পাঁচ লাখ রাউন্ড কামানের গোলা
যুক্তরাষ্ট্রকে ১৫৫ মিলিমিটার কামানের গোলার ৫ লাখ রাউন্ড ধার দিতে দক্ষিণ কোরিয়া গত মাসে দেশটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছে এশীয় দেশটির একটি খবরের কাগজ। সিউলের এই পদক্ষেপ ইউক্রেইনে আরও গোলা পাঠাতে ওয়াশিংটনের সুবিধা করে দিতে পারে, বলছে বার্তা সংস্থা রয়টার্স। অনামা সরকারি সূত্রের বরাত দিয়ে বুধবার সংবাদপত্র ডংবা ইলবো জানায়, ইউক্রেইন সংঘাতে দক্ষিণ কোরিয়ার গোলা ব্যবহৃত হওয়ার সম্ভাবনা...