পশ্চিমবঙ্গে বিজেপির ভোট ক্রমাগত কমছে কেন?

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৪ জুলাই ২০২৩, ১১:১৫ এএম | আপডেট: ১৪ জুলাই ২০২৩, ১১:১৫ এএম

পশ্চিমবঙ্গে চলতি সপ্তাহে যে পঞ্চায়েত ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে সেখানে শতাংশের হিসেবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রাপ্ত ভোট আবারো কমে গেছে বলে বিশ্লেষকরা হিসাব দিচ্ছেন।

বিধানসভা নির্বাচনের পর থেকে একাধিক ভোটেই বিজেপির ভোট শতাংশ ক্রমাগত কমছে বলেও ফলাফলের বিশ্লেষণে বেরিয়ে আসছে।

যেসব নির্বাচনের ফলাফল বিশ্লেষণে আসছে, তার মধ্যে যেমন আছে একাধিক বিধানসভা নির্বাচন, তেমনই আছে পৌর নির্বাচনও।

বিজেপি অবশ্য উল্টাদিক থেকে বিশ্লেষণ করে দেখাচ্ছে যে আগের পঞ্চায়েত নির্বাচনের তুলনায় ২০২৩-এর পঞ্চায়েত ভোটে প্রায় দ্বিগুণ আসন তারা পেয়েছে। তারা এটাও বলছে, গত সপ্তাহের নির্বাচনে আর এই সপ্তাহের ভোট গণনার সময়ে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস যে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে, ভোট লুঠ হয়েছে, তার মধ্যেও গ্রাম পঞ্চায়েত স্তরে প্রায় ১০ হাজার আসনে জয়ী হয়েছেন দলের প্রার্থীরা।

বিজেপির ভোট শতাংশ লাগাতার কমছে
গত বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। প্রায় দু’বছর পরে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে শতাংশের নিরিখে তাদের ভোট কমেছে ১৫ শতাংশেরও বেশি।

যদিও ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের তুলনায় এবারে অনেক বেশি আসন পেয়েছে বিজেপি।

গ্রাম পঞ্চায়েতে প্রায় ৩৫ হাজার আসনে জিতেছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস আর বিজেপি জয়ী হয়েছে প্রায় দশ হাজার আসনে।

পঞ্চায়েত সমিতির নয় হাজার ৭৩০টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ছয় ৪৩০টি আর বিজেপি পেয়েছে ৯৮২টি আসন। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর, জেলা পরিষদের ৯২৮টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৬৭৪টি, বিজেপি পেয়েছে মাত্র ২১টি আসন।

আসন সংখ্যার নিরিখে বিজেপির ফলাফল উন্নত হলেও কেন শতাংশের হিসেবে তাদের ভোট কমছে?

নির্বাচন বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তী বলেন, ‘বিজেপির ভোট শেয়ার যে এবারের পঞ্চায়েত নির্বাচনেই শুধু কমেছে তা নয়। বিধানসভা নির্বাচনের পর থেকে যতগুলো উপনির্বাচন বা পৌর নির্বাচন হয়েছে সব ক্ষেত্রেই দেখা গেছে যে তাদের ভোটের শতাংশ কমছে।

বিজেপিতে যোগ্য নেতৃত্বের অভাব?
অধ্যাপক চক্রবর্তী বলেন, ‘এর পিছনে তিনটি কারণ আছে।’ প্রথমত তাদের যোগ্য নেতৃত্বের অভাব। যে কারণে তারা তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সাংগঠনিক ব্যবস্থার সাথে এঁটে উঠতে পারছে না। দ্বিতীয়ত পশ্চিমবঙ্গে যেভাবে সাধারণ মানুষকে সরাসরি সুবিধা দেয়ার নানা প্রকল্প করেন মুখ্যমন্ত্রী। সেগুলো বিজেপির নির্বাচিত বিধায়ক বা সংসদ সদস্যদের এলাকায় সঠিকভাবে রূপায়ন করতে দেয়া হচ্ছে না।

অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলেন, ‘এমনকি বিজেপির বিধায়ক সংসদ সদস্যরা তাদের এলাকা উন্নয়ন তহবিলের অর্থ দিয়েও কাজ করাতে পারছেন না স্থানীয় প্রশাসনের অসহযোগিতার ফলে।’

তার ব্যাখ্যা, উন্নয়ন প্রকল্প বা সুবিধা দেয়ার প্রকল্পগুলো রূপায়ন না করতে পারার ফলে মানুষের সামনে বিজেপির নির্বাচিত বিধায়ক বা সংসদ সদস্যদের ব্যর্থতার ছবি ফুটে উঠছে।

রাজনৈতিক বিশ্লেষক অমল সরকার আবার মনে করেন যে বর্তমানের রাজ্য বিজেপি নেতৃত্ব রাজনীতি করতে চাইছেন আদালত আর আধা সামরিক বাহিনীর ওপরে ভরসা করে।

