প্রশ্ন : প্রতিদিন নির্দিষ্ট এক ওয়াক্তের নামাজ কাযা করা প্রসঙ্গে।
ওয়াসিমইমেইল থেকে
প্রশ্নের বিবরণ : কোন ব্যক্তির যদি প্রতিদিন আসরের নামাজ কাজা হয় এক্ষেত্রে করণীয় কি?
উত্তর : যে কোনো উপায়ে ওয়াক্ত মতো নামাজ পড়ে নেওয়া। নিয়মিত আসর কাযা হওয়ার কারণ কি? সে কারণটি দূর করা দরকার। কারণ যদি কর্মব্যস্ততা হয়, তাহলে ওয়াক্ত থাকতে যে কোনো উপায়ে চার রাকাত নামাজ পড়ে নেবে। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী সূত্র...