রেকর্ড উষ্ণতায় ইউরোপে ভয়াবহ খরার পূর্বাভাস
১১ জুন ২০২৫, ১২:৪২ পিএম | আপডেট: ১১ জুন ২০২৫, ১২:৪৫ পিএম

জলবায়ু পরিবর্তনের প্রভাব দিনকে দিন আরও দৃশ্যমান হয়ে উঠছে। সম্প্রতি ইউরোপে খরার সম্ভাবনার পাশাপাশি বিশ্বজুড়ে উষ্ণতা বৃদ্ধির ভয়াবহ লক্ষণ উঠে এসেছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস)-এর প্রকাশিত নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে ২০২৫ সালের মে মাস ছিল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস। এতে ইউরোপের বিশেষ করে উত্তর-পশ্চিম অংশে মারাত্মক শুষ্ক বসন্ত দেখা দিয়েছে। পানির ঘাটতির পাশাপাশি ফসলহানির আশঙ্কা করছেন কৃষকেরা।
সিথ্রিএসের ডেটা অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে পৃথিবীর গড় তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৫.৭৯ ডিগ্রি সেলসিয়াসে, যা ১৯৯১ থেকে ২০২০ সালের গড় তাপমাত্রার চেয়ে ০.৫৩ ডিগ্রি বেশি। এই মাসে ইউরোপের অনেক অংশে বৃষ্টিপাত হয়নি বললেই চলে। ফলে মাটির আর্দ্রতা কমে গেছে আশঙ্কাজনক হারে। সিথ্রিএস জানিয়েছে, মে মাসে উত্তর-পশ্চিম ইউরোপে বৃষ্টির পরিমাণ ছিল ১৯৭৯ সালের পর সবচেয়ে কম। ফলে আসন্ন গ্রীষ্মে ভয়াবহ পানির ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় সময়মতো বৃষ্টি না হলে ব্যাপক ফসলহানির আশঙ্কা করছেন ইউরোপীয় কৃষকেরা।
কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস) জানায়, মে মাসে বিশ্বজুড়ে বাতাসের গড় তাপমাত্রা ছিল ১৫.৭৯°C, যা ১৯৯১-২০২০ সালের গড়ের তুলনায় ০.৫৩°C বেশি এবং প্রাক-শিল্প যুগ (১৮৫০-১৯০০) এর তুলনায় ১.৪°C বেশি। এর ফলে দেখা যাচ্ছে যে, মে মাসে তাপমাত্রা প্যারিস জলবায়ু চুক্তির নির্ধারিত ১.৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে।
সিথ্রিএস-এর ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফরকাস্টের পরিচালক কার্লো বুওনটেম্পো বলেন, “২০২৫ সালের মে মাস অনেক রেকর্ড ভেঙেছে। প্রাক-শিল্প যুগের তুলনায় এই মাসের গড় তাপমাত্রা দেড় ডিগ্রি বেশি ছিল। আমরা ভবিষ্যতেও এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারি।”
প্রতিবেদনে বলা হয়, শুধু ইউরোপ নয়, বিশ্বের অনেক জায়গাতেই একই রকম শুষ্কতা দেখা গেছে। আমেরিকার উত্তরাঞ্চল, আফ্রিকা, সেন্ট্রাল এশিয়া এবং দক্ষিণ অস্ট্রেলিয়াতেও মে মাসে তীব্র খরা ও বৃষ্টির অভাব দেখা দেয়।
গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়, উত্তর ও মধ্য ইউরোপের শুষ্ক আবহাওয়া এবং মাটির আর্দ্রতার যে অবস্থা ছিল, তা গত কয়েক দশকে দেখা যায়নি। ১৯৭৯ সালের পর এই প্রথম এত কম বৃষ্টিপাত ও আর্দ্রতা রেকর্ড করা হয়েছে।
এই রিপোর্ট স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে, জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু ভবিষ্যতের ভয় নয়, এটি এখনকার বাস্তবতা। ২০২৫ সালের মে মাসে যে উচ্চমাত্রার তাপমাত্রা ও খরার প্রভাব দেখা গেছে, তা মানবজাতির জন্য এক জোরালো সতর্কবার্তা। প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য অর্জন করতে হলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। না হলে আগামী দিনগুলোতে খাদ্য, পানি এবং পরিবেশ নিয়ে আরও গভীর সংকটে পড়বে বিশ্ব। তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

শিক্ষকের ভুলে মাস্টার্সের ৯০ পরীক্ষার্থীর সবাই ফেল!

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে জরুরি বৈঠকে জাতিসংঘের পারমাণবিক সংস্থা

গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে জনগণের যে ত্যাগ, সেই পথেই দেশ অগ্রসর হবে

যুদ্ধ নয়, শান্তি চায় জাতিসংঘ মানবাধিকার কমিশন

তরুণদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, অটুট সংহতিতে ইরান

নীলফামারী সরকারী কলেজের জায়গা হস্তান্তর না করার দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নাসিরনগর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দ্বিগুণ ভাড়া আদায়ে সেনাবাহিনী নিয়ে উপজেলা প্রশাসনের অভিযান

নারায়ণগঞ্জের বন্দরে গণপিটুনিতে নিহত ডাকাত , দোকান মালিক সহ আটক-২

ইরানের পুনর্গঠন সক্ষমতায় বিস্মিত ইসরায়েল : মার্কিন বিশ্লেষক

ধামরাই থানায় ৫ মাস যাবৎ পুলিশ পরিদর্শক তদন্ত নেই

লন্ডন থেকে দেশে ফিরে যে বার্তা দিলেন আমীর খসরু

দুই উপদেষ্টার বক্তব্যে আমরা আশাহত" - এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সিলেটে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ
সাংবাদিকদের অশ্রাব্য ভাষায় গালাগালি করলেন সমু চৌধুরী

স্টেম ইনোভেশন লিগ ২০২৫ -এ প্রথম স্থান অর্জন করল গ্লেনরিচ সাতারকুল

হামজার পর এবার দেশে আসলেন যুক্তরাজ্যের পিপি রেঞ্জার্স ক্লাবের ফুটবলার সিলেটের তানভীর

সিলেটে করোনার আক্রান্ত একজনের অবস্থা আশঙ্কাজনক : চিকিৎসায় প্রস্তুত শামসুদ্দিন হাসপতাল

ভ্যাপসা গরমে হাসপাতালে রোগীর ভিড়, সংকট স্যালাইনের

গুমবিষয়ক স্থায়ী কমিশন গঠন করা হবে: আসিফ নজরুল

নালিতাবাড়ীতে বিএনপি নেতার উপর আওয়ামী নেতার সন্ত্রাসী হামলা: গ্রেপ্তার দাবি