ভারত-পাক উত্তেজনায় শান্তি আলোচনার পক্ষে যুক্তরাষ্ট্র
১১ জুন ২০২৫, ১১:০৮ এএম | আপডেট: ১১ জুন ২০২৫, ১১:১৪ এএম

পেহেলগাম হামলার পরও থামেনি দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা। এর মধ্যেই শান্তি আলোচনার ওপর জোর দিয়ে ইতিবাচক অবস্থান জানাল যুক্তরাষ্ট্র। দেশটির মতে, এটি একটি ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’, যেখানে দীর্ঘদিনের বিরোধে অগ্রগতির সম্ভাবনা রয়েছে।
গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৬ জন বেসামরিক নাগরিক। ভারত এই হামলাকে 'সন্ত্রাসবাদী' আখ্যা দিয়ে এর জন্য পাকিস্তানের মদদকে দায়ী করে। ইসলামাবাদ অবশ্য এ অভিযোগ সাফভাবে অস্বীকার করে। এরপর থেকেই ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ে। যুক্তরাষ্ট্র এই পরিপ্রেক্ষিতে শান্তি আলোচনা ও যুদ্ধবিরতির প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছে।
এই বিষয়ে বুধবার (১১ জুন) পাকিস্তানের জিও টিভির এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক নেতা, যিনি দীর্ঘদিনের সংঘাত মেটাতে আলোচনার দ্বার খুলেছেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এমন আলোচনার সুযোগ সৃষ্টি করেছেন, যা একসময় অকল্পনীয় ছিল। এটি তাঁর কূটনৈতিক দক্ষতারই পরিচায়ক।”
ব্রুস আরও জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেছে পাকিস্তানি সংসদীয় প্রতিনিধি দল। এ দলের নেতৃত্বে ছিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তাঁর সফরের উদ্দেশ্য ছিল ভারতীয় অভিযোগের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান তুলে ধরা। সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে দলটির সঙ্গে মার্কিন আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের বৈঠক হয়। পরে প্রতিনিধি দলটি লন্ডন হয়ে ব্রাসেলসে যাওয়ার কথা রয়েছে।
প্রতিনিধি দলে আরও ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার, খুররম দস্তগীর, সিনেটর শেরি রেহমান, মুসাদ্দিক মালিক, ফয়সল সুবজওয়ারি, বুশরা আনজুম বাট এবং গুরুত্বপূর্ণ কূটনীতিক জলিল আব্বাস জিলানি ও তেহমিনা জানজুয়া।
ট্যামি ব্রুস বলেন, ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সন্ত্রাসবিরোধী সহযোগিতা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ভারত-পাকিস্তান সীমান্তে বজায় থাকা যুদ্ধবিরতিকে সমর্থন করে এবং এ বিষয়ে বৈঠকে পুনরায় তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে। তাঁর ভাষায়, “এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শান্তি ও আলোচনার মাধ্যমে অগ্রগতির আশা আছে।”
সংবাদ সম্মেলনের শেষ অংশে ট্যামি ব্রুস প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শান্তিপূর্ণ আলোচনার প্রচেষ্টা অব্যাহত থাকবে। পেহেলগামের রক্তাক্ত ঘটনার পর ভারত ও পাকিস্তান আবারও এক উত্তপ্ত দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। তবে এর মাঝেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শান্তির বার্তা কিছুটা আশার আলো দেখাচ্ছে। তথ্যসূত্র : জিও টিভি
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

ইরানে মার্কিন বর্বরোচিত হামলা বিশ্বমানবতাকে ভাবিয়ে তুলছে

কমিটি গঠনের ২দিন পরই স্থগিত হলো শেরপুরের নালিতাবাড়ী এনসিপির কমিটি !

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপির নতুন প্রস্তাব

রাতের ভোটের নুরুল হুদাকে ধরে পুলিশে দিলো বিক্ষুব্ধ জনতা

ট্রাম্পের বিশ্বাসঘাতকতা

সাহেবাবাদ ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি হলেন ব্যারিস্টার আব্দুল আল মামুন

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সল বিপ্লব গ্রেপ্তার

শেরপুরে জনপ্রিয় ষাড়ের মই দৌড় প্রতিযোগীতায় আনন্দে মেতে উঠে হাজারো মানুষ

শাহরাস্তিতে ডাকাতিয়া নদীতে পড়ে শিশু নিখোঁজের ৫ ঘন্টা পর মৃত উদ্ধার করলো ডুবুরিরা

জকিগঞ্জে ‘মৃত ব্যক্তি’ জীবিত ফিরে এলেন: দাফনের আগ মুহূর্তে চাঞ্চল্যকর ঘটনা

কুড়িগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেলো যুবকের

ডা. জোবাইদা রহমানের জন্মদিনে রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

আজ ‘মার্চ টু সচিবালয়’ ঘোষণা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের

অবশ্যই ইসি পুনঃগঠন হবে : এনসিপি

চার্জ গঠন বিষয়ে শুনানি ২৯ জুন

উন্নতমানের গবেষণার পরিবেশ পেলে মেধাবীরা আবার দেশে ফিরবে : সালাহ উদ্দিন আহমেদ

সচিবালয়ের ভেতর সব সংগঠন বাতিলের নির্দেশনা চেয়ে রিট

দুদকের মামলায় স্ত্রীসহ খালাস পেলেন বিএনপি নেতা দুলু

নিজের সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে মেয়ের মামলা

দক্ষিণ সিটিতে সকল নাগরিক সেবা প্রদানের আহ্বান, গাফিলতিতে ব্যবস্থা