লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর কমান্ডার নিহত
১৫ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পিএম | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:২৪ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। লেবাননের দক্ষিণের আইতারোন গ্রামের কাছে ওই বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত নভেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও মঙ্গলবার দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দক্ষিণ লেবাননের আইতারোন গ্রামের কাছে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, মঙ্গলবার সকালের দিকে দক্ষিণ লেবাননের আইতারোন গ্রামের কাছে হিজবুল্লাহর বিশেষ অভিযান এলাকায় হামলা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হামলায় হিজবুল্লাহর একটি প্ল্যাটুনের একজন কমান্ডার নিহত হয়েছেন।
এদিকে জাতিসংঘ বলেছে, গত বছরের শেষের দিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত চুক্তির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলের চালানো হামলায় লেবাননে অন্তত ৭১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ২৭ নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মাঝে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েলের সামরিক অভিযানে লেবাননে চার মাসে অনেক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই সংস্থার মুখপাত্র থামিন আল-খিতান জেনেভায় সাংবাদিকদের বলেছেন, ‘‘আমাদের প্রাথমিক পর্যালোচনা অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৭১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’’
যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে আবাসিক ভবন, চিকিৎসা স্থাপনা, সড়ক ও একটি ক্যাফে-সহ বিভিন্ন ধরনের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। আল-খিতান বলেন, এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো এপ্রিলের শুরুর দিকে বৈরুতের দক্ষিণের হামলা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সেখানকার দুটি স্কুলের কাছে এই হামলা চালানো হয়েছে।
সূত্র: এএফপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

গাজায় ফের ইসরায়েলি হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৪০

গফরগাঁওয়ে এক সপ্তাহে প্রতিকেজি ৩৫টাকার স্থলে ৬০ দরে বিক্রি হচ্ছে পেয়াজ

ক্যান্সারের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমেনা বেগমের আত্মহত্যা

স্থায়ী যুদ্ধবিরতির শর্তে সব জিম্মি মুক্তির প্রস্তাব দিল হামাস

ওয়াটসনে ফেডারেল লিবারেল পার্টির প্রার্থী জাকির আলমের নির্বাচনী প্রচারণা শুরু

বাংলাদেশ-পাকিস্তান বৈঠক, ভারত বলল নজরে রয়েছে

অর্ধেক মূল্যে দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ

বিশ্বকাপের টিকেট পেল পাকিস্তান

৯ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে শেষ চারে ম্যান ইউ

সমাবর্তন, আবাসন, জকসু নির্বাচনে গড়িমসি জবি প্রশাসনের

২৩ এপ্রিল ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল

ভারতের সঙ্গে ট্রানজিট ও অসমচুক্তি বাতিলে নোটিশ

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে :জমিয়তে উলামায়ে ইসলাম

ইমারত নির্মাণ বিধিমালা না মানলে কঠোর ব্যবস্থা :রাজউক চেয়ারম্যান

২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

৫ বছর ক্ষমতায় থাকলেও সব সংস্কার সমাধান হবে না : জয়নুল আবদীন ফারুক

জালিয়াতিপূর্ণ ঘোষিত ফলাফল বাতিল দাবিতে মামলা

ঝটিকা মিছিলে নেতৃত্ব দেয়াসহ ৬ মামলা আ.লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেফতার

জান্তাপ্রধানের সঙ্গে বৈঠকে বসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন