ঢাকা   মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

সঙ্কটে ঘুরে দাঁড়ানোর বাজেট -ওবায়দুল কাদের

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০১ জুন ২০২৩, ১১:৪৮ পিএম | আপডেট: ০১ জুন ২০২৩, ১১:৪৮ পিএম

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে এ বাজেট হলো সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বাজেট জনবান্ধব বলেও তিনি মনে করেন। গতকাল বৃহস্পতিবার বাজেট অধিবেশন থেকে বের হয়ে জাতীয় সংসদ ভবন এলাকায় এবারের অর্থবছরে উত্থাপিত বাজেট নিয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ দিকে বিশ্ব মন্দা পরিস্থিতি মোকাবিলা করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার এই বাস্তবমূখী বাজেটকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা। রাজধানীজুড়ে গুরুত্বপূর্ণ স্থানে মিছিল ও আনন্দ র‌্যালি করেছে দলের নেতাকর্মীরা। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা করে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, বাজেটটা এমনভাবে করা হয়েছে, যাতে মানুষের কষ্টটা লাঘব হবে। দ্রব্যম‚ল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। সিন্ডিকেটের দৌরাতœ ভাঙতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। দ্রব্যম‚ল্য এখন বেশ কিছু ক্ষেত্রে কমতে শুরু করেছে। এ বাজেটে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে কী না এমন প্রশ্নে তিনি বলেন, বাজেট এমনভাবে করা হয়েছে। আমরা আশা করছি, এ বাজেটের পর মানুষের কষ্ট লাঘব হবে।

নির্বাচন আগে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটকে কিভাবে দেখছেন এমন এক প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ বাজেট হলো সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট। এ বাজেট জনবান্ধব। বাজেটকে কেন জনবান্ধব বলছেন জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনবান্ধব এ জন্য বলেছি, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এ বাজেটটা প্রণীত হয়েছে। তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বির্নিমানে এ বাজেট ঘোষণা করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে যে যাত্রা সেই যাত্রার প্রথম সোপান আজকে আমরা এই বাজেটে উত্থাপন করেছি।

বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, এই বাজেট সময়োপযোগী ও জনকল্যাণমুখী। বিশ্ব অর্থনীতি যখন মন্দা, সে মুহ‚র্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সময় উপযোগী বাজেট দিয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, এই বাজেটের মাধ্যমে সেই স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নগরায়ন এবং স্মার্ট জনগণ গড়ে উঠতে সাহায্য করবে। বিশেষ করে পিছিয়ে পড়া নিম্নবিত্ত মানুষ যাতে সমানতালে এগিয়ে যেতে পারে, সে দিকে লক্ষ্য রেখে বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীরা যেন উপকৃত হন সে দিকেও লক্ষ্য রাখা হয়েছে। এতে করে বেকারত্ব কমবে, উদ্যোক্তা বাড়বে।

সাবেক প্রতিমন্ত্রী নানক আরো বলেন, এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন প‚রণের লক্ষ্যে অগ্রসর হতে সহায়ক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারের মাধ্যমে যে ওয়াদা করেছিলেন, এই বাজেট সেই ওয়াদা বাস্তবায়নের অংশ। দেশকে ভবিষ্যৎ প্রজন্মের বসবাসের উপযোগী একটি স্মার্ট রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনার সরকার এ বাজেট জাতির কাছে উপস্থাপন করেছেন। এই বাজেটে দেশের ধনী, গরিব মধ্যবিত্ত সবাই উপকৃত হবেন।

এ দিকে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট উত্থাপনের পর এ বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা। এ ছাড়া সেখানে এ বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগ, ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ। এ ছাড়া মৎসজীবী লীগও আনন্দ মিছিল করে। এদিন বিকেলে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের প্রতিটি থানা-ওয়ার্ডে আনন্দ মিছিল ও শুভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের প্রধান কার্যালয়ের সামনে একটি আনন্দ মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমুখী বাজেট দেওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান বক্তারা। এছাড়া আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগও। এতে অংশ নেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও ঢাকা বিশ^বিদ্যালয় এবং মহানগর নেতারা। আনন্দ মিছিলটি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।

একইদিন বিকেলে বাজেটকে স্বাগত জানিয়ে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের প্রধান কার্যালয়ের সামনে আনন্দ শোভাযাত্রা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের টানা ১৫তম বাজেট পেশ উপলক্ষ্যে রাজধানীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী মৎসজীবী লীগ। গুলিস্তান কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে ফের সেখানেই শেষ হয়। প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে শুক্রবার সকাল ১১ টায় ওই কার্যলয়ের সামনে আনন্দ মিছিল করেছে করবে স্বেচ্ছাসেবক লীগ। এ বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসন রিপন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

উত্তাল ফরিদপুরে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-গুলি

উত্তাল ফরিদপুরে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-গুলি

বগুড়ার বোরো ধান কাটা শুরু

বগুড়ার বোরো ধান কাটা শুরু

২০ লাখ টাকা ঘুষ দাবী, বিআরটিসি সিলেট ডিপো ব্যবস্থাপক ও এক ট্রাফিক পরিদর্শকের বিরুদ্ধে মামলা !

