যে আমলে লাভ হবে জান্নাতের সুউচ্চ মর্যাদা-২
১৭ জুন ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৭ জুন ২০২৫, ১২:০৩ এএম

মুমিনের জীবনের সবচেয়ে বড় আরাধনা আল্লাহ তা‘আলার নৈকট্য অর্জন, আল্লাহ রাব্বুল আলামীনের মহব্বত ও ভালোবাসার নিআমত। যারা সূরা ইখলাছ বেশি বেশি পাঠ করে তাদের প্রতি আল্লাহ তা‘আলা রহমতের দৃষ্টি দেন এবং তারা আল্লাহ তা‘আলার প্রিয়পাত্র হয়ে যান। এর চেয়ে বড় সৌভাগ্য আর কী হতে পারে! এর থেকে বড় অর্জন আর কী থাকতে পারে! আয়েশা (রা.) বলেন, নবী কারীম (সা.) জনৈক সাহাবীকে এক বাহিনীর আমীর নিযুক্ত করে যুদ্ধে প্রেরণ করেন। তিনি তাদের ইমামতি করতেন। যখনই কেরাত পড়া শেষ করতেন, সূরা ‘ক্বুল হুয়াল্লাহু আহাদ’ পড়তেন। ফিরে আসার পর তারা নবী (সা.)-এর নিকট বিষয়টি আলোচনা করলেন। তিনি বললেন, তাকে জিজ্ঞেস করো, কেন সে এমন করে? সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলে তিনি জবাব দিয়েছেন, এই পূর্ণ সূরাটাই রহমানের ছিফাত ও গুণাবলির বিবরণ। তাই তা পড়তে আমি ভালোবাসি। নবী কারীম (সা.) তার জবাব শুনে সাহাবীদের বললেন, তাকে জানিয়ে দাও, আল্লাহও তাকে ভালোবাসেন। (সহিহ বুখারী-৭৩৭৫)
ইট-পাথরের একটা ঘর নিমাণের জন্য কত কষ্ট করতে হয়! কী পরিমাণ শ্রম ও চিন্তা করতে হয়! অথচ আমরা আরো কত সহজে আখেরাতে বিশাল বিশাল মহল ও প্রাসাদ তৈরি করতে পারি। যে মহলের একটা ইট রূপার, আরেকটা ইট স্বর্ণের। যার আস্তর অতি সুগন্ধময় মেশকের এবং যমিন সুরভিত হলুদ যাফরানের। আর কারুকার্য, সাজ-সরঞ্জাম এবং ভোগ-উপভোগের বিলাসপূর্ণ নিআমতরাজি কেমন, কী মানের ও কী পরিমাণে হবে তা তো একমাত্র আল্লাহ তা‘আলাই জানেন। আসুন কীভাবে জান্নাতে অধিকহারে সেই বালাখানা তৈরি করা যায় এর আমল জেনে নিই।
মুআয ইবনে আনাস জুহানী (রা.) বলেন, রাসূলে কারীম (সা.) বলেছেন, যে ব্যক্তি সূরা ‘ক্বুল হুয়াল্লাহু আহাদ’ দশবার পড়বে আল্লাহ তা‘আলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। এ কথা শুনে উমর ইবনে খাত্তাব (রা.) বললেন, তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব। (অর্থাৎ অধিক হারে এই সূরা পাঠ করব। ফলে আল্লাহ আমাদের অনেক প্রাসাদ দান করবেন।) রাসূলে কারীম (সা.) বললেন, আল্লাহ তা‘আলার দান আরো প্রশস্ত, আরো উৎকৃষ্ট। (মুসনাদে আহমাদ-১৫৬১০)
সাঈদ ইবনুল মুসায়্যাব (রাহ.) বলেন, আল্লাহর নবী (সা.) বলেছেন, যে ব্যক্তি সূরা ‘ক্বুল হুয়াল্লাহু আহাদ’ দশবার পড়বে তার জন্য জান্নাতে অট্টালিকা নির্মাণ করা হবে। যে বিশবার পড়বে তার জন্য দুটি অট্টালিকা তৈরি করা হবে। আর যে ত্রিশবার পড়বে তার জন্য তিনটি অট্টালিকা প্রস্তুত করা হবে। নবীজীর এই কথা শুনে উমর ইবনে খাত্তাব (রা.) বললেন, তাহলে তো আমরা অনেক অট্টালিকার মালিক হয়ে যাব। রাসূলে কারীম (সা.) বললেন, আল্লাহ তা‘আলার দান এর চেয়ে আরো প্রশস্ত। (সুনানে দারেমী-৩৪৭২)
হাদিস শরীফে এসেছে, মুআবিয়া ইবনে মুআবিয়া আলমুযানী আললাইছী (রা.) ইন্তেকাল করলে সত্তর হাজার ফেরেশতাসহ জিবরীল আলাইহিস সালাম নবীজীর কাছে আগমন করেন। নবী কারীম (সা.) জিবরীল আলাইহিস সালাম ও এসব ফেরেশতাদের নিয়ে তার জানাযায় শরীক হন। নামায শেষ হলে রাসূলে কারীম (সা.) জিজ্ঞেস করলেন, হে জিবরীল! কোন্ আমলের মাধ্যমে মুআবিয়া ইবনে মুআবিয়া মুযানী এই উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে?
জিবরীল আলাইহিস সালাম জবাবে বলেছেন, এই মর্যাদা লাভের কারণ হলো, সে দাঁড়িয়ে, বসে, হেঁটে হেঁটে, সওয়ারীতে তথা সর্বাবস্থায় সূরা ইখলাছ তিলাওয়াত করত। (মুজামে কাবীর ৮/১১৬-৭৫৩৭)
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে ‘তারুণ্যের উৎসব’, লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া

