ভোল্টেজ সঙ্কটে ক্ষতির মুখে লক্ষ লক্ষ গ্রাহকের বৈদ্যুতিক সরঞ্জাম
১৬ জুন ২০২৩, ১১:১৭ পিএম | আপডেট: ১৭ জুন ২০২৩, ১২:০০ এএম
দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ ঘাটতি আরো ভয়াবহ আকার ধারণ করায় সান্ধ্য পীক আওয়ারের লোডশেডিং গত দুদিন ধরে মধ্যরাত পেরিয়ে ভোররাত পর্যন্ত প্রলম্বিত হচ্ছে। বরিশাল সিটি কর্পোরেশনের ভোট পর্ব শেষ হবার পরে এ নগরীতেও লোডশেডিং পুরো মাত্রায় ঝেঁকে বসেছে। নগরবাসীর অভিযোগ, ভোট নেয়া শেষ হবার পরেই বিদ্যুৎ তার পুরনো আদলে ফিরেছে।
বৃহস্পতিবার রাতের প্রথম প্রহর থেকে সকাল পর্যন্ত খোদ বরিশাল মহানগরীতে বিদ্যুৎ সঙ্কটে নাকাল হয়েছে নগরবাসী। এমনকি বৃহস্পতিবার সকালের বজ্রবৃষ্টিতে গোটা নগরীতে বিদ্যুৎ ব্যবস্থা আরো একবার বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে অল্প কিছুক্ষণ আগে লোডশেডিং-এর কবল মূক্ত এলাকাও আবার বিদ্যুৎ সঙ্কটের শিকার হয়। বরিশাল মহানগরীসহ দক্ষিণাঞ্চলে সান্ধ্য পীক আওয়ারে প্রায় সোয়া ৪শ’ মেগাওয়াট এবং ডে-পীক আওয়ারে পৌনে ৪শ’ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরিতে গত দুদিনে ঘাটতির পরিমাণ প্রায় ৪০ ভাগেও উন্নীত হয়েছে। এ ঘাটতি সামাল দিতে যখন বরিশালের গ্রীড সাব-স্টেশন ও ৩৩/১১ কেভি সাব- স্টেশনের কর্মীরা হিমশীম খাচ্ছেন, তখনই সেন্ট্রাল লোড ডেসপাস সেন্টার থেকে বরিশালের ২টি ৩৩/১১ কেভি সাব স্টেশনের পুরো সরবারহ ব্যবস্থাই বন্ধ করে দেয়া হয় বৃহস্পতিবার।
তবে এসব বিড়ম্বনার মধ্যেও ঘাটতি হিসেব করে বিদ্যুতের সম বন্টন নিয়ে নানা অভিযোগ উঠছে। সাথে দূর্বল বিতরণ ও সরবারহ ব্যবস্থায় বরিশাল মহানগরীসহ দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকার মানুষ দুঃসহ বিড়ম্বনার শিকার। এমনকি বৃহস্পতিবার রাতে মহানগরীর পলাশপুর ও দপদপিয়া-২ সাব-স্টেশন দুটির ৩৩ কেভি লাইন সেন্ট্রাল লোড ডেসপাস সেন্টার থেকে দুর নিয়ন্ত্রিত ব্যবস্থায় কেটে দেয়ার ফলে নগরীর প্রায় ৩০ ভাগ এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়।
তবে এ অবস্থাতেও বরিশাল মহানগরীর কালিজিয়া ফিডারে হিসেব মাফিক লোডশেডিং না করে অন্য ফিডারে বাড়তি বিড়ম্বনা চাপিয়ে দেয়ারও অভিযোগ উঠেছে। ওই ফিডার এলাকায় বিতরণ কোম্পানী-ওজোপাডিকো’র দুজন প্রকৌশলী কর্মকর্তার বাসা বিধায় খুব বড় সঙ্কট তৈরি না হলে সেখানের রেশনিং অন্য এলাকায় চাপিয়ে দেয়ারও অভিযোগ রয়েছে। এমনকি বৃহস্পতিবার রাতের প্রথম প্রহরে নগরীর হাতেম আলী কলেজ ফিডারে লোডশেডিং বিশাল এ এলাকার মানুষের ঘুম কেড়ে নিলেও রাত পোহাবার সাথেই সকাল ৫টার দিকে পুনরায় লোডশেডিং করা হয় একই ফিডারে। প্রায় পৌনে ১ ঘণ্টা পরে ওই ফিডারে বিদ্যুৎ ফিরলেও আধা ঘণ্টার মধ্যেই মেঘের গর্জনের সাথে বৃষ্টিপাতে আবার একই পরিস্থিতির শিকার হন ওই এলাকার মানুষ। তবে বৃহস্পতিবার সকালের বজ্র বৃষ্টি পুরো নগরীর বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ ব্যবস্থাকেই বিপর্যস্ত করে দেয়।