তার কথায়, ‘শুধুই মামলা করা হচ্ছে আর আধা সামরিক বাহিনী নামানোর দাবি তুলে চলেছেন বিজেপি নেতারা। যেন আদালতের নির্দেশ আর আধা সামরিক বাহিনীই তাদের হয়ে রাজনীতিটা করে দেবে। যোগ্য নেতৃত্বের অভাবের ফলেই এভাবেই চলছে রাজ্য বিজেপি।’

‘ভোট করানোর’ শক্তি নেই বিজেপির
পশ্চিমবঙ্গে বামফ্রন্টের আমল থেকেই ‘ভোট করানো’ হয়ে থাকে। সিপিআইএম তাদের শক্তিশালী সংগঠন দিয়ে এমন একটা ব্যবস্থাপনা গড়ে তুলেছিল, যার মাধ্যমে শুধু ভোটের সময় নয়, বছরভর এলাকার প্রতিটা বাড়ির খোঁজখবর রাখত তারা আর ভোটের দিন ভোটারদের নিয়ে এসে ভোট দেয়াতো।

সেই পুরো ব্যবস্থাপনাটাই তৃণমূল কংগ্রেস শিখে নিয়েছে ২০১১ সালে ক্ষমতায় আসার পরে।

আবার ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআইএম) আমলে যারা ‘ভোট করানোর ব্যবস্থা করত। তাদের একটা বড় অংশই তৃণমূল কংগ্রেসে চলে এসেছে। ফলে ভোট ব্যবস্থাপনায় তৃণমূল কংগ্রেস অন্য যে কোনো দলের থেকে কয়েক যোজন দূরে আছে। এটা তারা পারে নিজেদের সাংগঠনিক ক্ষমতার জোরে।

সেই ক্ষমতা বিজেপির গড়ে ওঠেনি যার ফলে ভোট ব্যবস্থাপনায় তারা পেরে ওঠে না বলেই বিশ্লেষকরা মনে করেন।

বিশ্বনাথ চক্রবর্তী আরো বলেন, ‘এর বাইরে তৃতীয় একটা কারণেও বিজেপির ভোট কমছে। সেটা হলো পশ্চিমবঙ্গের বাম-উদারপন্থীদের একটা বড় অংশ বিজেপির দিকে ঘুরে গিয়েছিল। কিন্তু যখনই ২০২১-এর বিধানসভা ভোটে বিজেপি পর্যুদস্ত হলো তারপর থেকেই সেই ভোটারদের একটা অংশ আবারো বামফ্রন্ট-কংগ্রেস জোটের দিকে ফিরতে শুরু করেছে।’

পঞ্চায়েত নির্বাচনে যেখানে শতাংশের হিসাবে বিজেপির প্রায় ১৫ শতাংশ ভোট কমেছে। সেখানে বামফ্রন্ট-কংগ্রেস আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জোটের ভোট বেড়েছে প্রায় ১১ শতাংশ।

‘অনেক গুণ আসন বেড়েছে’ : বিজেপি
বিজেপি বলছে ভোটের শতাংশ কমেছে বলে যখন বিশ্লেষণ করা হচ্ছে, অন্যদিকে এটাও তথ্য যে তাদের আসন সংখ্যা অনেকটাই বেড়েছে বিগত পঞ্চায়েত নির্বাচনের তুলনায়। আর সেটাও হয়েছে এমন একটা নির্বাচনে। যেটাকে সুষ্ঠু ভোট হয়েছে এমন কথা তৃণমূল কংগ্রেসের অতি বড় সমর্থকও বলবে না।

‘এটা কি ভোট হয়েছে? অবাধে সন্ত্রাস চলেছে, ভোট লুঠ হয়েছে এবারে। কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও আমাদের হাজার দশেক প্রার্থী তো জিতেছেন! এটা তো একদিক থেকে দেখতে গেলে আমাদের সাফল্য,’ বলেন বিজেপি নেতা অধ্যাপক বিমল শঙ্কর নন্দ।

‘আবার রাজনৈতিক বাস্তবতাও দেখতে হবে আপনাকে। গত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে যে দলের হাজার হাজার মানুষ ঘর ছেড়ে পালিয়ে গেছে। তাদের ঘর জ্বালিয়ে দেয়া হয়েছে, বহু খুন হয়েছে, অনেক নারীর ওপরে অত্যাচার চালানো হয়েছে। তখন থেকেই একটা বার্তা দেয়া হয়েছে যে বিজেপি করলে তোমার এই দশা হতে পারে। মানুষের মনে ভয় ঢুকিয়ে দেয়া হয়েছে,’ বলেন নন্দ।

