কিয়ামুল লাইল জান্নাত লাভ ও মর্যাদা বৃদ্ধির আমল
১৪ মে ২০২৫, ১২:১৪ এএম | আপডেট: ১৪ মে ২০২৫, ১২:১৪ এএম

হযরত আবদুল্লাহ ইবনে সালাম (রা.) বলেন, রাসূল (সা.) যখন মদীনায় এলেন, মানুষের সাথে আমিও তাঁকে একনজর দেখবার জন্য বের হলাম। তাঁর চেহারা মোবারকের দিকে যখন তাকালাম, আমার বিশ্বাস হয়ে গেল, এ কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। তখন তাঁর মুখে সর্বপ্রথম আমি যে কথাগুলো শুনেছি, হে লোকসকল! সালামের প্রসার করো। মানুষকে আহার করাও! আর রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে, তখন তুমি নামায আদায় করো! তবেই নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। (জামে তিরমিযি-২৪৮৫)
অন্য হাদিসে পাওয়া যায়, উপরোক্ত গুণাবলি যাদের মধ্যে বিদ্যমান থাকবে, জান্নাতে থাকবে তাঁদের জন্য বিশেষ মর্যাদা। হযরত আবু মালেক আশআরী (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেন, নিশ্চয়ই জান্নাতে রয়েছে এমন কিছু কক্ষ/প্রাসাদ, যার বাহির থেকে ভেতরাংশ দেখা যাবে, ভেতর থেকে বহিরাংশ দেখা যাবে। এগুলো আল্লাহ তাঁদের জন্য প্রস্তুত করেছেন, যারা মানুষকে খাবার খাওয়ায়, কোমল ভাষায় কথা বলে, ধারাবাহিকভাবে রোযা রাখে, সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তারা নামাযে দ-ায়মান থাকে। (মুসনাদে আহমাদ-২২৯০৫)
অন্য সব আমলের মতো এই ফযীলতপূর্ণ আমলটির ক্ষেত্রেও কিছু আদব ও নিয়ম-নীতি রয়েছে, চোখ মুছে নেয়া এবং দুআ পড়া। ইবনে আব্বাস (রা.) নবীজীর রাতের আমল প্রত্যক্ষ করার জন্য তার খালা উম্মুল মুমিনীন মায়মুনা (রা.)-এর ঘরে ছিলেন। তিনি বলেন, দেখলাম, রাসূল (সা.) ঘুম থেকে উঠে দুই হাত দিয়ে চোখ মুছে ঘুম দূর করলেন এবং সূরা আলে ইমরানের শেষ দশ আয়াত তিলাওয়াত করলেন। (সহিহ মুসলিম-৭৬৩)
মিসওয়াক করা। হাদিসে এসেছে, রাসূল (সা.) রাতে যখন তাহাজ্জুদের জন্য উঠতেন, তখন ভালো করে মিসওয়াক করতেন। (সহিহ বুখারী-১১৩৬) হযরত আলী (রা.) বলেন, কেউ যখন রাতে তাহাজ্জুদ নামাযের জন্য ওঠে এবং মিসওয়াক করে ওযু করে, অতঃপর নামাযে দ-ায়মান হয় তখন ফিরিশতা তিলাওয়াত শোনার জন্য পিছনে দাঁড়িয়ে যায়। এরপর ফিরিশতা তার নিকটবর্তী হতে থাকে; একপর্যায়ে খুব নিকটে চলে আসে এবং ব্যক্তির মুখে মুখ রেখে দেয়। তখন সে যা তিলাওয়াত করে ফিরিশতার উদরে চলে যায়। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস-১৮১০)
প্রথমে হালকা দুই রাকাত দিয়ে শুরু করা। প্রথমে ছোট সূরা দিয়ে সংক্ষিপ্তভাবে দুই রাকাত আদায় করবে। কারণ রাসূল (সা.) এমনটি করতেন। আম্মাজান আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) রাতে যখন নামাযের জন্য উঠতেন, শুরুতে হালকা করে দুই রাকাত আদায় করতেন। (সহিহ মুসলিম-১৭৫৬)
হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজী (সা.) ইরশাদ করেন, তোমাদের কেউ যখন রাতে উঠবে, সে যেন প্রথমে হালকা দুই রাকাতের মাধ্যমে শুরু করে। (সহিহ মুসলিম-৭৬৮) আর আমরা চেষ্টা করব তাহাজ্জুদ নিয়মিত আদায় করতে। একান্ত ওজর ছাড়া তাহাজ্জুদ ছাড়ব না। নবীজী নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন। যেকোনো আমল নিয়মিত আদায় করা আল্লাহর কাছে অতি পছন্দনীয়। হাদিসে এসেছে, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল, যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। (সহিহ বুখারী-৬৪৬৪)
এখনই নিয়ত করে ফেলতে পারি আল্লাহর নৈকট্য লাভের এ আমলটির জন্য। নিয়মিত শুরু করি আমলটি। রমযানে যদি কিছুটা হয়ে থাকে, এখন পুরোপুরি অভ্যস্ত হওয়ার চেষ্টা করি। প্রথম কাজই হলো নিয়ত করে ফেলা। দিল থেকে নিয়ত করতে পারলে আমল সহজ হয়ে যায়। সত্যিই নিয়ত অনেক কার্যকরী একটি উপাদান। মুমিনের অতি গুরুত্বপূর্ণ সম্বল। এর মাধ্যমে আমলসমূহের শুদ্ধাশুদ্ধির বিচার হয় যে কেবল তা নয়; অনেকসময় ওজরবসত আমল করতে না পারা আমলেরও সওয়াবও পেয়ে যায় মুমিন শুধু এই নিয়তের কারণে।
সালাতুল লাইলের ক্ষেত্রেও বিষয়টি হাদিস শরীফে বর্ণিত হয়েছে। হযরত আবুদ দারদা (রা.) থেকে বর্ণিত। রাসূল (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি রাতে নামায পড়ার নিয়ত করে বিছানায় গেল, কিন্তু ঘুম তাকে পরাস্ত করল, সে উঠতে পারল না, সকাল হয়ে গেল, তাহলে নিয়তের কারণে তার আমলনামায় আমলের সওয়াব লেখা হবে। আর এই ঘুম রবের পক্ষ থেকে তার জন্য সদাকা বলে বিবেচিত হবে। (সুনানে নাসাঈ-১৭৮৭)
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