পাকুন্দিয়ায় গলায় ফাঁস দিয়ে ভারসাম্যহীন শিশুর আত্মহত্যা

আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর প্রকৃত শিক্ষা ও আদর্শে আমাদের কাজ করতে হবে-মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

১৪৬ কোটি টাকায় ৩০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

নির্মাতা ও অভিনেতাসহ ব্যাচেলর পয়েন্ট’র ৬ জনকে লিগ্যাল নোটিশ

জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ তহবিল করছে বাংলাদেশ ব্যাংক

এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী

ইসলামী ব্যাংকের মুদারাবা হজ্জ ও ওমরাহ সেভিংস স্কিম: সঞ্চয়ে স্বপ্নপূরণ

ল’ রিপোর্টিংয়ের মাধ্যমে দেশবাসী আইন অঙ্গন সম্পর্কে জানতে পারে: অ্যাটর্নি জেনারেল

নরসিংদীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

মানিকগঞ্জে প্রতিপক্ষের হামলায় মানববন্ধন পণ্ড

আফগানিস্তানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির

ফেনীর মুহুরী নদীর পানি বিপৎসীমার ১২০ সেন্টিমিটার ওপরে, এবারও বন্যার আশংকা

মুল্ডারের ম্যাচে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে দ. আফ্রিকার নতুন রেকর্ড

সিলেটের জকিগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধ, ধারালো অস্ত্রের কোপে প্রাণ গেল যুবকের

কুড়িগ্রামে ভরা বর্ষাকালে খরা, সময় মতো হালচাষ করতে না পাড়ায় দুশ্চিন্তায় আমন চাষিরা

চাঁদপুরে কাচ্চির নামে প্রতারণা, অভিযানে জরিমানা

মনিরামপুরে বাস চাপায় একজন নিহত

মতলবের আলোচিত জুয়েল হত্যা মামলায় পাঁচ আসামির ৭ দিনের রিমান্ডের আবেদন

অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে: সেলিম উদ্দিন