গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৭, ইয়েমেনে হামলা অব্যাহত
২৬ মার্চ ২০২৫, ০৮:৪৪ এএম | আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০৮:৪৭ এএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভয়াবহতা দিন দিন বাড়ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একের পর এক নিরীহ মানুষ নিহত হচ্ছে। সর্বশেষ হামলায় নারী ও শিশুসহ ৩৭ জন নিহত হয়েছেন। একই সময় সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে আরও ছয়জন। এদিকে, ইয়েমেনেও মার্কিন বাহিনীর হামলা থামছে না। লোহিত সাগরে উত্তেজনার জেরে হুথি বিদ্রোহীদের ওপর ধারাবাহিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (২৫ মার্চ) গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এই নিহতের ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস আরও জানায়, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজারো ফিলিস্তিনিকে মৃত ধরে নিলে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় এক শিশু নিহত ও আরও কয়েকজন আহত হয়েছে। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, যুদ্ধবিরতির পর সংঘর্ষ পুনরায় শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে ২৭০ জনের বেশি শিশু নিহত হয়েছে। সংস্থাটির গাজার পরিচালক র্যাচেল কামিংস বলেন, “বোমা পড়ছে, হাসপাতাল ধ্বংস হচ্ছে, শিশুদের হত্যা করা হচ্ছে, অথচ বিশ্ব নীরব। কোনো সহায়তা নেই, নিরাপত্তা নেই, ভবিষ্যৎ নেই।”
অন্যদিকে, সিরিয়ার দেরা শহরে ইসরায়েলের বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন। এই হামলার নিন্দা জানিয়েছে কাতার ও সউদী আরব। এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে মার্কিন বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। হুথিরা লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হামলার হুমকি দেওয়ার পর যুক্তরাষ্ট্র ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে একাধিক বিমান হামলা চালিয়েছে। হুথি-সমর্থিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন বাহিনী সাহার জেলায় দুটি অভিযান চালিয়েছে।
আল জাজিরা জানিয়েছে, ১৫ মার্চ থেকে প্রতিদিনই ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৩ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উত্তেজনা আরও বাড়লে যুদ্ধ আরও বিস্তৃত হতে পারে, যা গোটা মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে সহিংসতা থামার কোনো লক্ষণ নেই। মানবাধিকার সংগঠনগুলো বলছে, দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন, নাহলে এই সংঘাতের বলি হবে আরও হাজারো নিরীহ মানুষ, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। তথ্যসূত্র : আল-জাজিরা
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ঝিনাইদহে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ

কাপ্তাই হ্রদে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা জারি

বাংলাদেশে স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন : উপদেষ্টা

গণহত্যার বিচার ও আওয়ামীলীগকে নিষিদ্ধ করে জাতীয় সরকার গঠনের দাবী জুলাই মঞ্চের

আসামিদের গ্রেপ্তারে অনুমতি আদেশ চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট

লাঞ্চের পর বৃষ্টির বাগড়া

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদ জানালো ফুলকুঁড়ি আসর তারার মেলা

শেরপুরে আড়াই শ’ বছরের ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ- “মাইসাহেবা মসজিদ”

নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত কেন নয়: হাইকোর্ট

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে মরলো ৩ গরু

মাগুরায় মা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শিক্ষার্থী ফাইয়াজের মামলার তদন্ত দ্রুত শেষ করার আহ্বান আইন উপদেষ্টার

মার্কিন শুল্কে ক্ষতিগ্রস্ত হবে এক হাজার পোশাক কারখানা, মালিকদের শঙ্কা

ঢাকায় তৎপর ‘র’! জুলকারনাইন এর চাঞ্চল্যকর তথ্য ফাঁস!

ভবেশের মৃত্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

শার্শায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক ২

সার্বজনীন না করে সেকুলার নারীদের দিয়ে কমিশন গঠন করায় একটা ক্যাচাল তৈরি হয়েছে : রাশেদ খান

আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী জিয়া দেওয়ান পিস্তলসহ গ্রেফতার

ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বিএনপি

বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে ভারতে মুসলিমদের ব্যাপক বিক্ষোভ