ট্রাম্পের হুমকি, ফের বাড়ছে যুক্তরাষ্ট্র–ইইউ বাণিজ্য উত্তেজনা
২৫ মে ২০২৫, ১০:২২ এএম | আপডেট: ২৫ মে ২০২৫, ১০:২৪ এএম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া আমদানি করা সব আইফোনে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দেন তিনি। চলমান বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হলে ১ জুন থেকেই এই নতুন শুল্ক কার্যকর করা হবে। ট্রাম্পের এমন ঘোষণায় ইউরোপজুড়ে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে এবং বিশ্ববাজারে শুরু হয়েছে বড় ধরনের অস্থিরতা।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' শুক্রবার (২৩ মে) এই বার্তা দিয়ে বলেন, ইইউর সঙ্গে সমঝোতা দিন দিন কঠিন হয়ে উঠছে এবং তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকর বাণিজ্যচুক্তিতে আসতে পারছে না। এই প্রেক্ষিতে তিনি আমদানি করা আইফোনে ২৫ শতাংশ এবং ইউরোপীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের কথা জানান।
ট্রাম্প অভিযোগ করেন, ইইউর বাণিজ্য নীতি, মার্কিন কোম্পানির বিরুদ্ধে অযৌক্তিক মামলা এবং মুদ্রা নিয়ে কারসাজি—এসবের কারণে যুক্তরাষ্ট্র প্রতিবছর ২৫ হাজার কোটি ডলারেরও বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি এটিকে “অগ্রহণযোগ্য” বলেও উল্লেখ করেন। এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিল এবং তা কমিয়ে আনা হয় আলোচনার সুযোগ দিতে।
এই হুমকির পর ইইউ নেতৃত্ব তৎপর হয়ে ওঠে। ইইউ বাণিজ্যপ্রধান মারোস সেফকোভিচ যুক্তরাষ্ট্রের বাণিজ্যদূত ও মন্ত্রীর সঙ্গে জরুরি ফোনালাপ করেন এবং জানান, তারা হুমকি নয়, বরং সম্মানের ভিত্তিতে সমঝোতা চাইছেন। তবে ফ্রান্স ও নেদারল্যান্ডসের নেতারা স্পষ্ট বলেন, তারা উত্তেজনা প্রশমনে রাজি থাকলেও জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েই এগোবেন। ট্রাম্পের এই শুল্ক কৌশল অ্যাপলের ওপর চাপ বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে এই ঘোষণা আসার পর ওয়াল স্ট্রিটের নাসডাক, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট ও লন্ডনের শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়। একইসঙ্গে জার্মানির ডিএএক্স সূচকও নেতিবাচক প্রবণতায় চলে যায়। এছাড়া, শুল্ক সংক্রান্ত বিরোধে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও চাপে পড়েছে। ওয়াশিংটনের অ্যালুমিনিয়াম ও ইস্পাতজাত পণ্যের শুল্ক বাড়ানোর প্রতিক্রিয়ায় ভারতও যুক্তরাষ্ট্রের ২৯টি পণ্যে শুল্ক আরোপের পথে হাঁটছে। ফলে বিশ্ববাজারে এক নতুন শীতল বাণিজ্যযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

পরিবারের ‘অন্যায়ের’ প্রতিবাদ করায় নিখোঁজ যুবক, অভিযোগের তীর মা ও বোনের দিকে

রাঙামাটি মহিলা কলেজ প্রশাসনের বিরুদ্ধে বসতবাড়ি ভাংচুর ও উচ্ছেদের অভিযোগ

কিশোরগঞ্জে প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন ছাড়া কোনো সংস্কার গ্রহণযোগ্য নয়

ছাগলনাইয়ায় ব্যতিক্রমী আয়োজনে জাতীয় ফল মেলার উদ্বোধন

যথাসময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে: ট্রাম্প

৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে ‘তারুণ্যের উৎসব’, লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া

পাকুন্দিয়ায় গলায় ফাঁস দিয়ে ভারসাম্যহীন শিশুর আত্মহত্যা

আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর প্রকৃত শিক্ষা ও আদর্শে আমাদের কাজ করতে হবে-মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

১৪৬ কোটি টাকায় ৩০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

নির্মাতা ও অভিনেতাসহ ব্যাচেলর পয়েন্ট’র ৬ জনকে লিগ্যাল নোটিশ

জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ তহবিল করছে বাংলাদেশ ব্যাংক

এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী

ইসলামী ব্যাংকের মুদারাবা হজ্জ ও ওমরাহ সেভিংস স্কিম: সঞ্চয়ে স্বপ্নপূরণ

ল’ রিপোর্টিংয়ের মাধ্যমে দেশবাসী আইন অঙ্গন সম্পর্কে জানতে পারে: অ্যাটর্নি জেনারেল

নরসিংদীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

মানিকগঞ্জে প্রতিপক্ষের হামলায় মানববন্ধন পণ্ড

আফগানিস্তানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির

ফেনীর মুহুরী নদীর পানি বিপৎসীমার ১২০ সেন্টিমিটার ওপরে, এবারও বন্যার আশংকা

মুল্ডারের ম্যাচে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে দ. আফ্রিকার নতুন রেকর্ড