অপরদিকে গত ৫ জুন থেকে কয়লার অভাবে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটির ২য় ইউনিটটিও বন্ধ করে দেয়ায় জাতীয় গ্রীডে বিদ্যুৎ সঙ্কট বৃদ্ধির সাথে দক্ষিণাঞ্চল জুড়ে ভোল্টেজ সমস্যায় শিল্প, বাণিজ্য ও আবাসিক গ্রাহকদের দুর্ভোগ আরো একদফা বেড়েছে। আরো দু মাস আগেই ভোলাতে গ্যাস ভিত্তিক ২২৫ মেগাওয়াটের একটি বেসরকারি কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশন বন্ধ রয়েছে জরুরী রক্ষণাবেক্ষনের নামে। ফলে এ দুটি বড় মাপের উৎপাদন ইউনিট বন্ধ থাকায় বিদ্যুৎ সঙ্কটের চেয়ে ভোল্টেজ সমস্যা আরো প্রকট হয়েছে। এমনকি ভোল্টেজ সঙ্কটে দক্ষিণাঞ্চলসহ পশ্চিম জোনের ২১ জেলার প্রায় ৩০ লাখ গ্রাহকের হাজার হাজার কোটি টাকার বৈদ্যুতিক সামগ্রীর সুষ্ঠু ও নিরাপদ পরিচালনও অনিশ্চিত হয়ে পড়ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে পানির পাম্প ছাড়াও টিভি, ফ্রিজ, এয়ারকুলারসহ সব ধরনের বৈদ্যুতিক সামগ্রীও। গত ২৪ এপ্রিল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটির ১ম ইউনিটটিও বন্ধ করে দিতে হয়েছে কয়লার অভাবেই। ফলে জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ সরবারহ নিয়ন্ত্রনের সাথে ভোল্টেজ সঙ্কটেও নাকাল দক্ষিণাঞ্চলবাসী।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
কারো বাড়িতে কেউ মারা গেলে এ বাড়িতে চারমাস দশদিন বিয়েশাদী বন্ধ রাখা প্রসঙ্গে।
নরসিংদী আদালত প্রাঙ্গনে হত্যা মামলার আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস.আই আহত
বর্ষসেরার লড়াইয়ে হেডের সঙ্গে রুট-ব্রুক ও বুমরাহ
বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন, বাদ পড়লেন আরও ১৬৮ জন
৮ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
ফরিদপুর সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
জুলাই বিপ্লবের ‘ঘোষণাপত্র’ ঘিরে আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা
মিথ্যা সাজা খেটেও দেশ থেকে পালায়নি বেগম জিয়া: এবিএম মোশাররফ হোসেন
এবার ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করলো বিএফআইইউ
গাজীপুরে কারখানার ওয়েস্টেজ নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ গুলি আহত ৫
মির্জাপুরে শীতার্তদের ঘুম থেকে জেগে তুলে ইউএনও’র কম্বল বিতরণ
দৌলতপুরে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তালতলীতে ওসির বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ট্রাক ছেড়ে দেয়ার অভিযোগ
পরিস্থিতি শান্ত হলে করিডোর খুলে দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফেনীতে বিএনপি নেতা মজনুর ১০ হাজার কম্বল বিতরণ
প্রায় ২০ হাজার বাংলাদেশীর অংশগ্রহণে পর্তুগালে বিজয় উৎসব অনুষ্ঠিত
১৯৭১ সালে স্বাধীনতার পক্ষে জনমত গঠনে ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ
নিউইয়র্কে ভারতীয় ব্যক্তির প্রকাশ্যে মলত্যাগ! বিশ্বব্যাপী নিন্দার ঝড়
শহীদ মিনার কেন্দ্রিক অনুষ্ঠান উপলক্ষ্যে ডিএমপির ট্রাফিক নির্দেশনা