কয়েনে নির্বাচনী জামানত
নির্বাচনের মরশুমে অভিনব কাÐকারখানা ঘটেই থাকে। কিন্তু এই ব্যক্তির কীর্তি দেখে চমকে গিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারাও। না, কোথাও যে কোনো নিয়ম ভেঙেছেন তিনি, এমনটা নয় কিন্তু। ইয়াঙ্কাপ্পা নামে কর্ণাটকের এক ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছেন যে, নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াতে চান তিনি। তার জন্য যা যা নিয়ম পালন করতে হয়, তার সবটাই করেছেন তিনি। আর সেখানেই ঘটিয়েছেন এক বেনজির কাÐ। আসলে,...