ভয়াবহ রূপে ডেঙ্গু, মৃত্যুহার বেশি শিশুদের
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গু। প্রতিদিনই ডেঙ্গুতে মারা যাচ্ছে মানুষ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১১৫ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭১ জনে। এদিকে চলতি বছর গত ২৪ ঘন্টার হিসাব বাদে ডেঙ্গুতে মারা গেছে ৬৫৭ জন। এর মধ্যে রয়েছে ৭৫টি শিশু, যাদের বয়স ১৫ বছরের কম। হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যাই বেশি।
গতকাল স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ১১৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৩৩ এবং ঢাকার বাইরের এক হাজার ২৮২ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা দশজন, ঢাকার বাইরের চারজন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৮ হাজার ২২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৩ হাজার ২৭৩ জন। আর ঢাকার বাইরের ৭৪ হাজার ৭৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ১০৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯২৬ জন এবং ঢাকার বাইরের এক হাজার ১৮০ জন। গত ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ২৮ হাজার ২২৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৮ হাজার ৮৪১ জন এবং ঢাকার বাইরের ৬৯ হাজার ৩৮৩ জন। ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।
এদিকে চলতি বছর গত মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৬৫৭ জন। এর মধ্যে রয়েছে ৭৫টি শিশু, যাদের বয়স ১৫ বছরের কম। গতকাল সরেজমিন ঢাকার শিশু হাসপাতাল ঘুরে দেখা যায়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যাই বেশি। তিন বছরের সায়মা ডেঙ্গু আক্রান্ত হয়ে নয় দিন ধরে ভর্তি রয়েছে এখানে। বাসায় ফেরার জন্য কান্না করায় সায়ামার পুতুল আর বালিশ হাসপাতালেই এনে দিয়েছেন বাবা মফিজুল সাদিক। শিশু সায়মার মা জানান, প্লাটিলেট আগের চেয়ে কিছুটা বেড়েছে। পরীক্ষার জন্য আবার রক্ত নিয়েছে। এ পরীক্ষার পর রিপোর্ট দেখে ডাক্তাররা সিদ্ধান্ত জানাবেন।
সায়মার মতো একই পরিস্থিতি ডেঙ্গু আক্রান্ত অন্য শিশুদেরও। জ্বর, খাওয়ায় অরুচি, প্লাটিলেট কমে যাওয়া, দুর্বলতা নিয়ে দিনের পর দিন হাসপাতালের বিছানায় শুয়েই কাটছে দিন। হাসপাতালে ভর্তি শিশুদের স্বজনরা জানান, হঠাৎ করে জ্বর আসে। জ্বর কমছিল না, সঙ্গে বমিও ছিল। তখন হাসপাতালে নিয়ে এলে ডেঙ্গু ধরা পড়ে। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের পর্যাপ্ত ক্যালরিযুক্ত খাবার না খাওয়া আর দেরিতে হাসপাতালে ভর্তি করানোর কারণে ডেঙ্গুতে মৃত্যু ও মৃত্যুর ঝুঁকি বাড়ছে।
মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. রিদওয়ানুর রহমান বলেন, সঠিক সময়ে যদি আমরা বাচ্চাদের হাসপাতালে নিতে পারি, তাহলে ওদের মৃত্যু ঝুঁকি কমে যাবে। সাধারণত ডেঙ্গু মারাত্মক হয় যখন জ্বর চলে যায়। জ্বর চলে যাওয়ার কিছুক্ষণ পর বা এক দিনের মধ্যে বেশি সমস্যা দেখা দেয়। তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত হলে শিশুদের পর্যাপ্ত পরিমাণে ক্যালরিযুক্ত খাবার খাওয়াতে হবে। পাশাপাশি দ্রুত হাসপাতেলে ভর্তি করা হলে কমবে শিশু মৃত্যুর হার। চলতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩০২ জন। আক্রান্তদের ৩২ শতাংশই শিশু-কিশোর বলে স্বাস্থ্য অধিদফতরের তথ্য থেকে জানা যায়।##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
থিনেস্ট স্বাস্থ্যের