গাজা ইস্যুতে অস্ট্রেলিয়ায় নজিরবিহীন বিক্ষোভে সমীকরণ পাল্টে যাওয়ার ইঙ্গিত
১০ আগস্ট ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:০১ এএম
দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন লেবার সরকার সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিষয়ে এখন রয়েছে ক্রমবর্ধমান চাপের মুখে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা এরইমধ্যে এ পথে হাঁটার অঙ্গীকার করেছে। গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয় ও সহিংসতার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছে ইতিহাসের অন্যতম বৃহৎ ফিলিস্তিনপন্থী বিক্ষোভ। গত রোববার সিডনি হারবার ব্রিজ জুড়ে লাখো মানুষ শীতল বাতাস ও ভারি বৃষ্টিকে উপেক্ষা করে পদযাত্রায় অংশ নেন। বিক্ষোভকারীদের মূল দাবি ছিল ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা, দ্বিমুখী অস্ত্র বাণিজ্য বন্ধ, গাজায় ত্রাণ প্রবেশ নিশ্চিত করা এবং অবিলম্বে যুদ্ধবিরতি। এই বিশাল সমাবেশের পর গাজা ইস্যু নিয়ে পশ্চিমাদের ভাবনার সমীকরণ পাল্টে যেতে পারে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সিএনএনের প্রতিবেদন। স্থানীয় পুলিশ জানায়, অন্তত ৯০ হাজার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। তবে আয়োজকদের দাবি, উপস্থিত বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৩ লাখ। প্যালেস্টিনিয়ান অ্যাকশন গ্রুপের আয়োজক জশ লি বলেন, ‘আমরা ভেবেছিলাম, হারবার ব্রিজে পদযাত্রার মতো সাহসী ও প্রতীকী উদ্যোগ মানুষের কল্পনাকে নাড়া দেবে, যারা গাজায় ঘটতে থাকা দৃশ্য দেখে আতঙ্কিত।‘ তিনি জানান, এবার সমর্থন এসেছে গির্জা, ট্রেড ইউনিয়ন, সংসদ সদস্য এবং সমাজের বহু স্তর থেকেÍ যা আগে দেখা যায়নি। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, গাজার পরিস্থিতি দেখে অস্ট্রেলিয়ানদের ক্ষোভ ও বেদনা স্বাভাবিক। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে যা ঘটছে, তা থামাতে ও শান্তি প্রতিষ্ঠার জন্য সরকার যুদ্ধবিরতি চাইছে।’ দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন লেবার সরকার সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিষয়ে এখন রয়েছে ক্রমবর্ধমান চাপের মুখে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা এরইমধ্যে এ পথে হাঁটার অঙ্গীকার করেছে। এখন পর্যন্ত অস্ট্রেলিয়া পশ্চিম তীরে সহিংসতা উসকে দেয়ার অভিযোগে ইসরাইলের দুই চরম ডানপন্থী মন্ত্রীকে অস্ট্রেলিয়ায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ইয়ান পারমেটার বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর কার্যকর চাপ প্রয়োগের ক্ষমতা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মানবাধিকার সংস্থার সাবেক নির্বাহী পরিচালক কেনেথ রথও বলেন, ট্রাম্প চাইলে সামরিক সহায়তা শর্তসাপেক্ষ করতে পারেন। তবে তিনি সত্যিই যুদ্ধ থামাতে চাপ দেবেন কিনা তা অনিশ্চিত। অস্ট্রেলিয়ায় মুসলিম ও ইহুদি সম্প্রদায় উভয়ের মধ্যেই গাজা সংঘাতের প্রভাব গভীর। অক্টোবর ২০২৩ থেকে ইহুদিবিরোধী ও ইসলামবিদ্বেষের ঘটনার সংখ্যা বেড়েছে। এ নিয়ে সরকারি দূতরাও উদ্বেগ প্রকাশ করেছেন। রোববারের পদযাত্রা ছিল মতপ্রকাশের স্বাধীনতার প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ। নিউ সাউথ ওয়েলস পুলিশ নিরাপত্তার অজুহাতে সুপ্রিম কোর্টে পদযাত্রা বন্ধের আবেদন করেছিল, যা আদালত খারিজ করে দেয়। বিক্ষোভ নিয়ে গণমাধ্যমে বিভাজন স্পষ্ট। কিছু সংবাদপত্র একে ‘অরাজকতা’ বলেছে, অন্যরা একে ‘সিডনির মানবিক চেতনার জাগরণ’ হিসেবে তুলে ধরেছে। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র বিক্ষোভকারীদের সমালোচনা করে অস্ট্রেলিয়ানদের জেগে ওঠার আহ্বান জানান। বিক্ষোভের পর অস্ট্রেলিয়ান সরকার গাজায় অতিরিক্ত ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অস্ট্রেলিয়ার মোট সহায়তা দাঁড়িয়েছে ১৩০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে। তবে বিক্ষোভকারীদের অন্যান্য দাবিতে সরকার সাড়া দেয়নি। প্যালেস্টিনিয়ান অ্যাকশন গ্রুপ আগামী ২৪ আগস্ট সারা দেশে আরো বড় কর্মসূচির ঘোষণা দিয়েছে। জশ লি বলেন, ‘এই বিশাল প্রদর্শন বিশ্বকে দেখিয়েছে যে ধারা বদলাচ্ছে, মানুষ এখন আগের চেয়ে বেশি সংখ্যায় ন্যায়বিচারের জন্য দাঁড়াতে প্রস্তুত।’ সিএনএন।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সাতক্ষীরায় এমএফএস-এর অপব্যবহার রোধে এজেন্টদের সচেতনতা বাড়াতে জেলা পুলিশ ও বিকাশ-এর সমন্বয় কর্মশালা
গণমাধ্যম শ্বাসরুদ্ধ করে ‘রাজত্ব’ কায়েম ,বদলি হলেন ডিসি মুফিদুল
নাসিরনগরে তিন আওয়ামী নেতা গ্রেফতার
ইসরায়েলি যুদ্ধের প্রথম ১২ ঘণ্টার অভিজ্ঞতা জানালেন জ্যেষ্ঠ ইরানি জেনারেল
মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাপনের কাপড় জড়িয়ে মশাল মিছিল
“মোস্ট ইনোভেটিভ ফিনটেক প্রোডাক্ট ডিজাইন অব দ্য ইয়ার” অ্যাওয়ার্ড পেয়েছে মাস্টারকার্ড বাংলাদেশ
যারা নির্বাচনকে বানচাল বা বিলম্বিত করার চেষ্টা করছে নির্বাচনে তাদের ভরাডুবি হবে: শামীম
২৬টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৩য় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আম জনতার তারেক, নেওয়া হলো হাসপাতালে
ধানের শীষে ভোট দিন, এলাকার উন্নয়নের দায়িত্ব আমার : ব্যারিস্টার মীর হেলাল
সরাইলে ইউএনও হিসেবে যোগদান করেছেন মো. আবুবকর সরকার
আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক : সিইসি
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে আছেন জেসি
পদ ফিরে পেলেন বিএনপির বহিষ্কার হওয়া ৩৯ নেতা
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী : পররাষ্ট্র মন্ত্রণালয়
এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলায় যুগ্ম সমন্বয়কারী সৈয়দ ইমরান সাময়িক বহিষ্কার
নাইম-শহিদুলের ফিফটি
৫ লক্ষ টাকা জরিমানা ও ৩ হাজার কেজি পলিথিন জব্দ
শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা জেলহাজতে
কিনব্রিজের ঐতিহাসিক ঘড়ির সামনে ট্রফি উন্মোচন
