নামাজে কেরাত ভুলে যাওয়া প্রসঙ্গে।
জসিম উদ্দীনইমেইল থেকে
আমি নামায পড়তে গেলে মাঝে মাঝে সূরা ফাতেহা পড়ার পর অন্য সূরা মিলাতে গিয়ে এক দুই আয়াত পাঠ করার পর আর পরবর্তী আয়াত বলতে পারি না। অনেক চেষ্টার পরও বলা সম্ভব হয় না। যেমন, সূরা ফিল শুরু করার পর প্রথম এক দুই আয়াত তেলাওয়াতের পর কোনোভাবেই পরবর্তী আয়াতগুলো মনে আসে না। এমতাবস্থায় অন্য সূরা পড়ে নামায শেষ করি।...