উত্তরাখন্ড মুখ্যমন্ত্রীর ওপর ক্ষোভ ঝাড়ল কংগ্রেস : ভারতে ১৭০ মাদরাসা বন্ধ
১৭ এপ্রিল ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:০৯ এএম

ভারতের ১৭০টি মাদরাসা বন্ধে করে দেয়ায় উত্তরাখন্ডর মুখ্যমন্ত্রীর পুষ্কর সিং ধামির ওপর ক্ষোভ ঝাড়ল কংগ্রেস। উল্লেখ্য, ভারতের উত্তরাখন্ডে হলদোয়ানি জেলায় গত রোববার সাতটি মাদরাসা সিল করে দিয়েছে রাজ্য প্রশাসন। রাজ্যটিতে এখন পর্যন্ত কমপক্ষে ১৭০টি মাদরাসা সিল করা হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমসসহ অন্যান্য ভারতীয় গণমাধ্যমে। এ ঘটনায় ঘটনায় তীব্র নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে দেশটির সাধারণ আলেম সমাজ।
রাজ্যের কর্মকর্তাদের দাবি, এসব প্রতিষ্ঠান মাদরাসা বোর্ড বা রাজ্য শিক্ষা বিভাগের নিবন্ধন ছাড়াই পরিচালিত হওয়ায় সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে। তবে এমন ঘটনাকে সা¤প্রদায়িক উগ্রবাদিতা ও ধর্মীয় বিদ্বেষের স্পষ্ট বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন আলেমরা।
এদিকে গত মঙ্গলবার এ ঘটনায় কংগ্রেসও উত্তরাখÐ সরকারের সমালোচনা করেছে। তারা রাজ্যে অনিবন্ধিত মাদরাসা বন্ধ করার জন্য আলাদাভাবে অভিযান চালানোর অভিযোগ করেছে। রাজ্য সরকার একটি নির্দিষ্ট স¤প্রদায়কে টার্গেট করছে বলেও অভিযোগ করেছে কংগ্রেস। গত রোববার উত্তরাখÐ সরকার এক বিবৃতিতে ঘোষণা করেছে, রাজ্যজুড়ে জেলা কর্তৃপক্ষ গত দুই মাসে ১৭০টিরও বেশি অনিবন্ধিতমাদরাসা সিল করে দিয়েছে।
কংগ্রেস নেতা ধসমানা বলেন, এটা স্পষ্ট যে, রাজ্যের এ অভিযান মুসলিমদের লক্ষ্য করেই চালানো হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ‘মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং অন্যান্য বিজেপি নেতারা কেন তাদের বক্তৃতায় কেবল অনিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানের কথা উল্লেখ না করে কেবল মাদরাসার কথাই উল্লেখ করেছেন?’ এ কংগ্রেস নেতা আরো বলেন, ‘মাদরাসাগুলোও শিক্ষাপ্রতিষ্ঠান। তারা (বিজেপি) কিন্তু সংখ্যাগরিষ্ঠ স¤প্রদায়ের এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, যারা বাধ্যতামূলক নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছে।’
অন্যদিকে উত্তরাখÐের বিজেপি সভাপতি এবং রাজ্যসভার সাংসদ মহেন্দ্র ভাট পাল্টা আক্রমণ করে বলেন, ‘কংগ্রেস নেতারা ভোট ব্যাংকের রাজনীতির জন্য তুষ্টির সকল সীমা অতিক্রম করেছেন। অবৈধ মাদরাসাগুলোর সমর্থনে আসার জন্য রাজ্যের জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে।’
জমিয়তে ওলামায়ে হিন্দ (জেইউএইচ)-এর মাওলানা মুকিম কাসমি বলেন, ‘সরকার মক্তব সিলগালা করে দিচ্ছে, যেগুলো মাত্র কয়েক ঘণ্টার জন্য ধর্মীয় শিক্ষা প্রদান করে এবং মাদরাসার সংজ্ঞার আওতায়ও পড়ে না।’ জেইউএইচের নৈনিতাল জেলা সভাপতি কাসমি বলেন, ‘হলদওয়ানিতে সিলগালা করা ১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টি মক্তব। সেখানে পড়াশোনা করা শিশুদের ঐতিহ্যবাহী ও ধর্মীয় জ্ঞান অর্জনের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’ গত বছরের ডিসেম্বরে সরকার ‘অবৈধ’ মাদরাসাগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করে। ২৪ মার্চ মুখ্যমন্ত্রীর কার্যালয় ঘোষণা করে, কর্তৃপক্ষ অবৈধ প্রতিষ্ঠানগুলো সিল করেই থেমে থাকবে না, বরং তাদের তহবিলের পুংখানুপুংখ তদন্তও চালাবে। রাজ্য সরকারের মতে, রাজ্যে প্রায় ৬০০-৮০০টি মাদরাসা ছিল। যার মধ্যে ৪১৫টি উত্তরাখÐ মাদরাসা বোর্ডের সঙ্গে সম্পর্কিত, ১১৭টি উত্তরাখÐ ওয়াকফ বোর্ডের আওতাধীন এবং বাকিগুলো অনিবন্ধিত। ২০১১ সালের আদমশুমারি অনুসারে উত্তরাখÐে ১৩.৯ শতাংশ মুসলিম জনসংখ্যা রয়েছে, যার বেশিরভাগই তরাই অঞ্চলে। হরিদ্বার এবং ইউএস নগর জেলায় যথাক্রমে ৩৪ শতাংশ এবং ২২ শতাংশ মুসলিম জনসংখ্যা রয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

নিকুঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করলেন এলাকাবাসী

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ফিরবে গণতন্ত্রের মূলধারা: শহিদুল ইসলাম

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে বাগদাদ, তৃতীয় ঢাকা

সউদীর কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে

ইন্তেকাল করেছেন আল্লামা সোলতান যাওক নদভী, বিভিন্ন মহলের শোক প্রকাশ

লেবাননের নিরাপত্তা ইস্যুতে হামাসকে সতর্কবার্তা

হজের আগে মক্কায় তীব্র শিলাবৃষ্টি ও ধুলিঝড়

ভারতের গোয়ায় মন্দির উৎসবে পদদলিত হয়ে নিহত অন্তত ৭

ওটিটিতে মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘সুব্রত সেনগুপ্ত’

শ্রমিকেরা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছেন : সাবেক এমপি মঞ্জু

যারা বিএনপিকে মাইনাস করতে যাবে তারা রাজনীতি থেকেই হারিয়ে যাবে: চাটমোহরে হাবিব

সিন্ধু নদে বাঁধ দিলে সামরিক হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

মিয়ানমারে ভূমিকম্প পরবর্তী সামরিক হামলায় নিহত ২০০ জনের বেশি

জিম্মি মুক্তি নয়, যুদ্ধের প্রধান উদ্দেশ্য হামাসকে পরাজিত করা : নেতানিয়াহু

হোয়াইট হাউসে ট্রাম্প-নাভরোৎসকি সাক্ষাৎ নিয়ে পোল্যান্ডে উত্তেজনা

সকালে কাতার গেলেন সেনাপ্রধান

৪৩ ফ্লাইটে সউদী আরব পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী

ইউরোপে টিকটককে ৫৩০ মিলিয়ন ইউরো জরিমানা

ফ্লোরিডায় এক সপ্তাহে ১ হাজার ১২০ অবৈধ অভিবাসী আটক