যুদ্ধবিরতির অনুরোধ ভারতই করেছিল, ফের জানাল পাকিস্তান
১৬ মে ২০২৫, ১১:১০ এএম | আপডেট: ১৬ মে ২০২৫, ১১:১৫ এএম

দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক উত্তেজনা প্রশমনের পেছনে ভারতের অনুরোধই বড় ভূমিকা রেখেছিল—এই দাবি আবারও জোরালোভাবে জানাল পাকিস্তান। দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, চলমান সামরিক উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছিল ভারত, এবং এরপর দুই দেশ ধাপে ধাপে আলোচনার পথ বেছে নিয়েছে। তার মতে, পাকিস্তান বরাবরই শান্তির পক্ষপাতী এবং দ্বিপাক্ষিক আলোচনায় বিশ্বাসী, যা ‘শিমলা চুক্তি’র মূল ভিত্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ।
গত ১০ মে শুরু হওয়া উচ্চপর্যায়ের সামরিক যোগাযোগেই যুদ্ধবিরতির উদ্যোগ গতি পায় বলে জানিয়েছেন দার। জিও নিউজের অনুষ্ঠান ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওইদিন পাকিস্তান ও ভারতের ডিজিএমওদের মধ্যে প্রথমবার হটলাইনে কথা হয়। পরে ১২ মে ও ১৪ মে আরও দুই দফা আলোচনা হয় এবং ১৮ মে ফের যোগাযোগের কথা রয়েছে। দার জানান, উভয় দেশ একমত যে যুদ্ধবিরতি কার্যত শুরু হয়ে গেছে, এবং সেনা মোতায়েন ধাপে ধাপে কমানো হবে। পুরো প্রক্রিয়া হবে ডিজিএমওদের তত্ত্বাবধানে, যাতে শান্তির পথে এগোনো যায়।
ইসহাক দার বলেন, যুদ্ধবিরতির পর দুই দেশ নিরপেক্ষ কোনো স্থানে মুখোমুখি বৈঠকে বসবে বলে সিদ্ধান্ত নিয়েছে। যদিও নির্দিষ্ট স্থান এখনো ঠিক হয়নি, তবে আগামী আট থেকে দশ দিনের মধ্যে ভারতের সেনাবাহিনী শান্তিকালীন ঘাঁটিতে ফিরে যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে দার বলেন, ভারত নিজেই বহুবার দ্বিপাক্ষিক আলোচনার পক্ষে অবস্থান নিয়েছে, আর এবারও সেই বার্তাই পরোক্ষভাবে এসেছে। ফলে এটি বোঝা যায় যে, আলোচনার পথ আবারও উন্মুক্ত হচ্ছে।
এর আগে পাকিস্তানের সেনাবাহিনীও এক বিবৃতিতে বলেছিল, যুদ্ধবিরতির অনুরোধ তারা নয়, ভারতই করেছিল। আইএসপিআরের মহাপরিচালক স্পষ্ট করে জানান, ৬ ও ৭ মে ভারতের ‘নৃশংস’ হামলার জবাব দেয় পাকিস্তান, এবং ১০ মে প্রতিশোধের পর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধে যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেয় ইসলামাবাদ। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে সংঘাত থেকে শান্তির পথে এই অগ্রগতি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এখন দৃষ্টি নিবদ্ধ রয়েছে—কখন ও কোথায় হবে সেই বহুল প্রত্যাশিত মুখোমুখি বৈঠক, যা অঞ্চলটির ভবিষ্যৎ কূটনৈতিক রূপরেখা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। তথ্যসূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

ইরানজুড়ে পাঁচ ধাপে ইসরায়েলের শতাধিক বিমান হামলা

অধ্যাপক ইউনূস ‘কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন

নিজেদের আকাশসীমা বন্ধ করলো ইরান

আহমেদাবাদে দুর্ঘটনার পর বোয়িংয়ের শেয়ারে বড় ধস

ইসরাইলকে কঠিন শাস্তি ভোগ করতে হবে : আলী খামেনি

যুক্তরাজ্য সফরে পাচারের অর্থ পুনরুদ্ধার বেশি গুরুত্ব পাচ্ছে : প্রেস সচিব শফিকুল আলম

ইরানের পাল্টা হামলা হতে পারে ভয়াবহ-ব্যাপক

প্রধান উপদেষ্টার সাথে হাউস অব কমন্সের স্পিকারের বৈঠক

ইরানে ইসরাইলি হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই : দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

চকরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে মাদরাসা শিক্ষকের মৃত্যু

এবার ইরানের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা ইসরাইলের

মাগুরার গ্রামে সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ বোমাবাজসহ তিনজন গ্রেফতার, আহত ১০ জন

সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুরের ঘটনায় মোদিকে মমতার চিঠি

পারমাণবিক ও সামরিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা

মারা গেছেন শিল্পপতি সঞ্জয় কাপুর

ভারতের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন ট্রাম্প

ইসরায়েলের হামলায় ইরানের ২ পরমাণু বিজ্ঞানী নিহত

বিদেশী জিহাদী কাফেলা আখ্যা দিয়ে ‘কাফেলাতুস সুমুদকে’ প্রতিরোধের ঘোষণা ইসরাইলের

ঈদের ছুটি শেষ : সরকারি-বেসরকারি কলেজ খুলবে রোববার

ইসরায়েলের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান নিহত