নারী কর্মীদের নিয়ে মিথ্যাচার, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি এনসিপি’র

ফুলপুরে বাসের ধাক্কায় মাহিন্দ্রের ৬ যাত্রী নিহত, আহত ১৫

পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে আহ্বান প্রধান উপদেষ্টার

শিবচরে আশরাফুল মাদারাসার সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলন-ছাত্র পরিষদ গঠন

তিন দশকের বেশি সময় পার করেছেন প্রবাসে আজ বাড়ীতে ফিরছেন কপিন বন্ধি হয়ে!

সিলেট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে পৌণে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

শেরপুর গারো পাহাড়ে হোটেল-মোটেল রিসোর্ট থাকলে বেশি সময়ের জন্য আসতে পারতেন পর্যটকরা: লাভজনক হবে পর্যটনখাত!

শাবিপ্রবির ধর্ষণকান্ডে জাতীয় ছাত্রদলের ক্ষোভ

শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ইসরাইলের আগ্রাসন ইরানকে আরো ঐক্যবদ্ধ করেছে

দ্রুত গতিতে সঙ্কটের দিকে এগোচ্ছে বিশ্ব: জাতিসংঘ মহাসচিব

যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ রোববার দেশে আসছেন

বাংলাদেশে দিনের ভোট আর রাতে হবেনা : সেনবাগে জয়নুল আবেদীন ফারুক

ইরানি মিসাইলের ভয়ে হার্ট অ্যাটাক ইহুদি নারীর

বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি: আবুল হোসেন আজাদ

একসঙ্গে ২৫টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান, দাবি ইসরাইলের

মানিকগঞ্জে মানবপাচার মামলায় স্বামী স্ত্রী গ্ৰেফতার

জবিসাসের ১৯তম বর্ষপূর্তি সাধারণ শিক্ষার্থীদের চাহিদাকে সম্মান দিয়ে রাজনীতি করতে হবে : শহীদ উদ্দীন এ্যানি

রাজশাহীতে মহানবী (সা.)-এর বিদায় হজ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী নেতৃত্বই জাতিকে উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে: অধ্যাপক আবদুল জব্বার