আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করছে মেটা
ফেসবুক এবং ইনস্টাগ্রামের মালিক মেটা, মঙ্গলবার জানিয়েছে যে, তারা আরও প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে। এ সংখ্যা মেটার মোট কর্মশক্তির প্রায় ১৩ শতাংশ। এটি হচ্ছে কোম্পানির ক্ষতি কাটিয়ে মুনাফা বাড়ানোর সর্বশেষ পদক্ষেপ।
মেটার অন্দরে আগেই কর্মীছাঁটাইয়ের গুঞ্জন ছিল। মঙ্গলবার সেটাই সত্যিই হল। মেটার সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছেন, আমরা আমাদের টিম আর একটু ছোট করছি। কমপক্ষে ১০ হাজার কর্মী...