লিউকেমিয়া নয়, অপুষ্টি : গাজার তরুণীর মৃত্যুতে ইতালিতে ক্ষোভ
২২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
ইতালির পিসা শহরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গাজার তরুণী মারাহ আবু জুহরি (১৯)। ইসরাইল দাবি করেছিল তিনি লিউকেমিয়ায় আক্রান্ত, তবে ইতালির চিকিৎসকরা জানাচ্ছেন, লিউকেমিয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং তিনি ছিলেন ‘চরম অপুষ্টি ও অজ্ঞাত রোগে’ আক্রান্ত।
গত বুধবার ইতালির পন্তাসেরকিও শহরে শত শত মানুষের অংশগ্রহণে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। জানাজায় বারবার ‘ফ্রি প্যালেস্টাইন’ সেøাগান ওঠে। স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা ইসরাইলের গাজা নীতির নিন্দা করে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন।
মারাহর কফিন ছিল ফিলিস্তিনি পতাকা ও কেফিয়াহ স্কার্ফে ঢাকা। স্থানীয় মেয়র মাত্তেও চেচেল্লি বলেন, ‘গাজায় প্রতিদিন মানুষ মরছে অথচ বিশ্ব সরকারের কর্ণপাত নেই। আমরা নীরব থাকতে পারি না, তাই আজ শান্তির মাঠে দাঁড়িয়ে আমরা আওয়াজ তুলেছি এই গণহত্যার বিরুদ্ধে’।
‘লিউকেমিয়ার কোনো প্রমাণ নেই’। গত ১৩-১৪ আগস্ট রাতে ইতালির এক মানবিক বিমানযোগে ৩১ জন অসুস্থ-আহত ফিলিস্তিনিকে ইতালিতে আনা হয়, তাদের মধ্যে ছিলেন মারাহ। গত এক বছরে প্রায় এক হাজার রোগী ও তাদের পরিবারকে এভাবে ইতালিতে নেয়া হয়েছে।
পিসা বিশ্ববিদ্যালয়ের সান্তা কিয়ারা হাসপাতালের হেমাটোলজি বিভাগে ভর্তি হওয়ার পর ১৫ আগস্ট মারাহ মারা যান। হাসপাতালের বিবৃতিতে বলা হয়, তিনি ‘অত্যন্ত জটিল ও বিপর্যস্ত স্বাস্থ্য অবস্থায়’ পৌঁছেছিলেন এবং ‘চরম অপুষ্টিতে ভুগছিলেন’। হঠাৎ শ্বাসকষ্ট ও পরবর্তী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু ঘটে।
বিভাগীয় প্রধান ডা. সারা গালিমবার্তি জানান, তাকে ‘লিউকেমিয়া সন্দেহে’ ভর্তি করা হলেও পরীক্ষায় কোনো খারাপ কোষ বা লিউকেমিয়ার লক্ষণ পাওয়া যায়নি। তিনি বলেন, ‘রোগী সম্পূর্ণ শয্যাশায়ী ছিলেন এবং মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছিলেন, বয়স মাত্র ১৯ হলেও অবস্থা ছিল ভয়াবহ’।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ হাজারেরও বেশি রোগী ও আহতকে গাজার বাইরে চিকিৎসার প্রয়োজন। কিন্তু ইসরাইলের বিলম্ব ও বাতিল সিদ্ধান্তে অনেকেই মারা যাচ্ছেন।জাতিসংঘ বলছে, ইসরাইলের ২২ মাসের হামলা ও অবরোধে গাজার স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শিশুদের মধ্যে অপুষ্টি ভয়াবহ আকার ধারণ করেছে। জুলাই মাসে শুধু ৫ বছরের নিচের প্রায় ১২ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছিল। এর মধ্যে আড়াই হাজার শিশু ছিল গুরুতর অবস্থায়।
তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দাবি করেছেন, ‘গাজায় কেউ না খেয়ে মরছে না, কোনো ক্ষুধানীতিও নেই’। কিন্তু এপি-র অনুসন্ধানে দেখা গেছে, প্রতিদিন গাজার হাসপাতালে কেবল অপুষ্টিজনিত কারণে শিশু ভর্তি হচ্ছে এবং অনেকেই মারা যাচ্ছে।
মারাহর মা নাবিলা আবু জুহরি কন্যার সঙ্গে ইতালিতে এসেছিলেন। তিনি মেয়ে হারানোর বেদনায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার হৃদয়ের একটি অংশ আপনাদের সঙ্গে রেখে যাচ্ছি’। ধর্মীয় কারণে তিনি মেয়ের ময়নাতদন্তে সম্মতি দেননি।
জানাজায় উপস্থিত পিসার ইমাম মুহাম্মদ খালিল বলেন, ‘আজ আমরা মারাহর জন্য দোয়া করছি, কিন্তু একই সঙ্গে গাজার ক্ষুধা ও অবরোধের বিরুদ্ধে কণ্ঠ তুলছি’। সূত্র : টিআরটি গেøাবাল।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আসামে নতুন করে বুলডোজার অভিযানে বাস্তুচ্যুত শত শত পরিবার
আকুর বিল পরিশোধ, ৩১ বিলিয়নে নামলো রিজার্ভ
সরকারের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি আপাতত স্থগিত
সাতক্ষীরায় এমএফএস-এর অপব্যবহার রোধে এজেন্টদের সচেতনতা বাড়াতে জেলা পুলিশ ও বিকাশ-এর সমন্বয় কর্মশালা
গণমাধ্যম শ্বাসরুদ্ধ করে ‘রাজত্ব’ কায়েম ,বদলি হলেন ডিসি মুফিদুল
নাসিরনগরে তিন আওয়ামী নেতা গ্রেফতার
ইসরায়েলি যুদ্ধের প্রথম ১২ ঘণ্টার অভিজ্ঞতা জানালেন জ্যেষ্ঠ ইরানি জেনারেল
মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাপনের কাপড় জড়িয়ে মশাল মিছিল
“মোস্ট ইনোভেটিভ ফিনটেক প্রোডাক্ট ডিজাইন অব দ্য ইয়ার” অ্যাওয়ার্ড পেয়েছে মাস্টারকার্ড বাংলাদেশ
যারা নির্বাচনকে বানচাল বা বিলম্বিত করার চেষ্টা করছে নির্বাচনে তাদের ভরাডুবি হবে: শামীম
২৬টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৩য় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আম জনতার তারেক, নেওয়া হলো হাসপাতালে
ধানের শীষে ভোট দিন, এলাকার উন্নয়নের দায়িত্ব আমার : ব্যারিস্টার মীর হেলাল
সরাইলে ইউএনও হিসেবে যোগদান করেছেন মো. আবুবকর সরকার
আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক : সিইসি
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে আছেন জেসি
পদ ফিরে পেলেন বিএনপির বহিষ্কার হওয়া ৩৯ নেতা
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী : পররাষ্ট্র মন্ত্রণালয়
এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলায় যুগ্ম সমন্বয়কারী সৈয়দ ইমরান সাময়িক বহিষ্কার
নাইম-শহিদুলের ফিফটি
