে, দূতাবাসে ঐ সময় একশো’র বেশি সেবাগ্রহীতা ছিলেন। দূতাবাসের কোন কর্মকর্তা-কর্মচারি বা সিকিউরিটি গার্ড কোনভাবেই উক্ত ব্যক্তিকে শারীরিকভাবে আঘাত করেনি। এমনকি কাউন্টারে তার সঙ্গে ন্যূনতম খারাপ ব্যবহারও করা হয়নি মর্মে দূতাবাসের অভ্যন্তরীণ তদন্তে নিশ্চিত হওয়া গিয়েছে।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

হাঁস খেতে এসে ধরা পড়ে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত ১৪ফুট দীর্ঘ অজগর

হাঁস খেতে এসে ধরা পড়ে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত ১৪ফুট দীর্ঘ অজগর

বিএনপি নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল

বিএনপি নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল

কাতারের সঙ্গে বাংলাদেশের ৫ চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই

কাতারের সঙ্গে বাংলাদেশের ৫ চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই

দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ, মৃত্যুর সংখ্যা বাড়ছে

দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ, মৃত্যুর সংখ্যা বাড়ছে

দেশের স্বাধীনতা—সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার: রিজভী

দেশের স্বাধীনতা—সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার: রিজভী

চুয়াডাঙ্গায় অতি তাপপ্রবাহে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

চুয়াডাঙ্গায় অতি তাপপ্রবাহে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

চীনা গুপ্তচর সন্দেহে জার্মানিতে তিনজন গ্রেপ্তার

চীনা গুপ্তচর সন্দেহে জার্মানিতে তিনজন গ্রেপ্তার

পর্নস্টারকে অর্থ দিয়ে ‘নির্বাচনী জালিয়াতি’ করেছেন ট্রাম্প!

পর্নস্টারকে অর্থ দিয়ে ‘নির্বাচনী জালিয়াতি’ করেছেন ট্রাম্প!

কেউ হিট স্ট্রোক করলে কী করবেন?

কেউ হিট স্ট্রোক করলে কী করবেন?

কুষ্টিয়ায় খোলা মাঠে বৃষ্টির জন্য নামাজ আদায়

কুষ্টিয়ায় খোলা মাঠে বৃষ্টির জন্য নামাজ আদায়

এয়ার কন্ডিশনার আবিষ্কার যেভাবে পরিবেশের উপর প্রভাব ফেলছে

এয়ার কন্ডিশনার আবিষ্কার যেভাবে পরিবেশের উপর প্রভাব ফেলছে

গরম কমাতে ৫টি ‘প্রচলিত ধারণা’ কতটা কার্যকর

গরম কমাতে ৫টি ‘প্রচলিত ধারণা’ কতটা কার্যকর

হিটস্ট্রোক থেকে বাঁচতে স্বাস্থ্য বিভাগ থেকে ফসলী মাঠে কৃষকদের পরামর্শ

হিটস্ট্রোক থেকে বাঁচতে স্বাস্থ্য বিভাগ থেকে ফসলী মাঠে কৃষকদের পরামর্শ

একজন প্রার্থী কারাগারে থাকলেও রয়েছে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা

একজন প্রার্থী কারাগারে থাকলেও রয়েছে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা

চাঁদপুরে বাজারে আগুনে পুড়ল ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান

চাঁদপুরে বাজারে আগুনে পুড়ল ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান

ঝড়ের আঘাতে দক্ষিণ চীনে ১১ জন নিখোঁজ

ঝড়ের আঘাতে দক্ষিণ চীনে ১১ জন নিখোঁজ

ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ সংস্থার ওপর আনিত অভিযোগের প্রমাণ দেখাতে ব্যর্থ ইসরায়েল

ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ সংস্থার ওপর আনিত অভিযোগের প্রমাণ দেখাতে ব্যর্থ ইসরায়েল

প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির

প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির

বাগেরহাটে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

বাগেরহাটে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

শায়খ আহমাদুল্লাহর ইমামতিতে বৃষ্টির জন্য নামাজ

শায়খ আহমাদুল্লাহর ইমামতিতে বৃষ্টির জন্য নামাজ