বাফার জোনকে কিল জোনে পরিণত করছে ইসরাইল
০৯ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম
কৃষিজমি সমতল করে, আবাসিক ও শিল্প এলাকা গুঁড়িয়ে দিয়ে বাফার জোনের আওতা বাড়িয়ে সেটিকে কিল জোন করেছে ইসরাইল। সেখানে কেউ পা দিলেই গুলি করে মারা হচ্ছে। ইসরাইল সীমান্তের কাছে গাজার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রতি ইঞ্চি ভ‚খন্ডকে পতিত জমিতে পরিণত করেছে ইসরাইলি সেনাবাহিনী। ওই এলাকাকে কিল জোনে পরিণত করার জন্য সেনাদেরকে নির্দেশও দিয়েছে ইসরাইল। কৃষিজমি সমতল করে, আবাসিক এলাকা, শিল্প এলাকা গুঁড়িয়ে দিয়ে বাফার জোনের আওতা বাড়িয়ে সেটিকে ‘কিল জোন’ করছে ইসরাইল। যেখানে ফিলিস্তিনিরা কেউ পা রাখা মাত্রই ঘাতক বুলেটের নিশানা হচ্ছে। কিল জোনের (হত্যা এলাকা) পরিকল্পনা বাস্তবায়ন করা সেনাদের সাক্ষ্য থেকে বেরিয়ে এসেছে এমন তথ্য। সেনাদের বয়ান নিয়ে প্রতিবেদন করেছে ইসরাইলি অধিকার সংগঠন ‘ব্রেকিং দ্য সাইলেন্স’। ইসরাইলি সেনাবাহিনীর প্রবীণ সেনাদের নিয়ে ২০০৪ সালে গঠিত সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্স এর ‘দ্য পেরিমিটার’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ হয়েছে সোমবার। গাজায় ২০২৩-২৪ সালে বাফার জোনে যে সেনারা ছিল তাদের উদ্ধৃতি দেওয়া হয়েছে প্রতিবেদনে। গাজা এবং ইসরাইলের মধ্যকার সীমান্ত বরাবর উত্তর থেকে দক্ষিণের একটি এলাকায় ৬০ বর্গ কিলোমিটারজুড়ে সেই ২০০০ সালেই বাফার জোন (বিশেষ নিরাপত্তা অঞ্চল) তৈরি করেছিল ইসরাইল। সেই বাফার জোনের পরিধি ২০১৫ সালে ৩০০ মিটার পর্যন্ত বাড়ায় ইসরাইল। ২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরাইলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের হামলার আগ পর্যন্ত ইসরাইল তাদের সীমান্ত বেষ্টনীর ৩০০ মিটারের মধ্যে ফিলিস্তিনিদেরকে ঘেঁষতে দিত না। কিন্তু হামাসের হামলার পর ইসরাইলের সেনাবাহিনী এই এলাকার পরিধি প্রায় ১ কিলোমিটার বাড়ানোর পরিকল্পনা করে। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে এলাকাটির পরিধি ৮০০ থেকে ১৫০০ মিটার পর্যন্ত বাড়ানো হয়। তারপর থেকে ইসরাইলি সেনারা এলাকাটি আরও স¤প্রসারণ করেছে। গত মাসে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইল পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ শুরু করার পর বাফার জোনের পরিধি নাটকীয়ভাবে বেড়েছে। ইসরাইলের সেনারা বলছে, সীমান্তে ২০২৩ সালের ৭ অক্টোবরের মতো আরেকটি হামলা যাতে না হয়, সেজন্যই তাদেরকে বাফার জোনের পরিধি এভাবে বাড়াতে বলা হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের প্রথম দিকের দিনগুলোতে ইসরাইল সবকিছু ধ্বংস করে বাফার জোনের পরিধি এক কিলোমিটারের বেশি বাড়ায়। মাঝখানে এবছর জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতির পর গতমাসে ইসরাইল ফের যুদ্ধ শুরু করলে বাফার জোনের পরিধি আরও দ্বিগুণ বাড়ানো হয়। গাজার ভেতরে তিন কিলোমিটার এলাকা পর্যন্ত গড়িয়েছে এই জোন। গাজার নেৎজারিম করিডর নামের আরও একটি বিস্তীর্ণ এলাকাও ইসরাইল দখল করেছে। ফলে এই করিডোর এবং বাফার জোন মিলে ইসরাইলের দখলে এখন চলে এসেছে গাজার অন্তত ৫০ শতাংশ এলাকা। ইসরাইলের বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের ‘এনভায়রনমেন্টাল স্টাডিজ’ এর অধ্যাপক ইয়াকভ গার্ব এ তথ্য জানিয়েছেন। একসময় যে এলাকায় শত-সহস্র ফিলিস্তিনির বাস ছিল, কৃষির জন্য যে এলাকা গুরুত্বপূর্ণ ছিল- সেটিই এখন ইসরাইলের বাফার জোন। স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা গেছে, এক সময়কার জনবসতিপূর্ণ এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। রয়টার্স, সিএনএন, দ্য গার্ডিয়ান।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
দুই শেয়ারবাজারেই বড় পতন
দিল্লির লকডাউন ঢাকায় দাফন হয়েছে : জাগপা
ইমাম প্রশিক্ষণে সউদী সরকারের সহায়তার আশ্বাস
চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা, নারী গ্রেফতার
পঞ্চদশ সংশোধনীর রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি
কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ডে পতিত ফ্যাসিস্টরা উৎসাহিত হচ্ছে : রিজভী
রাজনৈতিক দলগুলোকে ইউরোপীয় ইউনিয়নের বার্তা
বিআরটিসি বাসে পাইলটিং ভিত্তিতে ই-টিকেট সেবা কার্যক্রম শুরু
ডিএমপি কমিশনারের ভুয়া ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে : সাইফুল হক
মতভিন্নতা সত্ত্বেও প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে স্বাগত জানালো এবি পার্টি
প্রধান উপদেষ্টার ভাষণে দেশবাসী উজ্জীবিত : লেবার পার্টি
দেশকে দ্রুতবেগে বিপদের দিকে ঠেলে দিচ্ছি : ফরহাদ মজহার
দিল্লি-কাবুলের ষড়যন্ত্রেই বেড়েছে সন্ত্রাসী হামলা: শেহবাজ শরীফ
জীবন্ত ফার্ন গাছে বিরল খনিজের সন্ধান
চীনের গুপ্তচর হিসেবে অভিযুক্ত লিন্ডা সানের বিচার শুরু
তীব্র পানি সংটে ইরানের নাগরিক জীবন ঝুঁকিতে
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে চীনকে পাশে পেল ভেনেজুয়েলা
মালয়েশিয়াগামী শ্রমিকদের ৩১৪ কোটি টাকা আত্মসাতে ৫ এজেন্সির বিরুদ্ধে মামলা
গণতন্ত্র ফেরাতে নির্বাচনই একমাত্র বিকল্প : মির্জা ফখরুল