পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় গেলেন কিম
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে দেখা করতে গতকাল একটি বুলেটপ্রুফ ট্রেনে করে রাশিয়ার বন্দর শহর ভøাদিভোস্তকে গিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তার সঙ্গে সফরসঙ্গী হিসাবে কূটনীতিক এবং সামরিক কমান্ডারদের পাশাপাশি দেশটির অস্ত্র শিল্পের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কেনাবেচার ব্যাপারে আলোচনা হতে পারে দুই রাষ্ট্রনেতার মধ্যে। যার প্রভাব পড়তে পারে ইউক্রেন যুদ্ধে। জাপানের সংবাদমাধ্যম জেএনএন সূত্রে খবর, গতকাল বিলাসবহুল সাঁজোয়া ট্রেনে চেপে উত্তর কোরিয়ার নেতা কিম রাশিয়ার সীমান্ত সংলগ্ন খাসান শহরে পৌঁছন। সেখানে তাকে স্বাগত জানানোর জন্য বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। চার বছর পর কোনও বিদেশ সফরে গেলেন কিম।
গতকাল রুশ শহর ভøাদিওভোস্তকে বার্ষিক অর্থনৈতিক ফোরামে যোগ দেন পুতিন। সেখানেই বৈঠকে বসেন দুই রাষ্ট্রপ্রধান। কয়েকদিন আগেই নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা দাবি করেছিলেন, রুশ শহর ভøাদিওভোস্তকে সেপ্টেম্বরেই বৈঠকে বসবেন পুতিন ও কিম। এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ আবহে গোলাবারুদ, অস্ত্রশস্ত্র, অত্যাধুনিক মিসাইল কেনাবেচার ব্যাপারে চুক্তি হতে পারে। প্রসঙ্গত, আমেরিকার তরফে আগেই উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দেয়া হয়েছে, তারা যদি রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করে তাহলে তার দাম চোকাতে হবে।
এবার আমেরিকার সেই হুঁশিয়ারির তোয়াক্কা না করে রাশিয়ায় পা রাখলেন কিম। উত্তর কোরিয়ার সর্বাধিনায়কের সফর নিয়ে মুখ খুলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। রুশ সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘বভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হতে পারে।’ আমেরিকাকে তোপ দেগে তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে প্রতিবেশি দেশগুলির সম্পর্ক যথেষ্ট ভাল। উত্তর কোরিয়ার সঙ্গেও সম্পর্ক আরও দৃঢ় হলে দু’দেশের স্বার্থসিদ্ধি হবে। এখানে আমেরিকার কোনও হুঁশিয়ারি মানা হবে না।’
উল্লেখ্য, গত মাসে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি এক প্রেস বিবৃতিতে জানিয়েছিলেন, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু উত্তর কোরিয়ায় তার সফর চলাকালীন রাশিয়ার জন্য পিয়ংইয়ংয়ের থেকে গোলাবারুদ কেনার বিষয়ে আলোচনা করেছিলেন। ফলে মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের যে মজবুত সম্পর্ক রয়েছে তা আরও দৃঢ় হচ্ছে। তার মধ্যেই দক্ষিণ কোরিয়ার এক সংবাদ সংস্থা দাবি করে, কিমের দেশের সঙ্গে যৌথ নৌ-মহড়ায় উদ্যোগী রুশ প্রশাসন। এমনকী শুধু উত্তর কোরিয়াই নয় এই মহড়ায় চীনের যোগদানও চাইছে মস্কো। ফলে, কিমের রাশিয়ার যাওয়ায় চাঞ্চল্য যে আরও বাড়ছে তাতে নিশ্চিত বিশ্লেষকদের একাংশ। সূত্র : রয়টার্স।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
থিনেস্ট স্বাস্থ্যের