আগুন সন্ত্রাসের প্রসঙ্গ টেনে আনবেন না!
৩১ জুলাই ২০২৩, ১২:১৩ এএম | আপডেট: ৩১ জুলাই ২০২৩, ০২:০৮ এএম
সরকারপক্ষীয় আইনজীবীকে সতর্ক করে হাইকোর্ট বলেছেন, আদালতে আগুন সন্ত্রাসের প্রসঙ্গ টেনে আনবেন না। এসব কোর্টের বাইরের বিষয়। এসব বলে কোর্টের পরিবেশ নষ্ট করবেন না। এই কোর্ট ১৮ কোটি মানুষের। এছাড়া অন্য একটি প্রসঙ্গ টেনে হাইকোর্ট বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর আগে ব্যবসার কথা বলে দেশে এসে পরে দেশ দখল করেছিল। এখনো অনেকে আসছেন। গতকাল রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো: আমিনুল ইসলামের ডিভিশন বেঞ্চ এসব মন্তব্য করেন।
এর আগে একটি মামলার শুনানি করতে গিয়ে সরকারপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পি আদালতকে বলেন, এরা (বিএনপি) তো আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। তিনি এ প্রসঙ্গে কিছু কথা বলতে উদ্যত হন। তৎক্ষণাত হাইকোর্ট ওই ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, আগুন সন্ত্রাসের প্রসঙ্গ কোর্টে আনবেন না। এসব কোর্টের বাইরের বিষয়। এভাবে কোর্টের পরিবেশ নষ্ট করবেন না। কোর্ট তো ১৮ কোটি মানুষের। পরে আদালত এ মামলায় পুলিশের প্রতিবেদন দাখিলের জন্য ২ মাস সময় মঞ্জুর করেন।
এর আগে হেফাজতে ইসলামের তা-বের ঘটনায় ২০১৩ সালে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য ২ মাস সময় দেন হাইকোর্ট। সেই সঙ্গে এ মামলায় বিএনপির কারাবন্দী যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর জামিন শুনানি ২ মাস মুলতবি করা হয়।
শুনানির শুরুতে অতিরিক্ত জেনারেল এস এম মুনীর হাইকোর্টকে বলেন, এ মামলায় অনেক আসামি আছেন, তাদের তথ্য সংগ্রহের জন্য সময় প্রয়োজন। এ মামলার আসামি আসলাম চৌধুরীর বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের অভিযোগ রয়েছে। তখন হাইকোর্ট বলেন, সে আমেরিকা গেছে নাকি ইসরাইল গেছে, সেটা আমরা দেখব না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর আগে ব্যবসার কথা বলে দেশে এসে পরে দেশ দখল করেছিল। এখনো অনেকে আসছেন। এসময় আদালত মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদকে ডায়াসের সামনে ডেকে জানতে চান, তদন্ত শেষ করতে এত সময় নিচ্ছেন কেন ? এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে পারবেন না ? তখন তদন্ত কর্মকর্তা বলেন, দুই মাস সময় প্রয়োজন।
এ পর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, সিনিয়রের সঙ্গে যোগ করে আমি কিছু সাবমিশন রাখতে চাই। তিনি বলেন, একই ধরণের মামলায় আসলাম চৌধুরীকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন। কিন্তু আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে দিয়েছেন।
সারওয়ার হোসেন বাপ্পী বলেন, এরা (বিএনপি) তো আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। আসলামে চৌধুরী প্রসঙ্গে সরকারি আইনজীবী বলেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে ২০১৪ সালে শাহবাগ থানায় মামলা হয় আসলাম চৌধুরীর বিরুদ্ধে।
২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে হেফাজতের তাল্ডবের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এছাড়াও আসলাম চৌধুরীর বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। ৭ বছর ধরে তিনি কারাগারে রয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
থিনেস্ট স্বাস্থ্যের