হিমালয়ান ভায়াগ্রার খোঁজে দুর্গম পাহাড়ে, তুষারধসে নিখোঁজ ৫ জনই
হীরার চেয়ে দামি হিমালয়ান ভায়াগ্রা। গাড়োয়াল, কুমায়ুন ও হিমাচলের মানুষ এ বিস্ময় ছত্রাককে ডাকেন ‘কিরা জরি’ নামে। নেপালিরা বলেন ‘ইয়ার্সা গুম্বা’। দুর্গম পাহাড়ে সেই বহুমূল্য ঔষধী সংগ্রহে গিয়ে নিখোঁজ হলেন নেপালের দারচুলা জেলার পাঁচ গ্রামবাসী।
বিপুল তুষারধসের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। সেনা এবং নেপাল পুলিশ যৌথভাবে নিরুদ্দেশ পাঁচ গ্রামবাসীর সন্ধানে নেমেছে। যদিও খারাপ আবহাওয়ার কারণে ব্যহত...