তার কথায়, ওই আতঙ্কের কারণেই অনেকে বিজেপির দিক থেকে সরে গেছেন।

লোকসভা ভোটে কী প্রভাব পড়বে?
পঞ্চায়েত ভোটের সময় থেকে এক বছরও বাকি নেই লোকসভা নির্বাচনের। ওই নির্বাচন হওয়ার কথা ২০২৪ সালের মে মাস নাগাদ।

পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিত আর লোকসভা ভোটের পরিপ্রেক্ষিত একেবারেই আলাদা। তবুও পশ্চিমবঙ্গে সবসময়েই লোকসভা ভোটের আগের বছর গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়ে এসেছে। আর পঞ্চায়েত ভোটের ফলাফল পরের বছরের লোকসভা নির্বাচনের ফলাফলের একটা ইঙ্গিত হিসেবে কাজ করে থাকে।

নরেন্দ্র মোদি ২০১৯ সালে যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য ভোটে লড়লেন তার ঠিক এক বছর আগে পঞ্চায়েত ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে।

সেই পঞ্চায়েত ভোটের ফলেই দেখা গিয়েছিল যে প্রধান প্রতিপক্ষ হিসেবে বামফ্রন্টের জায়গাটা বিজেপি দখল করে নিয়েছে। এক বছর পরের লোকসভা নির্বাচনের ফলেও দেখা গিয়েছিল যে বামফ্রন্ট ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আর বিজেপি দখল করে নিয়েছে ১৮টি আসন।

চলতি বছরের পঞ্চায়েত ভোটের ফলও কি তাহলে আগামী বছরের ভোটের ফলাফলের একটা ইঙ্গিত দিতে পারে?

রাজনৈতিক বিশ্লেষক অমল সরকারের কথায়, ‘লোকসভা ভোটের ইস্যু আর পঞ্চায়েতের ইস্যু সম্পূর্ণই আলাদা হবে। লোকসভা নির্বাচনে আমার স্থির ধারণা রামমন্দির উদ্বোধন করে দিয়ে হিন্দুত্বের ইস্যু বিজেপি আবারো তুলে আনবে। আর সাথে থাকবে অভিন্ন দেওয়ানি বিধি চালু করে হিন্দু ভোট একজোট করার প্রচেষ্টা।

‘অন্যদিকে লোকসভা নির্বাচনে আধা সামরিক বাহিনী থাকবে। জাতীয় নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে ভোট হবে। তবুও বলব, যতই আধা সামরিক বাহিনী আসুক গ্রামস্তরে ভোট করার জন্য যে শক্তিশালী সংগঠন দরকার হয় সেটা তৃণমূল কংগ্রেসেরই আছে। আর পঞ্চায়েত যাদের দখলে থাকে ভোটারদের ছায়াও তাদেরই দখলে থাকে পশ্চিমবঙ্গে। তাই যতই হিন্দুত্বের ইস্যু তুলুক বিজেপি গ্রামস্তরে অ্যাডভান্টেজ পাবে তৃণমূল কংগ্রেসই,’ বলেন সরকার।

আবার বিজেপি নেতা অধ্যাপক বিমল শঙ্কর নন্দ বলেন, ‘গত পঞ্চায়েত নির্বাচন, যেটা ২০১৮ সালে হয়েছিল সেখানে যে ব্যাপক সন্ত্রাস হয়েছিল, তার প্রভাব যেমন পড়েছিল ২০১৯ সালের লোকসভা ভোটে এই নির্বাচনের প্রভাবও পড়বে পরের বছরের লোকসভা ভোটে। আর সেই প্রভাব হবে তৃণমূল কংগ্রেসের পক্ষে নেতিবাচক।‘

তিনি মনে করেন যে পঞ্চায়েত ভোটে রাজ্য সরকারের নানা প্রকল্প, বিভিন্ন সুবিধার কথা বলে ভোট পাওয়া যায়, যদিও তার দল এই নির্বাচনকে প্রহসন বলে মনে করেন। কিন্তু লোকসভা নির্বাচনে রাজ্য সরকারের সেই সব প্রকল্প দেখিয়ে আর সুবিধা দিয়ে ভোটারদের আকৃষ্ট করতে পারবে না তৃণমূল কংগ্রেস। সূত্র : বিবিসি


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
থিনেস্ট স্বাস্থ্যের
বলিভিয়ায় নিহত ১৩
মণিপুরে জাতিগত সহিংসতা বাড়াচ্ছে মিয়ানমার থেকে আসা যোদ্ধারা
আরও

আরও পড়ুন

বিলুপ্তির পথে মাটির ঘর

বিলুপ্তির পথে মাটির ঘর

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বিহারিরা কেমন আছে

বিহারিরা কেমন আছে

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সবুজ গালিচায় হলুদের সমারোহ

সবুজ গালিচায় হলুদের সমারোহ

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

কিউবায় সমাবেশ

কিউবায় সমাবেশ

ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত

ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত

থিনেস্ট স্বাস্থ্যের

থিনেস্ট স্বাস্থ্যের