২০ লাখ টাকা ঘুষ দাবী, বিআরটিসি সিলেট ডিপো ব্যবস্থাপক ও এক ট্রাফিক পরিদর্শকের বিরুদ্ধে মামলা !

রাজস্ব আয় ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন

রাজস্ব আয় ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন

গাজাসহ অন্যান্য বৈশ্বিক ইস্যুর কারণে রোহিঙ্গা ইস্যু যেন বিলীন হয়ে না যায়: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

গাজাসহ অন্যান্য বৈশ্বিক ইস্যুর কারণে রোহিঙ্গা ইস্যু যেন বিলীন হয়ে না যায়: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

মাদক মামলার আসামিদের জামিনে সহানুভূতি নয় : বিচারপতি নজরুল ইসলাম তালুকদার

মাদক মামলার আসামিদের জামিনে সহানুভূতি নয় : বিচারপতি নজরুল ইসলাম তালুকদার

আঞ্চলিক জোট গঠনে তিউনিশিয়া, আলজেরিয়া ও লিবিয়ার মধ্যে বৈঠক

আঞ্চলিক জোট গঠনে তিউনিশিয়া, আলজেরিয়া ও লিবিয়ার মধ্যে বৈঠক

‘ফ্রি প্যালেস্টাইন’ বলতে বলায় মহিলার ফোন ছিনিয়ে নিলেন অ্যালেক বল্ডউইন

‘ফ্রি প্যালেস্টাইন’ বলতে বলায় মহিলার ফোন ছিনিয়ে নিলেন অ্যালেক বল্ডউইন

সউদী আরবে হু হু করে বাড়ছে সিনেমা হল, ৬ বছরে আয় ৩.৭ বিলিয়ন

সউদী আরবে হু হু করে বাড়ছে সিনেমা হল, ৬ বছরে আয় ৩.৭ বিলিয়ন

জলদস্যুদের কবল থেকে মুক্ত নাবিকদের ফুল দিয়ে বরণ করলেন রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল

জলদস্যুদের কবল থেকে মুক্ত নাবিকদের ফুল দিয়ে বরণ করলেন রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল

বেনজীর আহমেদের সম্পদের অনুসন্ধান নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট

বেনজীর আহমেদের সম্পদের অনুসন্ধান নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট

ধর্মীয় বিভাজনমূলক মন্তব্য! মোদির বিরুদ্ধে চিঠি ১৭,৪০০ নাগরিকের

ধর্মীয় বিভাজনমূলক মন্তব্য! মোদির বিরুদ্ধে চিঠি ১৭,৪০০ নাগরিকের

সর্বজনীন পেনশন স্কিম সহায়তা কেন্দ্রের উদ্বোধন সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে

সর্বজনীন পেনশন স্কিম সহায়তা কেন্দ্রের উদ্বোধন সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে

ভারতীয় পণ্য বর্জনের সমর্থনে লন্ডনে ইন্ডিয়া হাউজ অবরোধ ও বিক্ষোভ সমাবেশ

ভারতীয় পণ্য বর্জনের সমর্থনে লন্ডনে ইন্ডিয়া হাউজ অবরোধ ও বিক্ষোভ সমাবেশ

সাবেক স্ত্রীর সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে যা বললেন হিল্লোল

সাবেক স্ত্রীর সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে যা বললেন হিল্লোল

রেলের ভাড়া বৃদ্ধি নয় ভর্তুকী প্রত্যাহার করা হয়েছে -রেল মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম

রেলের ভাড়া বৃদ্ধি নয় ভর্তুকী প্রত্যাহার করা হয়েছে -রেল মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম

জার্মানির উৎপাদন শিল্পে বিপর্যয়

জার্মানির উৎপাদন শিল্পে বিপর্যয়

ঢাকা - ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে মৃত হাতি উদ্ধার

ঢাকা - ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে মৃত হাতি উদ্ধার

লালমনিরহাটের অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা

লালমনিরহাটের অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা

কুমিল্লায় প্রতিবন্ধী নারী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

কুমিল্লায় প্রতিবন্ধী নারী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড