ইরানের চা রপ্তানি বেড়েছে ৩৪ দশমিক ৮ শতাংশ
গত ইরানি ক্যালেন্ডার বছরের তুলনায় ১৪০১ (২০ মার্চ শেষ হয়েছে) সালে ইরানের চা রপ্তানি ৩৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসন (আইআরআইসিএ) প্রকাশিত তথ্যমতে, মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে।
আইআরআইসিএ এর তথ্যমতে, ইরান গত বছরে ২৬টি দেশে ৪৪ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের চা রপ্তানি করেছে।
ইরানও আগের বছরে ১০টি দেশ থেকে ৬৬৫ মিলিয়ন ডলার মূল্যের চা আমদানি...