আখেরাতে মানুষের তিনটি শ্রেণি-২
২৪ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম

আখেরাতে আল্লাহ তাআলা বাম দলের বা যাদের বাম হাতে আমলনামা দেয়া হবে, সেসব পথভ্রষ্ট কাফের বেঈমানদের আখেরাতে কী অবস্থা হবে তা বর্ণনা করে পবিত্র কুরআনে বলেনÑ ‘আর যারা বাম দিকের দল, কী হতভাগ্য সে বাম দিকের দল! তারা থাকবে উত্তপ্ত বায়ু ও ফুটন্ত পানিতে। কালো ধোঁয়ার ছায়ায়; যা হবে, না শীতল, না উপকারী। ইতঃপূর্বে তারা ছিল আরাম-আয়েশের ভেতর। অতি বড় পাপে অনড় থাকত এবং বলত, আমরা যখন মরে যাব এবং মাটি ও অস্থিতে পরিণত হবো, তখনো কি আমাদেরকে পুনরায় জীবিত করা হবে?
এবং আমাদের বাপ-দাদাদেরকেও, যারা পূর্বে গত হয়ে গেছে? বলে দাও, নিশ্চয়ই আগের ও পরের সমস্ত মানুষকে নির্দিষ্ট এক দিনের স্থিরীকৃত সময়ে একত্র করা হবে। অতঃপর হে অবিশ্বাসী পথভ্রষ্টরা! অবশ্যই তোমরা এমন এক গাছ থেকে খাবে, যার নাম জাক্কুম। অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে। তদুপরি পান করবে ফুটন্ত পানি। পানও করবে সেভাবে, যেভাবে পান করে তৃষ্ণার রোগে আক্রান্ত উট। এটাই বিচার দিবসে তাদের আপ্যায়ন।’ (সূরা ওয়াকিয়া : ৪১-৫৬)
আখেরাতে যাদের আমলনামা তাদের বাম হাতে দেয়া হবে, সেই হতভাগ্য বাম দলের কী ভয়াবহ পরিণতি হবেÑ সে কথাও আল্লাহ তাআলা বিভিন্ন সূরার শতাধিক আয়াতে ইরশাদ করেছেন। রাসূলুল্লাহ সা:-ও অসংখ্য হাদিসে সে ব্যাপারে সতর্ক করেছেন। উল্লিখিত আয়াতসমূহে বাম দলের নিয়তি সম্পর্কে বলা হয়েছেÑ ‘তাদের জন্য থাকবে জাহান্নামের উত্তপ্ত গরম বাতাস ও কালো ধোঁয়া এবং তারা পান করবে ফুটন্ত পানি।’
সেই পানিও পান করবে এমনভাবে, যেভাবে তৃষ্ণার রোগে আক্রান্ত উট পান করে। যে উট তৃষ্ণার রোগে আক্রান্ত হয়, তার কখনো তৃষ্ণা নিবারণ হয় না। সেভাবে তারাও ফুটন্ত পানি পান করবে, তাতে তাদের নাড়িভুঁড়ি গলে যাবে, কিন্তু তৃষ্ণা মিটবে না। এমনই ভয়াবহ পরিণতি জাহান্নামে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাম দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে এবং জাহান্নাম থেকে রক্ষা করুন।
তারপর এ সূরার শেষ দিকে আবার ওই তিন দলের কথা সংক্ষেপে এভাবে বর্ণিত হয়েছেÑ অতঃপর সে (মৃত ব্যক্তি) যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের একজন হয়, তবে (তার জন্য) শুধু আরাম, সুরভি ও নিয়ামতপূর্ণ জান্নাত। আর যদি হয় ডান দিকের দলের অন্তর্ভুক্ত, তবে (তাকে বলা হবে যে,) তোমার জন্য রয়েছে শান্তি, যেহেতু তুমি ডান দিকের দলের অন্তর্ভুক্ত। আর যদি হয় সেই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত, যারা সত্য প্রত্যাখ্যান করত, তবে (তার জন্য আছে) ফুটন্ত পানির আপ্যায়ন আর জাহান্নামে প্রবেশ। এতে কোনো সন্দেহ নেই যে, এটাই যথার্থ সুনিশ্চিত বিষয়। সুতরাং (হে রাসূল!) তুমি তোমার মহান প্রতিপালকের নাম নিয়ে তাঁর তাসবিহ পাঠ করো। (সূরা ওয়াকিয়া : ৮৮-৯৬)
অর্থাৎ আখেরাতে যারা ডান দলের এবং যারা মর্যাদায় তাদের চেয়েও অগ্রবর্তী হবে, উভয় দলই জান্নাতে মর্যাদাভেদে আরাম-আয়েশে থাকবে এবং সব ধরনের নিয়ামত লাভ করবে। আর পরকালে যারা বাম দলের হবে তাদের দুর্ভোগের কোনো শেষ থাকবে না।
সবশেষে আল্লাহ তাআলা বলছেন, এসব কিছু ঘটবেই, এতে কোনো সংশয়-সন্দেহ নেই। কাজেই হে রাসূল! আপনি আপনার মহান প্রতিপালকের নাম নিয়ে তাঁর তাসবিহ পাঠ করতে থাকুন। যদিও শেষোক্ত বাক্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সা:-কে সম্বোধন করেছেন, কিন্তু তাসবিহ পাঠের নির্দেশনার ব্যাপকতায় সব মানুষই অন্তর্ভুক্ত।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

মাদকের আস্তানায় পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান : সারজিস আলম

মাদক আস্তানায় পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান: হাসনাত আবদুল্লাহ

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে পরিবর্তন করছে সরকার

বাংলাদেশের নির্বাচন পুরোপুরি অভ্যন্তরীণ বিষয়: প্রেস সচিব

কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার

‘মুসলিমদের সঙ্গে শত্রুতা বন্ধ করুন’— ভারতের প্রতি ওমানের গ্র্যান্ড মুফতির আহ্বান

২০২৪ সালে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির রেকর্ড দেখেছে পৃথিবী

ইতালির মাউন্ট এটনায় ফের অগ্ন্যুৎপাত, ছড়াচ্ছে উত্তপ্ত লাভা-ছাই

যুক্তরাষ্ট্রের সঙ্গে সউদী আরবের ৩০০ বিলিয়ন ডলারের ঐতিহাসিক চুক্তি

সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিলেন ট্রাম্প

গাজায় যুদ্ধ থামবে না, হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইসরায়েলি নৃশংস হামলায় গাজায় নিহত অন্তত ৮১ ফিলিস্তিনি

কালিগঞ্জে প্রশাসনের নাকের ডগায় অবৈধ বালু উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরের পদত্যাগ চায় ছাত্রদল

রিয়াল ছেড়ে কেন ব্রাজিলে আনচেলত্তি

দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাবি ছাত্রদল নেতা, বিক্ষোভ প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস

সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

এই প্রথমবারের মতো ‘বাবার কারাবাস’ নিয়ে প্রকাশ্যে কথা বললেন ইমরান খানের সন্তানদ্বয়

আমিরাতের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ

কৃষিপণ্য রপ্তানিতে ভাটা, উৎপাদন ব্যাহত হওয়ায় আরও কমে যাওয়ার আশঙ্কা